বরগুনা প্রতিনিধি
বরগুনায় স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও অপহরণ চেষ্টার অভিযোগে সোহেল (৪০) নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার রাতে বরগুনা পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে সোহেলকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা।
স্কুলছাত্রীর মা জানান, অভিযুক্ত সোহেল তাদের বাসার কাছেই ভাড়া থাকত। এই সুবাদে সোহেল তাদের পরিচিত। গত মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে সোহেল জোর করে আমার মেয়েকে রিকশায় তুলে নিয়ে অপহরণের চেষ্টা করে। এ সময় আমার মেয়ে তার চাচাতো বোনকে রাস্তায় দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে চাচাতো বোন কৌশলে এক অটোরিকশাচালকের সহায়তায় মেয়েকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। পরে এ ঘটনা স্থানীয় কাউন্সিলর জাহিদুল করিম বাবু, সাবেক কাউন্সিলর মো. জামাল হোসেন ও সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা চম্পাকে জানানো হয়।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জাহিদুল করিম বাবু জানান, সোহেল বখাটে ও মাদকাসক্ত। এর আগে ইয়াবা বিক্রি ও ধর্ষণের অভিযোগে সে গ্রেপ্তার হয়েছিল। তিন মাস আগে ধর্ষণ মামলা থেকে জামিন পেয়ে ফের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করে। গত মঙ্গলবার ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। সোহেলের কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষিপ্ত। গতকাল সন্ধ্যায় এলাকার লোকজন গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে। তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমি এলাকার বাইরে নির্মাণশ্রমিকের কাজ করি। স্কুলে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে সোহেল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। সোহেলের বিষয়টি স্থানীয়দের জানানো হয়। স্থানীয়রা সোহেলকে গতকাল আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আমরা রাত ১১টার দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম বলেন, ‘সোহেলকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্কুলছাত্রীর মা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোহেলের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় সম্প্রতি সে জামিনে ছিল।’
বরগুনায় স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও অপহরণ চেষ্টার অভিযোগে সোহেল (৪০) নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার রাতে বরগুনা পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে সোহেলকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা।
স্কুলছাত্রীর মা জানান, অভিযুক্ত সোহেল তাদের বাসার কাছেই ভাড়া থাকত। এই সুবাদে সোহেল তাদের পরিচিত। গত মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে সোহেল জোর করে আমার মেয়েকে রিকশায় তুলে নিয়ে অপহরণের চেষ্টা করে। এ সময় আমার মেয়ে তার চাচাতো বোনকে রাস্তায় দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে চাচাতো বোন কৌশলে এক অটোরিকশাচালকের সহায়তায় মেয়েকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। পরে এ ঘটনা স্থানীয় কাউন্সিলর জাহিদুল করিম বাবু, সাবেক কাউন্সিলর মো. জামাল হোসেন ও সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা চম্পাকে জানানো হয়।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জাহিদুল করিম বাবু জানান, সোহেল বখাটে ও মাদকাসক্ত। এর আগে ইয়াবা বিক্রি ও ধর্ষণের অভিযোগে সে গ্রেপ্তার হয়েছিল। তিন মাস আগে ধর্ষণ মামলা থেকে জামিন পেয়ে ফের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করে। গত মঙ্গলবার ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। সোহেলের কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষিপ্ত। গতকাল সন্ধ্যায় এলাকার লোকজন গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে। তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমি এলাকার বাইরে নির্মাণশ্রমিকের কাজ করি। স্কুলে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে সোহেল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। সোহেলের বিষয়টি স্থানীয়দের জানানো হয়। স্থানীয়রা সোহেলকে গতকাল আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আমরা রাত ১১টার দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম বলেন, ‘সোহেলকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্কুলছাত্রীর মা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোহেলের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় সম্প্রতি সে জামিনে ছিল।’
সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানসহ পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে এই কথা জানানো হয়েছে।
৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’ আয়োজনের জন্য আর্থিক অনুদান চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের ‘স্ট্রংলি রিকমেন্ডেড’ মন্তব্য সংযুক্ত একটি চিঠির কপি সামাজিক
৮ মিনিট আগেমঙ্গলবার রাত ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২০ মিটার; যা বিপৎসীমার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দলীয় প্যাডে এক বিবৃতিতে এই বহিষ্কারাদেশ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
৩০ মিনিট আগে