গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
‘গরিবের হাসপাতাল’ খ্যাত কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসুদেব চাপ এলাকার সাধারণ মানুষ। ওই এলাকার কমিউনিটি ক্লিনিকের একমাত্র স্বাস্থ্যসেবাকর্মী (সিএইচসিপি) অনুরুদ্ধ ঘোষ ক্লিনিকে অনুপস্থিত থাকায় এলাকার দরিদ্র মা ও শিশুরা স্বাস্থ্যসেবা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি সরকারি কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য তাঁকে কৈফিয়তের চিঠি দেওয়া হলেও তিনি এর কোনো উত্তর দেননি বলে জানায় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে অনিয়মের অভিযোগে গত বছরের জুলাই মাস থেকে বন্ধ রয়েছে তাঁর বেতন ভাতা।
উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গোসাইরহাটের বাসুদেব চাপ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবাকর্মী (সিএইচসিপি) অনুরুদ্ধ ঘোষ দীর্ঘদিন ধরে ক্লিনিকে অনুপস্থিত রয়েছেন এমন অভিযোগ ছিল স্থানীয়দের। যার ফলে এলাকার দরিদ্র মা ও শিশুরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে গত এপ্রিল মাসের ৭ তারিখ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বাসুদেব চাপ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পান।
ওই দিনই ডা.মো. হাফিজুর রহমান মিঞা সিএইচসিপি অনুরুদ্ধ ঘোষকে নিয়মিত সরকারি কাজে কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য কেন তাঁর বিরুদ্ধে বেতন ভাতা বন্ধ করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না মর্মে কৈফিয়ত তলবের চিঠি দেন। তিন কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের নির্দেশ দেওয়া হলেও অনুরুদ্ধ ঘোষ এখন পর্যন্ত জবাব দেননি বলে জানা যায়। জবাব প্রাপ্তির ব্যর্থতায় এপ্রিল মাস থেকে তাঁর বেতন ভাতা বন্ধ করে দেয় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্থানীয় গৃহবধূ সুফিয়া বেগম বলেন, আমার বাচ্চার কয়েক দিন ধরেই জ্বর ও ডায়রিয়া। কিন্তু শুনলাম ক্লিনিক বন্ধ থাকে, তাই বাজারের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়াই।
বৃদ্ধা মজিরুন্নেছা বলেন, ‘অসুখ বিসুখ হলে ক্লিনিক থেইক্কা আগে দুই চাইরডা ওষুধ পাইতাম। এহন ওষুধের দোকান থেইক্কা কিন্না খাইতে হয়। বুড়ো হয়ে গেছি তাই উপজেলার হাসপাতালে যাইতে অনেক কষ্ট হয়।’
এ বিষয়ে জানতে অনুরুদ্ধ ঘোষকে মোবাইলে কল করা হলেও তাঁর মোবাইল সংযোগ বন্ধ থাকায় তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বলেন, ‘সরকারী কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য অনুরুদ্ধ ঘোষকে কৈফিয়তেরে জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু চিঠির জবাব না পাওয়ায় এপ্রিল মাস থেকে তাঁর বেতন বন্ধ করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। অতিরিক্ত জনবল না থাকায় বাসুদেব কমিউনিটি ক্লিনিকটির কার্যক্রম আপাততঃ বন্ধ থাকলেও অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায় কিনা তা আমরা ভেবে দেখছি।’
‘গরিবের হাসপাতাল’ খ্যাত কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসুদেব চাপ এলাকার সাধারণ মানুষ। ওই এলাকার কমিউনিটি ক্লিনিকের একমাত্র স্বাস্থ্যসেবাকর্মী (সিএইচসিপি) অনুরুদ্ধ ঘোষ ক্লিনিকে অনুপস্থিত থাকায় এলাকার দরিদ্র মা ও শিশুরা স্বাস্থ্যসেবা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি সরকারি কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য তাঁকে কৈফিয়তের চিঠি দেওয়া হলেও তিনি এর কোনো উত্তর দেননি বলে জানায় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে অনিয়মের অভিযোগে গত বছরের জুলাই মাস থেকে বন্ধ রয়েছে তাঁর বেতন ভাতা।
উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গোসাইরহাটের বাসুদেব চাপ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবাকর্মী (সিএইচসিপি) অনুরুদ্ধ ঘোষ দীর্ঘদিন ধরে ক্লিনিকে অনুপস্থিত রয়েছেন এমন অভিযোগ ছিল স্থানীয়দের। যার ফলে এলাকার দরিদ্র মা ও শিশুরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে গত এপ্রিল মাসের ৭ তারিখ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বাসুদেব চাপ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পান।
ওই দিনই ডা.মো. হাফিজুর রহমান মিঞা সিএইচসিপি অনুরুদ্ধ ঘোষকে নিয়মিত সরকারি কাজে কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য কেন তাঁর বিরুদ্ধে বেতন ভাতা বন্ধ করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না মর্মে কৈফিয়ত তলবের চিঠি দেন। তিন কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের নির্দেশ দেওয়া হলেও অনুরুদ্ধ ঘোষ এখন পর্যন্ত জবাব দেননি বলে জানা যায়। জবাব প্রাপ্তির ব্যর্থতায় এপ্রিল মাস থেকে তাঁর বেতন ভাতা বন্ধ করে দেয় উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্থানীয় গৃহবধূ সুফিয়া বেগম বলেন, আমার বাচ্চার কয়েক দিন ধরেই জ্বর ও ডায়রিয়া। কিন্তু শুনলাম ক্লিনিক বন্ধ থাকে, তাই বাজারের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়াই।
বৃদ্ধা মজিরুন্নেছা বলেন, ‘অসুখ বিসুখ হলে ক্লিনিক থেইক্কা আগে দুই চাইরডা ওষুধ পাইতাম। এহন ওষুধের দোকান থেইক্কা কিন্না খাইতে হয়। বুড়ো হয়ে গেছি তাই উপজেলার হাসপাতালে যাইতে অনেক কষ্ট হয়।’
এ বিষয়ে জানতে অনুরুদ্ধ ঘোষকে মোবাইলে কল করা হলেও তাঁর মোবাইল সংযোগ বন্ধ থাকায় তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বলেন, ‘সরকারী কর্তব্যে অবহেলা ও গাফিলতির জন্য অনুরুদ্ধ ঘোষকে কৈফিয়তেরে জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু চিঠির জবাব না পাওয়ায় এপ্রিল মাস থেকে তাঁর বেতন বন্ধ করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। অতিরিক্ত জনবল না থাকায় বাসুদেব কমিউনিটি ক্লিনিকটির কার্যক্রম আপাততঃ বন্ধ থাকলেও অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায় কিনা তা আমরা ভেবে দেখছি।’
কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৩ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৪০ মিনিট আগে