বরগুনা সংবাদদাতা
বরগুনায় এক শিশুকে ধর্ষণ এবং তার বাবাকে হত্যা করা পরিবারটির খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি আজ সোমবার সকালে ভুক্তভোগীদের বাড়িতে যান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির বলেন, ‘সামাজিকভাবে আমরা যদি এই মজলুমদের পাশে ছুটে আসি, তাহলে মজলুমরা শক্তি পাবে। জালিমদের ভয় দেখাতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। মজলুমদের পাশে দাঁড়াতে হবে, এই অনুভূতি নিয়ে যে সেই মজলুম ব্যক্তিটি আমিও হতে পারতাম, তখন আমি সমাজের কাছে কী আশা করতাম?’
শফিকুর রহমান বলেন, ‘আমাদের কাছে দল ও ধর্মের কোনো ব্যবধান নেই। মানবতা যেখানেই বিপন্ন হবে, আমরা চেষ্টা করি সেখানেই হাজিরা দেওয়ার জন্য। আমাদের বার্তা পরিষ্কার, আমরা জালিমের বিরুদ্ধে আর মজলুমের পক্ষে।’
পরিবারটির দায়িত্ব নেওয়ার বিষয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘এই বাচ্চারা বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন এর চাইতে একটু ভালো চলতে পারে সে দিকে আমরা খেয়াল রাখব। আমরা এও বলেছি, কোলের ছোট শিশুটির বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত এই পরিবারের পাশে প্রতি মাসে আছি ইনশা আল্লাহ। তাদের পড়ালেখার খরচ, জীবনের ব্যয় নির্বাহ, একটা সাধারণ পরিবারের যেটা, সেটার জন্য আমরা পাশে আছি।’
এ ঘটনায় মামলার দায়িত্ব নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ধন্যবাদ জানান জামায়াতের আমির। সেই সঙ্গে তিনি প্রশাসন ও বিচার বিভাগের কাছে দাবি জানান, এ ঘটনায় অভিযুক্তরা যেন কোনো প্রকার আইনি ফাঁকে বেরিয়ে যেতে না পারে। আর মামলাটি যেন দ্রুত বিচার আইনে সম্পন্ন করা হয়।
পরে বরগুনা টাউন হলে জেলা জামায়েতে ইসলামী আয়োজিত পথসভায় বক্তব্য দেন শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের বরগুনা জেলা আমির মহিবুল্লাহ হারুন, নায়েবে আমির আবদুল লতিফ, সেক্রেটারি আসাদুজ্জামান মামুন, ছাত্রশিবিরের জেলা সভাপতি আবদুল্লাহ মো. সুমন প্রমুখ।
উল্লেখ, ৭ মার্চ এক শিশুকে ধর্ষণ করেন সৃজিত রায় নামের এক যুবক। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করলে অভিযুক্ত সৃজিতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আদালতে শুনানির এক দিন আগে ১১ মার্চ দিবাগত রাত ১টার দিকে বাদীর লাশ পাওয়া যায়।
বরগুনায় এক শিশুকে ধর্ষণ এবং তার বাবাকে হত্যা করা পরিবারটির খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি আজ সোমবার সকালে ভুক্তভোগীদের বাড়িতে যান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির বলেন, ‘সামাজিকভাবে আমরা যদি এই মজলুমদের পাশে ছুটে আসি, তাহলে মজলুমরা শক্তি পাবে। জালিমদের ভয় দেখাতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। মজলুমদের পাশে দাঁড়াতে হবে, এই অনুভূতি নিয়ে যে সেই মজলুম ব্যক্তিটি আমিও হতে পারতাম, তখন আমি সমাজের কাছে কী আশা করতাম?’
শফিকুর রহমান বলেন, ‘আমাদের কাছে দল ও ধর্মের কোনো ব্যবধান নেই। মানবতা যেখানেই বিপন্ন হবে, আমরা চেষ্টা করি সেখানেই হাজিরা দেওয়ার জন্য। আমাদের বার্তা পরিষ্কার, আমরা জালিমের বিরুদ্ধে আর মজলুমের পক্ষে।’
পরিবারটির দায়িত্ব নেওয়ার বিষয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘এই বাচ্চারা বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন এর চাইতে একটু ভালো চলতে পারে সে দিকে আমরা খেয়াল রাখব। আমরা এও বলেছি, কোলের ছোট শিশুটির বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত এই পরিবারের পাশে প্রতি মাসে আছি ইনশা আল্লাহ। তাদের পড়ালেখার খরচ, জীবনের ব্যয় নির্বাহ, একটা সাধারণ পরিবারের যেটা, সেটার জন্য আমরা পাশে আছি।’
এ ঘটনায় মামলার দায়িত্ব নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ধন্যবাদ জানান জামায়াতের আমির। সেই সঙ্গে তিনি প্রশাসন ও বিচার বিভাগের কাছে দাবি জানান, এ ঘটনায় অভিযুক্তরা যেন কোনো প্রকার আইনি ফাঁকে বেরিয়ে যেতে না পারে। আর মামলাটি যেন দ্রুত বিচার আইনে সম্পন্ন করা হয়।
পরে বরগুনা টাউন হলে জেলা জামায়েতে ইসলামী আয়োজিত পথসভায় বক্তব্য দেন শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের বরগুনা জেলা আমির মহিবুল্লাহ হারুন, নায়েবে আমির আবদুল লতিফ, সেক্রেটারি আসাদুজ্জামান মামুন, ছাত্রশিবিরের জেলা সভাপতি আবদুল্লাহ মো. সুমন প্রমুখ।
উল্লেখ, ৭ মার্চ এক শিশুকে ধর্ষণ করেন সৃজিত রায় নামের এক যুবক। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করলে অভিযুক্ত সৃজিতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আদালতে শুনানির এক দিন আগে ১১ মার্চ দিবাগত রাত ১টার দিকে বাদীর লাশ পাওয়া যায়।
রংপুরের বদরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র হক সাহেবের মোড় থেকে স্টেশন সড়ক এবং শহীদ মিনার থেকে থানা সড়কের এক পাশ দিয়ে ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। ঈদ সামনে রেখে কেনাকাটায় বের হওয়া মানুষজন সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
৪ মিনিট আগেঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মসজিদের নামে তোলা টাকার সিংহভাগই ছয়নয় করার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। আগে মসজিদটিতে দলিলপ্রতি মাত্র ২০ টাকা দেওয়া হলেও বর্তমানে তা-ও দেওয়া হয় না। আর এসব বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন মসজিদের সাধারণ সম্পাদক দীন ইসলাম।
৮ মিনিট আগেনিজের সম্বন্ধী আর বন্ধুবান্ধব ছাড়া কাউকেই চিনছেন না রাজশাহী গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম। দরপত্রের প্রক্রিয়ার গোপন দর ফাঁস করে তিনি তাঁদের লাখ লাখ টাকার কাজ পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে অন্য কোনো ঠিকাদার কাজ পাচ্ছেন না। বঞ্চিত ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভ...
১৫ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার খালাস না হওয়ায় শেষ পর্যন্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত মাসে অনুষ্ঠিত নিলামে প্রতিটি ৯ কোটি ৬৭ লাখ টাকা দামের ২৪টি গাড়ি বিক্রির জন্য তোলা হয়। সেই নিলামে ১৪ জন অংশগ্রহণ...
১ ঘণ্টা আগে