Ajker Patrika

চিকিৎসাসেবার চিত্র দেখে অসন্তোষ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭: ২৮
চিকিৎসাসেবার চিত্র দেখে অসন্তোষ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বিভিন্ন ওয়ার্ড ঘুরে যা দেখলাম, তাতে চিত্রটা ভালো মনে হলো না। কারণ, অনেক বেশি রোগী। ফ্লোরে পা ফেলার জায়গা নেই। নতুন ভবনে মেডিসিন ইউনিট নেওয়া হয়েছে, তারপরও সেখানে দেখলাম করিডরে-বারান্দায় অনেক রোগী। পুরোনো ভবনেও অনেক রোগী। সেখানকার ফ্লোরেও রোগী রয়েছে। এ হাসপাতালে রোগীরা চিকিৎসাটা যেভাবে নিচ্ছে, সেটা আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়।’

আজ বৃহস্পতিবার সকালে শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল, বিভাগীয় ক্যানসার হাসপাতাল এবং শেবাচিম হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বরিশাল শেবাচিম হাসপাতালসহ দেশের আট বিভাগের পুরোনা হাসপাতালকে এক হাজার বেডে উন্নীতের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। কিন্তু বরিশালের এই হাসপাতাল ঘুরে যা বুঝলাম তাতে এখানে এক হাজার বেডেও কাজ হবে না, আরও বেশি বেড দরকার হবে। এর পুরোনো অবকাঠামো দিয়েও চলবে না, নতুন অবকাঠামোর প্রয়োজন রয়েছে।’

তিনি শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া বিভাগীয় ক্যানসার হাসপাতালের জন্য নতুন অবকাঠামো নির্মাণকাজেরও পরিদর্শন করেন।পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত