নোবেল বিজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তাঁর ছেলেদের বলে গিয়েছিলেন, তাঁর শেষ লেখা যেন প্রকাশ করা না হয়। এমনকি মার্কেজ চেয়েছিলেন, তাঁর সেই উপন্যাসের পাণ্ডুলিপি ধ্বংস করা হোক। কিন্তু বাবার সেই আদেশ মানেননি ছেলে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মার্কেজের শেষ লেখা উপন্যাস ‘আনটিল আগস্ট’ প্রকাশ করেছেন তাঁরা।
মার্কেজ মারা গেছেন এক দশক হয়ে গেল। মৃত্যুর আগে তিনি স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। তবে লেখা বন্ধ করেননি। সে সময়ও তিনি একটি উপন্যাস লিখেছিলেন, তবে তা প্রকাশ করেননি। উল্টো ছেলেদের বলেছিলেন, তাঁর সেই পাণ্ডুলিপি ধ্বংস করা হোক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেজের ছেলেরা তাঁদের বাবার আদেশ অমান্য করার বিষয়টিকে তাঁর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতার’ সঙ্গে তুলনা করেছেন। তবে তাঁরা ‘আনটিল আগস্ট’ নামে বইটি প্রকাশ করতে পেরে বেশ আনন্দিতও।
মার্কেজের লেখা শেষ উপন্যাস ‘আনটিল আগস্ট’ এখন পর্যন্ত পাঠকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাহিত্য সমালোচক লুসি হিউ-হ্যালেট এই উপন্যাসকে ‘একটি সাধারণ খসড়া’ বলেই আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই খসড়া বেশ অস্পষ্ট এবং আর দশটা খসড়ার মতোই ত্রুটিপূর্ণ।’
লুসি আরও বলেছেন, ‘তবে তাঁর মতো একজন কুশলীর কাছ থেকে এই অস্পষ্ট খসড়াও স্বাগত।’ পুরো উপন্যাসের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘১০০ পৃষ্ঠার বইটি একটি বিবর্ণ স্মারকের মতো। চটকদার কিন্তু অসাধারণ পরাবাস্তব জগতের সঙ্গে এর সংযোগের জন্য এটি মূল্যবান। মার্কেজ তাঁর জীবনের সবচেয়ে দারুণ সময়ে যে ধরনের সৃষ্টিশীলতা দেখিয়েছেন, এটি তার মতোই।’
কলাম্বিয়ার লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ২০১৪ মারা যান। তিনি তাঁর রচনায় জাদুবাস্তবতা ব্যবহারের মুনশিয়ানার জন্য ব্যাপকভাবে পরিচিত। তাঁর লিখিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ‘নিঃসঙ্গতার ১০০ বছর’, ‘কলেরার দিনগুলিতে প্রেম’। তাঁর এই বই দুটি সারা বিশ্বে ৫ কোটি কপির বেশি বিক্রি হয়েছে।
নিজের বাবার শেষ ইচ্ছার অবাধ্য হয়ে বই প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গঞ্জালো গার্সিয়া বার্সা বিবিসিকে বলেছেন, ‘লেখক তাঁর কাজ মূল্যায়ন করার অবস্থায় ছিলেন না। কারণ তিনি কেবল তাঁর ত্রুটিগুলোই দেখতে পেতেন। কিন্তু সেখানে থাকা চমৎকার বিষয়গুলো তিনি সে সময় দেখতে পাননি।’
নোবেল বিজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তাঁর ছেলেদের বলে গিয়েছিলেন, তাঁর শেষ লেখা যেন প্রকাশ করা না হয়। এমনকি মার্কেজ চেয়েছিলেন, তাঁর সেই উপন্যাসের পাণ্ডুলিপি ধ্বংস করা হোক। কিন্তু বাবার সেই আদেশ মানেননি ছেলে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মার্কেজের শেষ লেখা উপন্যাস ‘আনটিল আগস্ট’ প্রকাশ করেছেন তাঁরা।
