Ajker Patrika

আনসার আল ইসলামের দুই সদস্য ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ জুন ২০২১, ১৭: ৫৪
আনসার আল ইসলামের দুই সদস্য ৫ দিনের রিমান্ডে

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আল আমিন ও উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামাকে সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে দুইজনকে আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের প্রত্যেকের দশ দিন করে রিমান্ডের আবেদন জানায়। মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে শুনানি শেষে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

গত বুধবার রাজধানীর শেরেবাংলানগর এলাকা থেকে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে আল আামনিকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। জাতীয় সংসদ ভবনে কালো পতাকা ও একটি তলোয়ার নিয়ে হামলা করতে এসেছিলেন বলে মামলায় বলা হয়। তার দেওয়া স্বীকারোক্তি মতে এই পরিকল্পনার প্ররোচনা দানকারী আলী হাসান ওসামাকে পরে রাজবাড়ি জেলা থেকে গ্রেপ্তার করা হয়। ওসামা একজন উগ্রপন্থী বক্তা বলে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত