তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে পায়রা নদীর মাঝে ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা-ছোটবগী বাজার নামক স্থানের নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকেরা হলেন বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামের কমল সমাদ্দার (৪০) ও লবণগোলা গ্রামের আবদুল খালেক (৫০)।
ট্রলারে থাকা শ্রমিকেরা জানান, গতকাল বরগুনা ঘাট থেকে এফবি মায়ের দোয়া নামক একটি পণ্যবাহী ট্রলার তালতলীর উদ্দেশে রওনা দেয়। এ সময় ট্রলারে চাল, ডাল, তেল, মরিচ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় কোটি টাকার পণ্য ছিল। ট্রলারটি চাড়াভাঙা-ছোটবগী নামক স্থানে গেলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীতে ঢেউ থাকায় ট্রলারের মধ্যে পানি ঢুকে ট্রলারটি তলিয়ে যায়। ঘটনার সময় প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা মাঝি ও শ্রমিকসহ সাতজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের মধ্যে পাঁচজন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন।
নদীতে ঝাঁপ দিয়ে তীরে ফেরা আবদুর রব মৃধা বলেন, ‘আমরা রাতে পণ্যবাহী ট্রলার নিয়ে বরগুনা থেকে তালতলীর উদ্দেশে রওনা দিই। পরে রাত ১১টার দিকে চাড়াভাঙ্গা থেকে বগী বাজারের দিকে গেলে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় নদীতে ঢেউ থাকায় ট্রলারে পানি উঠে যায়। সেই পানি অপসারণের জন্য নিখোঁজ দুজন ব্রিজের মধ্যে যায়। কিন্তু দ্বিতীয়বার আবার ঢেউ এলে ট্রলারটি আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যায়। ঘটনার সময় আমরা পাঁচজন সাঁতরে বেঁচে ফিরলেও ব্রিজের ভেতরে থাকা দুজন উঠতে পারেননি।
আবদুর রব মৃধা আরও বলেন, ট্রলারে থাকা মালামাল জোয়ারের তোড়ে ভেসে গেছে। তবে কত লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি।
তালতলীর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসেছি। রাতেই একটি ট্রলার নিয়ে নদী থেকে যতটুকু সম্ভব পণ্য উদ্ধার করেছি। তবে এখনো নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বরগুনার তালতলীতে পায়রা নদীর মাঝে ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা-ছোটবগী বাজার নামক স্থানের নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকেরা হলেন বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামের কমল সমাদ্দার (৪০) ও লবণগোলা গ্রামের আবদুল খালেক (৫০)।
ট্রলারে থাকা শ্রমিকেরা জানান, গতকাল বরগুনা ঘাট থেকে এফবি মায়ের দোয়া নামক একটি পণ্যবাহী ট্রলার তালতলীর উদ্দেশে রওনা দেয়। এ সময় ট্রলারে চাল, ডাল, তেল, মরিচ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় কোটি টাকার পণ্য ছিল। ট্রলারটি চাড়াভাঙা-ছোটবগী নামক স্থানে গেলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীতে ঢেউ থাকায় ট্রলারের মধ্যে পানি ঢুকে ট্রলারটি তলিয়ে যায়। ঘটনার সময় প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা মাঝি ও শ্রমিকসহ সাতজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের মধ্যে পাঁচজন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন।
নদীতে ঝাঁপ দিয়ে তীরে ফেরা আবদুর রব মৃধা বলেন, ‘আমরা রাতে পণ্যবাহী ট্রলার নিয়ে বরগুনা থেকে তালতলীর উদ্দেশে রওনা দিই। পরে রাত ১১টার দিকে চাড়াভাঙ্গা থেকে বগী বাজারের দিকে গেলে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় নদীতে ঢেউ থাকায় ট্রলারে পানি উঠে যায়। সেই পানি অপসারণের জন্য নিখোঁজ দুজন ব্রিজের মধ্যে যায়। কিন্তু দ্বিতীয়বার আবার ঢেউ এলে ট্রলারটি আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যায়। ঘটনার সময় আমরা পাঁচজন সাঁতরে বেঁচে ফিরলেও ব্রিজের ভেতরে থাকা দুজন উঠতে পারেননি।
আবদুর রব মৃধা আরও বলেন, ট্রলারে থাকা মালামাল জোয়ারের তোড়ে ভেসে গেছে। তবে কত লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি।
তালতলীর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসেছি। রাতেই একটি ট্রলার নিয়ে নদী থেকে যতটুকু সম্ভব পণ্য উদ্ধার করেছি। তবে এখনো নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
যশোরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারিয়া সুলতানা (১৩) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কোদালিয়া বাজারে যশোর-মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত মারিয়া সুলতানা লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুর রহমানের মেয়ে এবং খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের...
১ সেকেন্ড আগেরাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (২৩ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে জুন মাসের অপরাধ-সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৩ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
৩৭ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
১ ঘণ্টা আগে