জান্নাতুন নুর দিশা
ভেবে দেখো আমার এমন একটা দিন
নিয়মিত বিরতিতে নেমে আসা বৃষ্টি
শুধু তোমাকে মনে করাচ্ছে।
কর্মহীন সকালটা, সব প্রেমকাতর গান,
উপন্যাস আর সিনেমা–
সবকিছুই তোমাকে মনে করাচ্ছে।
কিছুই আর শান্তি আনছে না,
পাখির ভেজা ডানা-জোড়া
আর খিচুড়ির সুবাস রসুই থেকে।
ভেবে দেখো আমার এমন একটা দিন,
বারান্দায় উঠে এসেছে একটা চঞ্চল শালিক,
সেটাও তোমাকে মনে করাচ্ছে
শুধু তোমাকে মনে করাচ্ছে
বাতাসে উড়ে আসা অচেনা পাপড়িগুলো।
ভেবে বলো এই সব ছুটি-আক্রান্ত দিন নিয়ে
আমি কী করব?
অপচয় হয়ে যাওয়া সময়গুলো তোমাকে মনে করাচ্ছে।
গাছে গাছে যুবতী পাতারা থরথর কাঁপছে বৃষ্টির আঁচড়ে
আয়নায় জমেছে ফোঁটা ফোঁটা বাষ্প,
গলির রিকশারা নিয়ে আসছে উৎসব,
কুটুম আর মিঠাইয়ের বাক্স।
সবকিছু ছাপিয়ে চোখ যায় দূরে
দূরের বাতাসেরা নাকে এসে ঘ্রাণ দেয়,
কাছের সবকিছু তোমাকে মনে করিয়ে দূরে চলে যাচ্ছে।
ভেবে দেখো আমার এমন একটা দিন
নিয়মিত বিরতিতে নেমে আসা বৃষ্টি
শুধু তোমাকে মনে করাচ্ছে।
কর্মহীন সকালটা, সব প্রেমকাতর গান,
উপন্যাস আর সিনেমা–
সবকিছুই তোমাকে মনে করাচ্ছে।
কিছুই আর শান্তি আনছে না,
পাখির ভেজা ডানা-জোড়া
আর খিচুড়ির সুবাস রসুই থেকে।
ভেবে দেখো আমার এমন একটা দিন,
বারান্দায় উঠে এসেছে একটা চঞ্চল শালিক,
সেটাও তোমাকে মনে করাচ্ছে
শুধু তোমাকে মনে করাচ্ছে
বাতাসে উড়ে আসা অচেনা পাপড়িগুলো।
ভেবে বলো এই সব ছুটি-আক্রান্ত দিন নিয়ে
আমি কী করব?
অপচয় হয়ে যাওয়া সময়গুলো তোমাকে মনে করাচ্ছে।
গাছে গাছে যুবতী পাতারা থরথর কাঁপছে বৃষ্টির আঁচড়ে
আয়নায় জমেছে ফোঁটা ফোঁটা বাষ্প,
গলির রিকশারা নিয়ে আসছে উৎসব,
কুটুম আর মিঠাইয়ের বাক্স।
সবকিছু ছাপিয়ে চোখ যায় দূরে
দূরের বাতাসেরা নাকে এসে ঘ্রাণ দেয়,
কাছের সবকিছু তোমাকে মনে করিয়ে দূরে চলে যাচ্ছে।
নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
৬ দিন আগেমৃত্তিকাবিজ্ঞানী অধ্যাপক আলমগীর হাইয়ের প্রথম একক চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, ৫ নম্বর গ্যালারিতে চিত্র প্রদর্শনী শুরু হয়।
৭ দিন আগেজর্জ দুহামেল ১৮৮৪ সালের ৩০ জুন প্যারিসের জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। তিনি ছিলেন তৃতীয় সন্তান। সব মিলিয়ে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি খুব একটা সুখকর নয়; যা তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস লে নতেয়্যাখ দু হ্যাভখ (Le Notaire du Havre) এ ফুটে ওঠে।
৭ দিন আগে