মার্কেজ মারা গেছেন এক দশক হয়ে গেল। মৃত্যুর আগে তিনি স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। তবে লেখা বন্ধ করেননি। সে সময়ও তিনি একটি উপন্যাস লিখেছিলেন, তবে তা প্রকাশ করেননি। উল্টো ছেলেদের বলেছিলেন, তাঁর সেই পাণ্ডুলিপি ধ্বংস করা হোক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেজের ছেলেরা তাঁদের বাবার আদেশ অমান্য করার বিষয়টিকে তাঁর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতার’ সঙ্গে তুলনা করেছেন। তবে তাঁরা ‘আনটিল আগস্ট’ নামে বইটি প্রকাশ করতে পেরে বেশ আনন্দিতও।
মার্কেজের লেখা শেষ উপন্যাস ‘আনটিল আগস্ট’ এখন পর্যন্ত পাঠকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাহিত্য সমালোচক লুসি হিউ-হ্যালেট এই উপন্যাসকে ‘একটি সাধারণ খসড়া’ বলেই আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই খসড়া বেশ অস্পষ্ট এবং আর দশটা খসড়ার মতোই ত্রুটিপূর্ণ।’
লুসি আরও বলেছেন, ‘তবে তাঁর মতো একজন কুশলীর কাছ থেকে এই অস্পষ্ট খসড়াও স্বাগত।’ পুরো উপন্যাসের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘১০০ পৃষ্ঠার বইটি একটি বিবর্ণ স্মারকের মতো। চটকদার কিন্তু অসাধারণ পরাবাস্তব জগতের সঙ্গে এর সংযোগের জন্য এটি মূল্যবান। মার্কেজ তাঁর জীবনের সবচেয়ে দারুণ সময়ে যে ধরনের সৃষ্টিশীলতা দেখিয়েছেন, এটি তার মতোই।’
কলাম্বিয়ার লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ২০১৪ মারা যান। তিনি তাঁর রচনায় জাদুবাস্তবতা ব্যবহারের মুনশিয়ানার জন্য ব্যাপকভাবে পরিচিত। তাঁর লিখিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ‘নিঃসঙ্গতার ১০০ বছর’, ‘কলেরার দিনগুলিতে প্রেম’। তাঁর এই বই দুটি সারা বিশ্বে ৫ কোটি কপির বেশি বিক্রি হয়েছে।
নিজের বাবার শেষ ইচ্ছার অবাধ্য হয়ে বই প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গঞ্জালো গার্সিয়া বার্সা বিবিসিকে বলেছেন, ‘লেখক তাঁর কাজ মূল্যায়ন করার অবস্থায় ছিলেন না। কারণ তিনি কেবল তাঁর ত্রুটিগুলোই দেখতে পেতেন। কিন্তু সেখানে থাকা চমৎকার বিষয়গুলো তিনি সে সময় দেখতে পাননি।’
আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুদিন। ১৩ বছর আগে ২০১২ সালের আজকের দিনে তিনি মারা গিয়েছিলেন। তিনি ছিলেন আমাদের সময়ের কথাকার, তিনি হয়ে উঠেছেন সময়েরও ওপারে এক জীবন্ত চরিত্র।
৪ দিন আগেবায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থান, বিপ্লবী—এই পথপরিক্রমায় যাঁর কবিতা মুক্তিকামী গণমানুষকে অনুপ্রাণিত করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ শুক্রবার (১১ জুলাই)।
১২ দিন আগেপৃথিবীর বিস্ময় ডোনাল্ড ট্রাম্প। জীবনে হননি কী! তিনবারের স্বামী, পাঁচবার বাবা, কয়েকবার বিলিয়নিয়ার, দুবারের মার্কিন প্রেসিডেন্ট ও হাজারো টুইটের কবি। কিন্তু এত প্রাপ্তির মাঝেও রয়ে গেছে এক শূন্যতা। তাঁর ঝুলিতে এখনো নেই নোবেল শান্তি পুরস্কার। ‘হিংসুটে’ নোবেল কমিটির কারণেই তাঁর জীবনে আজও এই অপ্রাপ্তি।
১৩ দিন আগেবাংলা সাহিত্যের নক্ষত্র, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ৩৫টি হাতে লেখা চিঠি ও ১৪টি খাম আগামী সপ্তাহে নিলামে উঠছে। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫-৭ কোটি রুপি। মূল্য ও ব্যাপ্তির দিক থেকে কবির সৃষ্টিকর্মের সবচেয়ে বড় নিলাম হতে চলেছে এটি। এই ঐতিহাসিক নিলামটি ২৬-২৭ জুন অনলাইনে আয়োজন করবে মুম্বাইভিত্তিক
২৩ জুন ২০২৫