মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কয়েক ঘণ্টা পেরোতেই রাত ১টায় আরও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিকট শব্দে আতঙ্ক নিয়ে রাত পার করেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টায় ফের মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার এতোগুলো বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
বাটামারা ইউনিয়নের তয়কা ও টুমচর গ্রামের তিনটি বাড়ি থেকে দুই দিনে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পেয়েছেন স্থানীয়রা। বোমাগুলো খড়ের গাদা, লাকড়ির ঘর ও বাথরুমে রাখা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বোমা বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।
বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামের আব্দুল মাজেদ জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে তয়কা গ্রামের মৃত গণি খানের ছেলে আফজাল খানের খড়ের গাদার মধ্যে রাখা প্রায় ২০টি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে খড়ের গাদা উড়ে গেছে। ওই ঘটনার সাড়ে ৩ ঘণ্টা পরে রাত ১টার দিকে একই গ্রামের মোতালেব ভূইয়ার ছেলে মোমিন ভুঁইয়ার লাকড়ির ঘরে পরপর ১৫–১৬টি বিস্ফোরণ ঘটে। গভীর রাতে বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলার টুমচর গ্রামের বাসিন্দা বাকিউল্লাহ বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টুমচর গ্রামের হাকিম সিকদারের ছেলে নাসির সিকদারের বাথরুমের মধ্যে ১৬–১৭টি বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর বাটামারা জগরণী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরণের আলামত জব্দ করেন।
স্থানীয়দের ধারণা, বাটামারা ইউনিয়নে কয়েকটি গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হতো। সেসব সংঘর্ষে বোমা বিস্ফোরণও ঘটানো হতো। সম্প্রতি শান্তি সমাবেশের পর সংঘর্ষ বন্ধ হয়। তবে কেউ কেউ হয়তো বোমা জড়ো করে রেখেছিল। প্রচণ্ড গরমে সেগুলোই বিস্ফোরিত হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘বোমা বিস্ফোরণের ঘটনা শুনেছি এবং ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
বরিশালের মুলাদীতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কয়েক ঘণ্টা পেরোতেই রাত ১টায় আরও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিকট শব্দে আতঙ্ক নিয়ে রাত পার করেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টায় ফের মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার এতোগুলো বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
বাটামারা ইউনিয়নের তয়কা ও টুমচর গ্রামের তিনটি বাড়ি থেকে দুই দিনে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পেয়েছেন স্থানীয়রা। বোমাগুলো খড়ের গাদা, লাকড়ির ঘর ও বাথরুমে রাখা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বোমা বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।
বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামের আব্দুল মাজেদ জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে তয়কা গ্রামের মৃত গণি খানের ছেলে আফজাল খানের খড়ের গাদার মধ্যে রাখা প্রায় ২০টি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে খড়ের গাদা উড়ে গেছে। ওই ঘটনার সাড়ে ৩ ঘণ্টা পরে রাত ১টার দিকে একই গ্রামের মোতালেব ভূইয়ার ছেলে মোমিন ভুঁইয়ার লাকড়ির ঘরে পরপর ১৫–১৬টি বিস্ফোরণ ঘটে। গভীর রাতে বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলার টুমচর গ্রামের বাসিন্দা বাকিউল্লাহ বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টুমচর গ্রামের হাকিম সিকদারের ছেলে নাসির সিকদারের বাথরুমের মধ্যে ১৬–১৭টি বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর বাটামারা জগরণী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরণের আলামত জব্দ করেন।
স্থানীয়দের ধারণা, বাটামারা ইউনিয়নে কয়েকটি গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হতো। সেসব সংঘর্ষে বোমা বিস্ফোরণও ঘটানো হতো। সম্প্রতি শান্তি সমাবেশের পর সংঘর্ষ বন্ধ হয়। তবে কেউ কেউ হয়তো বোমা জড়ো করে রেখেছিল। প্রচণ্ড গরমে সেগুলোই বিস্ফোরিত হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘বোমা বিস্ফোরণের ঘটনা শুনেছি এবং ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
সাংবিধানিক ও সরকারি পদে থাকা দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কাওছার ই-মেইল ও রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
৩ মিনিট আগেটুঙ্গিপাড়ায় ছাত্রলীগ সন্দেহে সাফায়েত গাজী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করতে গিয়ে বাধা পেয়েছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতা এক পুলিশকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করেন। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন।
১৮ মিনিট আগেরাজধানীর শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে সেখানে অবস্থান নেন তাঁরা।
১ ঘণ্টা আগেস্ত্রীর মৃত্যুর শোকে জানাজার সময় মারা গেলেন স্বামী জমশিদ আলীও। ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ইলামেরগাঁও আটঘর গ্রামে। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগে