Ajker Patrika

ভোলায় ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

ভোলা প্রতিনিধি
ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা
ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান অভিযানের নেতৃত্ব দেন।

মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, আজ উপজেলার কাচিয়া ইউনিয়নে লাইসেন্সবিহীন ইটভাটায় কাঠ পোড়ানো ও কৃষিজমির মাটির ব্যবহার প্রতিরোধে অভিযান চালান।

এ সময় মোল্লা ব্রিকস নামের অনুমোদনবিহীন একটি ইটভাটায় অভিযান চালানো হয়। কৃষিজমিতে ইটাভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় এবং কাঠ পোড়ানোয় মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

লাইসেন্স নেওয়ার আগপর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় এটি দেওয়া হয়।

এ ছাড়া ওই দিন মনিরাম বাজারসংলগ্ন খালের ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ মুচলেকা নিয়ে বন্ধ করা হয়। এই অপরাধে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী আবশ্যিকভাবে জেলদণ্ডের বিধান রয়েছে, সে সম্পর্কে সবাইকে সচেতন করা হয়।

অভিযানে বোরহানউদ্দিন থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত