Ajker Patrika

মেঘনায় জেলেদের হামলায় ৪ পুলিশসহ আহত ১৬ 

হিজলা (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৩, ২২: ২৫
মেঘনায় জেলেদের হামলায় ৪ পুলিশসহ আহত ১৬ 

বরিশালের হিজলায় মেঘনা নদীতে জেলেদের হামলায় নৌ পুলিশের পরিদর্শকসহ ১৬ জন আহত হয়েছেন। অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় পুলিশ অভিযানে গেলে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর সবুজ সরকারের মাছঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দেসহ আহতদের উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে আজ সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর সবুজ সরকারের মাছঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান চলার সময় কতিপয় জেলে সংঘবদ্ধ হয়ে এই হামলা চালান।

হামলায় গুরুতর আহত নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, ‘অভয়াশ্রমে অভিযানের সময় সংঘবদ্ধ জেলেরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখন তারা বাঁশের লাঠি দিয়ে চারদিক থেকে পেটাতে থাকে। উপায় না পেয়ে নিজের জীবন রক্ষার্থে সাত রাউন্ড ফাঁকা গুলি করি। জেলেদের হামলায় আমার চার পুলিশ সদস্যসহ নৌযানে থাকা ১৬ জন আহত হই। ’ 

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘নিষেধাজ্ঞার মধ্যে অসাধু জেলেরা নদীতে মাছ শিকার করছিল। তখন জেলেদের মাছ ধরতে বাধা দিলে পুলিশ হামলার শিকার হয়।’ 

ইউএনও মো. তারেক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের সম্পদ রক্ষা করতে গিয়ে প্রশাসনের লোকজন হামলার শিকার হয়েছে। যারা এ হামলার সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।’

জাটকা সংরক্ষণে বরিশাল বিভাগের তিন জেলার পাঁচ নদীসহ বিভিন্ন অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকার দুই মাস নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।

১ মার্চ থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় পাঁচ নদীর ৩৭২ কিলোমিটার এলাকায় কোনো ধরনের মাছ শিকার করা যাবে না বলে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলার নদীও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত