Ajker Patrika

ধর্ষণ মামলায় জামিনে থাকা আসামির স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৪: ৩০
ধর্ষণ মামলায় জামিনে থাকা আসামির স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

বরগুনায় স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও অপহরণ চেষ্টার অভিযোগে সোহেল (৪০) নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার রাতে বরগুনা পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে সোহেলকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা। 

স্কুলছাত্রীর মা জানান, অভিযুক্ত সোহেল তাদের বাসার কাছেই ভাড়া থাকত। এই সুবাদে সোহেল তাদের পরিচিত। গত মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে সোহেল জোর করে আমার মেয়েকে রিকশায় তুলে নিয়ে অপহরণের চেষ্টা করে। এ সময় আমার মেয়ে তার চাচাতো বোনকে রাস্তায় দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে চাচাতো বোন কৌশলে এক অটোরিকশাচালকের সহায়তায় মেয়েকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। পরে এ ঘটনা স্থানীয় কাউন্সিলর জাহিদুল করিম বাবু, সাবেক কাউন্সিলর মো. জামাল হোসেন ও সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা চম্পাকে জানানো হয়। 

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জাহিদুল করিম বাবু জানান, সোহেল বখাটে ও মাদকাসক্ত। এর আগে ইয়াবা বিক্রি ও ধর্ষণের অভিযোগে সে গ্রেপ্তার হয়েছিল। তিন মাস আগে ধর্ষণ মামলা থেকে জামিন পেয়ে ফের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করে। গত মঙ্গলবার ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। সোহেলের কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষিপ্ত। গতকাল সন্ধ্যায় এলাকার লোকজন গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে। তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। 

স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমি এলাকার বাইরে নির্মাণশ্রমিকের কাজ করি। স্কুলে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে সোহেল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। সোহেলের বিষয়টি স্থানীয়দের জানানো হয়। স্থানীয়রা সোহেলকে গতকাল আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আমরা রাত ১১টার দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ 

বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম বলেন, ‘সোহেলকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্কুলছাত্রীর মা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোহেলের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় সম্প্রতি সে জামিনে ছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত