Ajker Patrika

উপহারের টিকায় চীনাদের প্রাধান্য

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: চীন সরকারের দেওয়া সিনোফার্মার পাঁচ লাখ ডোজ টিকা দিয়ে শিগগিরই প্রথম ডোজের কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। করোনাযুদ্ধে লড়াই করা তিন ক্যাটাগরির মানুষ ছাড়াও এই টিকা দেওয়া হবে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনার সম্মুখযোদ্ধা মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত মেডিকেল টেকনোলজিস্টদের এই টিকা দেওয়া হবে। পাশাপাশি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও দেশটির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও এই টিকা পাচ্ছেন। যা শিগগিরই প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।

চীনের রাষ্ট্রদূত এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৩০ হাজারের বেশি ডোজ টিকা চেয়েছেন বলে জানা গেছে। চীনা নাগরিকদের টিকা দেওয়া হবে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে। শিগগিরই সেই পরিমাণ টিকা হাসপাতালটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।

গত ১২ মে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। বর্তমানে সেগুলো কেন্দ্রীয় ঔষধাগারে আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা চীনের এই টিকা বাহিরের কাউকে দিচ্ছি না। চীনের কাছ থেকে বেশি পরিমাণ টিকা আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি চীন সরকার দ্রুত সাড়া দেবেন এবং আমরা টিকা পাব। যা দিয়ে স্থগিত প্রথম ডোজের টিকাদান কর্মসূচি পুনরায় চালু করা হবে।

জানা গেছে, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে প্রায় ১৫ হাজার চীনা নাগরিক কজ করেন। তাদের একেক জনের জন্য দুই ডোজ মিলে ৩০ হাজার ডোজ টিকার প্রয়োজন। এর আগে বাংলাদেশ সরকার চীনাদের অক্সফোর্ডের টিকা দিতে চাইলেও তারা নিতে রাজি হয়নি। ফলে বেইজিং সরকার এই উপহারের টিকা দিয়ে তাদের নাগরিকদের টিকাকরণের অনুরোধ জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত