Ajker Patrika

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু, বাবা হাসপাতালে 

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২১: ৪৪
Thumbnail image

পিরোজপুরের নেছারাবাদের সন্ধ্যা নদীতে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রনি (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা মো. ফিরোজ (৩৯) আহত হয়েছেন।

আজ রোববার আনুমানিক বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কামারকাঠির সন্ধ্যা নদীতে এই ঘটনা ঘটে। তাঁদের বাড়ি উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি ২ নম্বর ওয়ার্ডে।

বজ্রপাতে আহত হাসপাতালে ভর্তি রনির বাবা ফিরোজ শেখ বলেন, ‘রোববার আনুমানিক বেলা সাড়ে ৩টার দিকে ছোট ছেলের সঙ্গে জাল ও নৌকা নিয়ে নদীতে বের হই। কিছু সময়ের মধ্য আকাশে মেঘ কালো হয়ে আসে। এ সময় জাল তুলে নৌকা নিয়ে বাড়ির পথে রওনা হই। এমন সময় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুতেই আকাশে বিদ্যুতের ঝলকানি শুরু হয়। রনি আমার মাথায় ছাতা ধরে ছিল। আর আমি নৌকা বেয়ে বাড়ির কাছাকাছি আসতেই বিদ্যুতের চমকানিসহ নৌকার মাথায় বিকট শব্দ হয়। এতে আমি অজ্ঞান হয়ে যাই। পরে আর কিছু বলতে পারি নাই।’ 

রনির মামা মো. বেল্লাল মিয়া জানান, বিকেলে ভাগনেসহ তাঁর বোন জামাই নদীতে মাছ ধরতে যায়। বাড়ি ফেরার পথে নদীতে বজ্রপাতে তাঁর ছোট ভাগনে মারা যায়। এতে বোন জামাই আহত হয়েছেন। 

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার জানান, হাসপাতালে আনার পূর্বেই বজ্রপাতে ছেলেটির মৃত্যু হয়েছে। আহত বাবা ফিরোজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত