নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উর্দু সাহিত্যের বিখ্যাত লেখক সাদত হাসান মান্টো। তারই ছোটগল্প অবলম্বনে নির্মিত নাটক ‘ভাগের মানুষ’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। নাটকটি প্রযোজনা করছে নাটকের দল ‘সময়’।
সাহিত্যিক মান্টোর দেশভাগ নিয়ে বেশ কিছু গল্প রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম ছোট গল্প ‘টোবাটেক সিং’। তারই নাট্যরূপ দিয়েছেন প্রয়াত নাট্যকার মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন প্রয়াত নাট্যজন আলী যাকের। সেটিই নব্বইয়ের দশকে মঞ্চে আনে সময়।
নাটকের দলটি জানিয়েছে, ২৬ তম প্রযোজনা হিসেবে ১৯৯৭ সালে নাটকটি মঞ্চে আসে। তখন থেকে এ পর্যন্ত নাটকটি দেশে ও দেশের বাইরে প্রদর্শনী করে আসছে তারা।
নাটকের গল্পে দেখা যায়, ১৯৪৭ সালের দেশ ভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষ বাষ্পের তেজ তখনো নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে এক ধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনো জ্বল জ্বল করছে মানুষের বুকে। মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশ ভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, সাবিহা সুলতানা শিমু, মমিনুল হক সানী, সাইফুল ইসলাম, চন্দন বোস, রাকিবুল হাসান, সাঈফুর রহমান প্রমুখ।
উর্দু সাহিত্যের বিখ্যাত লেখক সাদত হাসান মান্টো। তারই ছোটগল্প অবলম্বনে নির্মিত নাটক ‘ভাগের মানুষ’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। নাটকটি প্রযোজনা করছে নাটকের দল ‘সময়’।
সাহিত্যিক মান্টোর দেশভাগ নিয়ে বেশ কিছু গল্প রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম ছোট গল্প ‘টোবাটেক সিং’। তারই নাট্যরূপ দিয়েছেন প্রয়াত নাট্যকার মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন প্রয়াত নাট্যজন আলী যাকের। সেটিই নব্বইয়ের দশকে মঞ্চে আনে সময়।
নাটকের দলটি জানিয়েছে, ২৬ তম প্রযোজনা হিসেবে ১৯৯৭ সালে নাটকটি মঞ্চে আসে। তখন থেকে এ পর্যন্ত নাটকটি দেশে ও দেশের বাইরে প্রদর্শনী করে আসছে তারা।
নাটকের গল্পে দেখা যায়, ১৯৪৭ সালের দেশ ভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষ বাষ্পের তেজ তখনো নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে এক ধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনো জ্বল জ্বল করছে মানুষের বুকে। মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশ ভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, সাবিহা সুলতানা শিমু, মমিনুল হক সানী, সাইফুল ইসলাম, চন্দন বোস, রাকিবুল হাসান, সাঈফুর রহমান প্রমুখ।
নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
৬ দিন আগেমৃত্তিকাবিজ্ঞানী অধ্যাপক আলমগীর হাইয়ের প্রথম একক চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, ৫ নম্বর গ্যালারিতে চিত্র প্রদর্শনী শুরু হয়।
৬ দিন আগেজর্জ দুহামেল ১৮৮৪ সালের ৩০ জুন প্যারিসের জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। তিনি ছিলেন তৃতীয় সন্তান। সব মিলিয়ে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি খুব একটা সুখকর নয়; যা তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস লে নতেয়্যাখ দু হ্যাভখ (Le Notaire du Havre) এ ফুটে ওঠে।
৭ দিন আগে