Ajker Patrika

অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে অভিযান শুরু করেছে র‍্যাব: খুরশীদ হোসেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে অভিযান শুরু করেছে র‍্যাব: খুরশীদ হোসেন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে অভিযান শুরু করেছে র‍্যাব। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স প্রতিষ্ঠার লক্ষেও র‍্যাব কাজ করছে।’

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক মানুষকে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  

খুরশীদ হোসেন বলেন, দেশকে সার্বিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবিক কাজে এগিয়ে এলিট বাহিনীর চৌকস দল। জঙ্গি সন্ত্রাসীদের দমনের লক্ষ্য নিয়ে র‍্যাবের পথ চলা শুরু হয়েছিল। আজ বিভিন্ন মানবিক কাজের মধ্যে দিয়ে দক্ষতা প্রমাণ করে চলছে র‍্যাব। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‍্যাব। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে  অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে র‍্যাব মাঠে কঠোর ভূমিকা পালন করবে।

এ সময় মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ ও কুয়াকাটা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহআলম সহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল র‍্যাব মহাপরিচালক কুয়াকটায় এসে রাত্রি যাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত