Ajker Patrika

মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর ২৮৮ জনকে ফেরত পাঠানো হয়েছে

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১২: ৪১
মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর ২৮৮ জনকে ফেরত পাঠানো হয়েছে

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির ২৮৮ জন সীমান্তরক্ষী বাহিনী ও সেনাসদস্যকে ফেরত পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর জেটি ঘাট থেকে একটি জাহাজে তাদের পাঠানো হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কিংবা প্রশাসন থেকে মিয়ানমার সরকারি বাহিনীর সদস্যদের হস্তান্তরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর থেকে তাঁদের কড়া নিরাপত্তায় বিআইডব্লিউটিএ ঘাটে আনা হয়। 

দেশে ফেরত ২৮৮ জনের মধ্যে ২৬১ জনই মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য। বাকিদের মধ্যে সেনাবাহিনী ও ইমিগ্রেশন কর্মকর্তা রয়েছেন। গত ৩ মার্চ থেকে কয়েক দফায় মিয়ানমার সরকারি বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। 

পুলিশ ও জেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, মিয়ানমারের ২৮৮ জনকে নিয়ে ভোর ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন থেকে বাসে করে প্রথমে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি ঘাটে আনা হয়। এরপর সেখান থেকে সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজে করে তাঁদের নিয়ে যাওয়া হয় বঙ্গোপসাগরে অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজে। দুপুরে জাহাজটি সেন্ট মার্টিন উপকূল হয়ে মিয়ানমারের রাখাইনের সিথওয়ে (আকিয়াব) ফিরে যাবে।
 
গতকাল বুধবার মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে মুক্তি পাওয়া ১৭৩ জন বাংলাদেশিকে নিয়ে জাহাজটি কক্সবাজারে এসেছিল। 

সংশ্লিষ্টরা জানিয়েছে, গতকাল দুপুরে মিয়ানমার নৌবাহিনীর জাহাজটিতে করে দেশটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল কক্সবাজারে আসে। এই প্রতিনিধিদলকে সড়কপথে নাইক্ষ্যংছড়ি সদরে বিজিবির ব্যাটালিয়নে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওই বিদ্যালয়েই বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপি ও সেনাসদস্যরা ছিলেন। 

মিয়ানমারের প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের পরিচয় শনাক্ত করেন এবং দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেন। এ সময় বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার, নাইক্ষ্যংছড়ির জোন কমান্ডারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মিয়ানমার সরকারি বাহিনীর সদস্যদের ফেরত পাঠানোর বিষয়ে গতকাল এবং আজ বৃহস্পতিবার সকালে বিজিবি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। 

এর আগে একইভাবে বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ৩৩০ জনকে গত ১৫ ফেব্রুয়ারি একটি জাহাজে করে ফেরত পাঠানো হয়েছিল। গত ২ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত