প্রতিনিধি
পটুয়াখালী: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালী জেলার কয়েকটি উপজেলায় বেড়িবাঁধ দিয়ে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উঁচু হয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়। এসব এলাকার বাসিন্দাদের রাত থেকে মুজিব কিল্লা ও সাইক্লোন শেল্টারে নিয়ে এসেছে উপজেলা প্রশাসন।
দুর্গতদের পাশে জরুরি সাড়াদানে এগিয়ে আসছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সাগর পারের মানুষের জান ও মাল নিরাপদ রাখতেও তাঁরা একযোগে কাজ করছেন। মুজিব কিল্লা ও সাইক্লোন শেল্টারে ২০ হাজার মানুষ ছাড়াও পটুয়াখালীর মির্জাগঞ্জ, কলাপাড়া, দশমিনা, বাউফল, রাঙ্গাবালী উপজেলার ১০ হাজার গবাদিপশু আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মো মাসুদ রানা জানান, ‘পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোররাত ৩টা নাগাদ পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৩৫০ কিলোমিটার থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। দেশের সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’
তিনি আরও জানান, ‘অতি প্রবল এ ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৮৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার । তা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বুধবার (২৬ মে) দুপুরে এটি ভারতের দক্ষিণ উত্তর ওডিশা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে।’
পটুয়াখালীর পায়রা বন্দরসহ জেলার কোথাও এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি। সাগরে টানা ৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকায় গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলোকে আগেই নিরাপদে ফিরিয়ে আনা হচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে। বাতাসের বেগ আগের তুলনায় বুদ্ধি পেয়েছে। সংকেত সম্পর্কে ধারণা না থাকায় উপকূলীয় এলাকায় অনেকেই সাইক্লোন শেল্টারে যেতে অনিচ্ছুক। তবে বাসিন্দাদের সাইক্লোন শেল্টারে নিতে এবং সেখানে নারী ও শিশুদের নিরাপত্তায় কাজ করছেন পুলিশ।
এ ছাড়াও ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় মুজিব কিল্লা, সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ৮০৩টি আশ্রয় কেন্দ্র ও ৯৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে এ সব কেন্দ্রে খাদ্য, ডাক্তার, ও স্কাউট এবং যুব রেডক্রিসেন্ট ভলান্টিয়ার রাখার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া জেলায় জরুরি খাদ্য সহায়তা, শিশু ও গো খাদ্যের জন্য দুই কোটি চুয়ান্ন লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জেলায় ১৩শ পুলিশ সদস্য, সেনা বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, সিপিপি, স্কাউট, যুব রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার টিমসহ মোট নয় হাজার স্বেচ্ছাসেবী সদস্যরা কাজ করছে।
পটুয়াখালী: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালী জেলার কয়েকটি উপজেলায় বেড়িবাঁধ দিয়ে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উঁচু হয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়। এসব এলাকার বাসিন্দাদের রাত থেকে মুজিব কিল্লা ও সাইক্লোন শেল্টারে নিয়ে এসেছে উপজেলা প্রশাসন।
দুর্গতদের পাশে জরুরি সাড়াদানে এগিয়ে আসছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সাগর পারের মানুষের জান ও মাল নিরাপদ রাখতেও তাঁরা একযোগে কাজ করছেন। মুজিব কিল্লা ও সাইক্লোন শেল্টারে ২০ হাজার মানুষ ছাড়াও পটুয়াখালীর মির্জাগঞ্জ, কলাপাড়া, দশমিনা, বাউফল, রাঙ্গাবালী উপজেলার ১০ হাজার গবাদিপশু আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মো মাসুদ রানা জানান, ‘পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোররাত ৩টা নাগাদ পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৩৫০ কিলোমিটার থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। দেশের সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’
তিনি আরও জানান, ‘অতি প্রবল এ ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৮৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার । তা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বুধবার (২৬ মে) দুপুরে এটি ভারতের দক্ষিণ উত্তর ওডিশা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে।’
পটুয়াখালীর পায়রা বন্দরসহ জেলার কোথাও এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি। সাগরে টানা ৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকায় গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলোকে আগেই নিরাপদে ফিরিয়ে আনা হচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে। বাতাসের বেগ আগের তুলনায় বুদ্ধি পেয়েছে। সংকেত সম্পর্কে ধারণা না থাকায় উপকূলীয় এলাকায় অনেকেই সাইক্লোন শেল্টারে যেতে অনিচ্ছুক। তবে বাসিন্দাদের সাইক্লোন শেল্টারে নিতে এবং সেখানে নারী ও শিশুদের নিরাপত্তায় কাজ করছেন পুলিশ।
এ ছাড়াও ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় মুজিব কিল্লা, সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ৮০৩টি আশ্রয় কেন্দ্র ও ৯৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে এ সব কেন্দ্রে খাদ্য, ডাক্তার, ও স্কাউট এবং যুব রেডক্রিসেন্ট ভলান্টিয়ার রাখার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া জেলায় জরুরি খাদ্য সহায়তা, শিশু ও গো খাদ্যের জন্য দুই কোটি চুয়ান্ন লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জেলায় ১৩শ পুলিশ সদস্য, সেনা বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, সিপিপি, স্কাউট, যুব রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার টিমসহ মোট নয় হাজার স্বেচ্ছাসেবী সদস্যরা কাজ করছে।
পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
১ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
১০ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে