Ajker Patrika

মেঘনায় নিখোঁজ এক জেলে 

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৪: ৩৩
Thumbnail image

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে বাগদার রেণু শিকার করতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন মনজুর রহমান (৪৫) নামে এক জেলে। আজ বুধবার সকালে উপজেলার স্লুইসঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেকে উদ্ধারের কাজ করছেন পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা। নিখোঁজ জেলেকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। 

জানা যায়, নিখোঁজ মনজু উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূলা গ্রামের অজিউল্লার ছেলে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৯টার দিকে তজুমদ্দিন উপজেলার স্লুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছাকাছি মেঘনা নদীতে বাগদার রেণু শিকার করতে যান জেলে মজনু। হঠাৎ প্রবল স্রোতের টানে ভেসে যান তিনি। এ খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ জেলের সন্ধানে নেমেছে। 
 
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ নিখোঁজ জেলের সন্ধান করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত