Ajker Patrika

পূর্বাচলে ক্ষতিপূরণের প্লট পেলেন আরও ১৪৪০ জন

নিজস্ব প্রতিবেদক
পূর্বাচলে ক্ষতিপূরণের প্লট পেলেন আরও ১৪৪০ জন

ঢাকা: পূর্বাচল নতুন শহর প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত আরও ১৪৪০ জনকে তিন কাঠার একটি করে প্লট দিয়েছে সরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বাস্তবায়নাধীন প্রকল্পটিতে এ নিয়ে ৭৮৮২ জন ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণের প্লট দেওয়া হলো।

আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের হাতে প্লটের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁদের হাতে প্লটের বরাদ্দপত্র তুলে দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শরীফ আহমেদ। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

নতুন করে ক্ষতিগ্রস্ত হিসেবে প্লট প্রাপ্তদের মধ্যে নারায়ণগঞ্জের ১০০ জন মূল অধিবাসী, গাজীপুরের ৪৪১ জন সাধারণ ক্ষতিগ্রস্ত এবং ৮৯৯ জন মূল অধিবাসী রয়েছেন। নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত হিসেবে আবেদন করেছিলেন ২২৪ জন। গাজীপুরে মূল অধিবাসী ক্যাটাগরিতে ১৮৬০ জন এবং সাধারণ ক্ষতিগ্রস্ত হিসেবে ১৪৭০ জন আবেদন করেন। এসব আবেদন যাচাই-বাছাই করে প্লট বরাদ্দ দেওয়া হয়। প্লট প্রাপ্তদের নামের তালিকা রাজউকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

১৯৯৫ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করে রাজউক। প্রকল্প এলাকার জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলনে নামে ক্ষতিগ্রস্তরা। প্রকল্প সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত