Ajker Patrika

মাদ্রাসা সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা, সুপার থানা হেফাজতে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৭: ৫৮
মাদ্রাসা সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা, সুপার থানা হেফাজতে

পটুয়াখালী দশমিনা উপজেলায় এক মাদ্রাসার সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় সুপারকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অগ্রণী ব্যাংক দশমিনা শাখায় এ ঘটনা ঘটে। 

ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপার মোশারফ হোসেন আজ মঙ্গলবার সকালে অগ্রণী ব্যাংক দশমিনা শাখায় ৪৩ হাজার টাকা উত্তোলনের জন্য একটি চেক জমা দেন। ব্যবস্থাপক চেকের স্বাক্ষর যাচাই-বাছাই করে দেখেন ওই মাদ্রাসার সভাপতির স্বাক্ষর মিলছে না। তখন সুপারিনটেনডেন্টকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ স্বাক্ষর সভাপতির। 

সভাপতিকে ফোন দিয়ে চেক দিয়েছেন কি না জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। পরে দশমিনা থানাকে অবহিত করলে পুলিশ সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেনকে থানা হেফাজতে নিয়ে যায়। 

অগ্রণী ব্যাংক দশমিনা শাখার ব্যবস্থাপক মো. ইমাম হোসেন বলেন, ‘আমি পয়লা অক্টোবর যোগদান করি। সবার সঙ্গে আমার পরিচয় হয়ে ওঠেনি। সকালে দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেন ৪৩ হাজার টাকার চেক দিলে আমি স্বাক্ষর যাচাই করে দেখি সভাপতির স্বাক্ষর জাল। দশমিনা থানায় অবহিত করলে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।’ 

দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মোফাজ্জেল হোসেন বলেন, ‘সুপার এর আগেও আমাদের টিউশন ফি, এমপি মহোদয়ের মাদ্রাসা উন্নয়নের টাকা সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করে আত্মসাৎ করেন। আজ একই কাজ করতে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে ধরা খায়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ 

দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন মোবাইল ফোনে জানান, ‘সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে এমন কাজ করে আসছেন। আমাকে না বলে মাদ্রাসার সাধারণ তহবিলে থাকা টাকা আত্মসাৎ করার জন্য এভাবে ১৫-১৬টি চেক দিয়ে আমার স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করেছেন।’ 

সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন আরও বলেন, ‘আজ অগ্রণী ব্যাংক দশমিনা শাখা ব্যবস্থাপক আমাকে ফোন করে বিষয়টি জানান। তিনি দশমিনা থানা হেফাজতে আছেন। কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব।’ 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অগ্রণী ব্যাংক দশমিনা উপজেলা শাখার ব্যবস্থাপক বেলা ১টার দিকে ফোন করে বিষয়টি জানান। থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেনকে পাঠিয়ে মাদ্রাসা সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেনকে চেকসহ থানা হেফাজতে আনা হয়। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত