রুদ্র রুহান, বরগুনা
‘মোর স্বামীর লাশটা তোমরা আইন্যা দেও। মোর ঘরের লগে কবর দিমু। মুই আর কিছু চাই না, লাশটা চাই। সুস্থ হওয়ার লইগ্যা ঢাকা নিছিলাম। স্বামী মোর জনমের মতোন সুস্থ হইয়া গেছে। আল্লাহ তুমি মোর স্বামীর লাশটা ফিরাইয়া দেও। ’
ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চ ট্র্যাজিডিতে নিখোঁজ বরগুনার বামনা উপজেলার বৃদ্ধ হামিদ হাওলাদারের স্ত্রী মইফুল বেগম গত ছয়দিন ধরে এভাবেই বিলাপ করছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ৬ দিন অতিবাহিত হলেও এখনো খোঁজ মেলেনি তাঁর স্বামীর। তিনিও ও তাঁর মেয়ে জামাইসহ নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসছেন সেই বিভীষিকাময় মৃত্যুকূপ থেকে।
মৃত্যুর হাত থেকে ফিরে আসা নিখোঁজ হামিদ হাওলাদারের স্ত্রী মইফুল বেগম (৬০) জানান, স্বামী হামিদ হাওলাদারের চিকিৎসা শেষে তিনি ও তাঁর মেয়ে-জামাইসহ ৪ জন অভিযান ১০ লঞ্চে বাড়িতে ফিরছিলেন। লঞ্চটির প্রথম তলায় ডেকে ইঞ্জিন রুমের পাশেই তাঁরা বিছানা করে ছিলেন। রাতে ইঞ্জিন রুমে আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা সবাই একসঙ্গে জড়ো হন।
কিছু সময়ের মধ্যে সমগ্র লঞ্চটির লাইট বন্ধ হয়ে গেলে তারা ছোটাছুটি করতে থাকেন। অন্ধকারে একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে যান সবাই। ধোঁয়া ও আগুন সমগ্র লঞ্চে ছড়িয়ে পড়লে তারা যে যার মতো করে ঝাঁপ দেন নদীতে। বৃদ্ধ মইফুল বেগমের বোরকায় আগুন লেগে গেলে তিনিও ঝাঁপিয়ে পরে প্রাণে বাঁচেন। নিরাপদে তীরে ওঠার পরে স্বামীকে খুঁজে পাননি তিনি। পরে বিভিন্ন হাসপাতালে ঘুরে মেয়ে ও জামাইকে পান।
মইফুল বলেন, ‘আমার স্বামীর অসুখ অইছিল। ডাক্তার দেহাইতে ঢাকা লইয়া গেছেলাম। আল্লাহ হ্যারে কই লইয়া গ্যালো। লাশটাও যদি পাইতাম তয় মোর ঘরের পাশে মাডি দেতে পারতাম।’
নিখোঁজ হামিদ হাওলাদারের মেয়ে হালিমা বেগম বলেন, ‘আমরা ঢাকা-বরিশাল-ঝালকাঠিসহ বিভিন্ন হাসপাতালে বাবাকে খুঁজেছি কোথাও তাকে পাইনি। এখনো কোনো মরদেহের সন্ধান পাওয়ার খবর পেলে সেখানে ছুটে যাই। কিন্তু বাবাকে পাই না। বরগুনা জেলা প্রশাসকের কাছে ডিএনএ দিয়েছি। জানি না আদৌ বাবার খোঁজ পাব কি-না। বাবাকে জীবিত না হোক তার লাশটা পেলেও আমরা নিজেদের সান্ত্বনা দিতে পারতাম।’
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ হামিদ হাওলাদারের পরিবারকে তহবিল আর্থিক সহায়তা করা হয়েছে।
‘মোর স্বামীর লাশটা তোমরা আইন্যা দেও। মোর ঘরের লগে কবর দিমু। মুই আর কিছু চাই না, লাশটা চাই। সুস্থ হওয়ার লইগ্যা ঢাকা নিছিলাম। স্বামী মোর জনমের মতোন সুস্থ হইয়া গেছে। আল্লাহ তুমি মোর স্বামীর লাশটা ফিরাইয়া দেও। ’
ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চ ট্র্যাজিডিতে নিখোঁজ বরগুনার বামনা উপজেলার বৃদ্ধ হামিদ হাওলাদারের স্ত্রী মইফুল বেগম গত ছয়দিন ধরে এভাবেই বিলাপ করছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ৬ দিন অতিবাহিত হলেও এখনো খোঁজ মেলেনি তাঁর স্বামীর। তিনিও ও তাঁর মেয়ে জামাইসহ নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসছেন সেই বিভীষিকাময় মৃত্যুকূপ থেকে।
মৃত্যুর হাত থেকে ফিরে আসা নিখোঁজ হামিদ হাওলাদারের স্ত্রী মইফুল বেগম (৬০) জানান, স্বামী হামিদ হাওলাদারের চিকিৎসা শেষে তিনি ও তাঁর মেয়ে-জামাইসহ ৪ জন অভিযান ১০ লঞ্চে বাড়িতে ফিরছিলেন। লঞ্চটির প্রথম তলায় ডেকে ইঞ্জিন রুমের পাশেই তাঁরা বিছানা করে ছিলেন। রাতে ইঞ্জিন রুমে আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা সবাই একসঙ্গে জড়ো হন।
কিছু সময়ের মধ্যে সমগ্র লঞ্চটির লাইট বন্ধ হয়ে গেলে তারা ছোটাছুটি করতে থাকেন। অন্ধকারে একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে যান সবাই। ধোঁয়া ও আগুন সমগ্র লঞ্চে ছড়িয়ে পড়লে তারা যে যার মতো করে ঝাঁপ দেন নদীতে। বৃদ্ধ মইফুল বেগমের বোরকায় আগুন লেগে গেলে তিনিও ঝাঁপিয়ে পরে প্রাণে বাঁচেন। নিরাপদে তীরে ওঠার পরে স্বামীকে খুঁজে পাননি তিনি। পরে বিভিন্ন হাসপাতালে ঘুরে মেয়ে ও জামাইকে পান।
মইফুল বলেন, ‘আমার স্বামীর অসুখ অইছিল। ডাক্তার দেহাইতে ঢাকা লইয়া গেছেলাম। আল্লাহ হ্যারে কই লইয়া গ্যালো। লাশটাও যদি পাইতাম তয় মোর ঘরের পাশে মাডি দেতে পারতাম।’
নিখোঁজ হামিদ হাওলাদারের মেয়ে হালিমা বেগম বলেন, ‘আমরা ঢাকা-বরিশাল-ঝালকাঠিসহ বিভিন্ন হাসপাতালে বাবাকে খুঁজেছি কোথাও তাকে পাইনি। এখনো কোনো মরদেহের সন্ধান পাওয়ার খবর পেলে সেখানে ছুটে যাই। কিন্তু বাবাকে পাই না। বরগুনা জেলা প্রশাসকের কাছে ডিএনএ দিয়েছি। জানি না আদৌ বাবার খোঁজ পাব কি-না। বাবাকে জীবিত না হোক তার লাশটা পেলেও আমরা নিজেদের সান্ত্বনা দিতে পারতাম।’
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ হামিদ হাওলাদারের পরিবারকে তহবিল আর্থিক সহায়তা করা হয়েছে।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
২৪ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
২৭ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৩৯ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে