Ajker Patrika

জেলেদের জালে ‘আজব’ মাছ, দেখতে ভিড়

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
জেলেদের জালে ‘আজব’ মাছ, দেখতে ভিড়

পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে আবারও ধরা পড়েছে সাতটি সেইল ফিশ। এই মাছ মূলত গভীর সমুদ্রে বিচরণ করে। সমুদ্রের সবচেয়ে দ্রুতগতির প্রাণীও এটি। সেইল ফিশ জেলেদের জালে খুব একটা ধরা পড়ে না। জেলেরা বলেন পাখি মাছ। তাই স্থানীয়দের কাছে অনেকটা বিরলই বলা যায়।

গতকাল বৃহস্পতিবার রাতে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে কালাম উল্লাহ নামের এক মাঝির জালে পাঁচটি এবং সোবাহান নামের অপর এক মাঝির জালে দুটি সেইল ফিশ মাছ ধরা পড়ে। সাতটি মাছের মধ্যে তিনটির ওজন ৬০ কেজি করে, একটির ওজন ৪৫ কেজি ও অপর তিনটির ৩১ কেজি করে।

পাখি মাছ দেখতে ভিড় করেন মানুষআজ শুক্রবার দুপুরে মাছগুলো মৎস্য বন্দর মহিপুরের এমকে ফিশ নামের আড়তে বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। মাছগুলো এক নজর দেখতে ভিড় জমে যায়। 

জেলেরা জানান, দ্রুতগামী এ পাখি মাছ এর আগে কখনো তাঁদের জালে ধরা পড়েনি। মাছের ওজন বেশি হওয়ায় ঘাটে নিয়ে আসতে তাঁদের বেশ কষ্ট হয়েছে।  

এর আগে গতকালও নুরুন্নবী মাঝি ৬০ ও ৫৫ কেজি ওজনের আটটি পাখি মাছ মহিপুরে নিয়ে এসেছিলেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু। বিদেশে এর বেশ চাহিদা আছে। এই মাছের ইংরেজি নাম সেইল ফিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত