Ajker Patrika

চরফ্যাশনে আ.লীগ কার্যালয়ে এনসিপির সাইনবোর্ড

ভোলা প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৫, ২১: ০৩
ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি দখলে নিয়ে এনসিপির সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা
ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি দখলে নিয়ে এনসিপির সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগ কার্যালয়ে এখন ঝুলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাইনবোর্ড। আজ শনিবার (১০ মে) দুপরে চরফ্যাশন পৌর শহরের কলেজ রোডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি দখলে নিয়ে এনসিপির নেতা-কর্মীরা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দিয়ে উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবন দখলে নিয়ে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে এনসিপি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এর পর থেকে পরিত্যক্ত ছিল কার্যালয়টি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি দাবি করা অহিদ ফয়সাল নামের এক নেতার নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিজেদের সাইনবোর্ড টাঙানো হয়েছে।

জানতে চাইলে এনসিপির চরফ্যাশন উপজেলার প্রতিনিধি অহিদ ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, সরকারি জমিতে আওয়ামী লীগের কার্যালয় ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পরে এটি ভাঙচুর হওয়ায় দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। তিনি দাবি করেন, সেখানে মাদকের আড্ডা বসত। তাই ওই ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করে এনসিপির কার্যক্রম শুরু করা হয়েছে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথী শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এনসিপির সাইনবোর্ড ঝোলানোর খবর আমি শুনেছি। তবে ওই কার্যালয় তাদের দলিল করা সম্পদ, নাকি সরকারি; সেটা আমি নিশ্চিত না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত