পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী হনুফা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গৃহবধূর বন্ধু তাঁকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিং—এ তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের।
গ্রেপ্তার মো. মুসা হাওলাদার (২২) জেলার মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের আবু হাওলাদারের ছেলে। গত রোববার তাঁকে চট্টগ্রামের হালি শহরের ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিহত হনুফা আক্তার (৩৬) মঠবাড়িয়ার উত্তর ভেচকী গ্রামের সৌদিপ্রবাসী মো. মিজানুর রহমানের স্ত্রী ও উপজেলার শিংগা গ্রামের মো. আ. জলিল ঘরামী মেয়ে। তিনি মঠবাড়িয়া সদর উপজেলায় ভাড়া বাসায় থাকতেন।
প্রেস ব্রিফিং—এ পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, ফেসবুকে হনুফার সঙ্গে মুসা হাওলাদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হনুফার তিন সন্তান রয়েছে। তার বড় মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। এক ছেলে মাদ্রাসায় বোর্ডিং—এ ও ছোট মেয়ে দাদির কাছে গ্রামে থাকে। হনুফা মঠবাড়িয়ার ভাড়া বাড়িতে একায় থাকত। মুসা প্রায়ই গোপনে সেখানে যেত। গত ১ সেপ্টেম্বর হনুফাদের বাড়িতে অবস্থানের সময় মুসার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ দিন রাতেই মুসা হনুফাকে গলা টিপে হত্যা করে। এর দুই দিন পরে চট্টগ্রামে পালিয়ে যান মুসা। এ ঘটনায় হনুফার বাবা ২ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করে।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশ তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারী মুসার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মুসাকে আদালতে সোপর্দ করলে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী হনুফা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গৃহবধূর বন্ধু তাঁকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিং—এ তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের।
গ্রেপ্তার মো. মুসা হাওলাদার (২২) জেলার মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের আবু হাওলাদারের ছেলে। গত রোববার তাঁকে চট্টগ্রামের হালি শহরের ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিহত হনুফা আক্তার (৩৬) মঠবাড়িয়ার উত্তর ভেচকী গ্রামের সৌদিপ্রবাসী মো. মিজানুর রহমানের স্ত্রী ও উপজেলার শিংগা গ্রামের মো. আ. জলিল ঘরামী মেয়ে। তিনি মঠবাড়িয়া সদর উপজেলায় ভাড়া বাসায় থাকতেন।
প্রেস ব্রিফিং—এ পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, ফেসবুকে হনুফার সঙ্গে মুসা হাওলাদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হনুফার তিন সন্তান রয়েছে। তার বড় মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। এক ছেলে মাদ্রাসায় বোর্ডিং—এ ও ছোট মেয়ে দাদির কাছে গ্রামে থাকে। হনুফা মঠবাড়িয়ার ভাড়া বাড়িতে একায় থাকত। মুসা প্রায়ই গোপনে সেখানে যেত। গত ১ সেপ্টেম্বর হনুফাদের বাড়িতে অবস্থানের সময় মুসার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ দিন রাতেই মুসা হনুফাকে গলা টিপে হত্যা করে। এর দুই দিন পরে চট্টগ্রামে পালিয়ে যান মুসা। এ ঘটনায় হনুফার বাবা ২ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করে।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশ তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারী মুসার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মুসাকে আদালতে সোপর্দ করলে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
৫ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
১৮ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
২১ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগে