লাতিন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন আজ। ১৯২৭ সালের আজকের এই দিনে, অর্থাৎ ৬ মার্চ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার অ্যারাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। মার্কেজ তাঁর লেখায় ‘নিঃসঙ্গতা’ ফুটিয়ে তোলার জন্য বিখ্যাত। এই নিঃসঙ্গতা যেন তাঁর জীবনেরই প্রতিচ্ছবি।
মার্কেজ পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। বিংশ শতাব্দীর জনপ্রিয় সাহিত্যিকদের একজন তিনি। পাঠকদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘গাবো বা গাবিতো’ নামে। অনেকে তাঁকে নিঃসঙ্গ গাবো বলেও স্মরণ করেন।
মার্কেজ মূলত আইনের শিক্ষার্থী ছিলেন। তবে, শেষ করেননি পড়া। পরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। পাশাপাশি চালিয়ে গেছেন লেখালেখি। শৈশব থেকেই তিনি কলম্বিয়া ও বৈশ্বিক রাজনীতির সমালোচনায় সাহসী ছিলেন।
মার্কেজের বহু গল্প ও প্রবন্ধ থাকলেও তিনি মূলত উপন্যাসের জন্যই বিশ্বব্যাপী পরিচিত। তাঁর বহুল পরিচিতি কিছু উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’, ‘ক্রনিকেল অব আ ডেথ ফোরটোল্ড’ ও ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’। সাহিত্যের ‘জাদুবাস্তবতাবাদ’ বা ম্যাজিক রিয়ালিজমের ধারাকে জনপ্রিয় করে তোলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে নিঃসঙ্গতা।
মার্কেজই একমাত্র স্প্যানিশভাষী সাহিত্যিক, যাঁর লেখা বিশ্বে সবচেয়ে বেশি বার অনূদিত হয়েছে। ১৯৮২ সালে কালজয়ী উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউডের জন্য সাহিত্যে নোবেল পান গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। চতুর্থ লাতিন আমেরিকান লেখক হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন। এর আগে, ১৯৭২ সালে তিনি নিউস্ট্যাট আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারও পান।
লাতিন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন আজ। ১৯২৭ সালের আজকের এই দিনে, অর্থাৎ ৬ মার্চ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার অ্যারাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। মার্কেজ তাঁর লেখায় ‘নিঃসঙ্গতা’ ফুটিয়ে তোলার জন্য বিখ্যাত। এই নিঃসঙ্গতা যেন তাঁর জীবনেরই প্রতিচ্ছবি।
মার্কেজ পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। বিংশ শতাব্দীর জনপ্রিয় সাহিত্যিকদের একজন তিনি। পাঠকদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘গাবো বা গাবিতো’ নামে। অনেকে তাঁকে নিঃসঙ্গ গাবো বলেও স্মরণ করেন।
মার্কেজ মূলত আইনের শিক্ষার্থী ছিলেন। তবে, শেষ করেননি পড়া। পরে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। পাশাপাশি চালিয়ে গেছেন লেখালেখি। শৈশব থেকেই তিনি কলম্বিয়া ও বৈশ্বিক রাজনীতির সমালোচনায় সাহসী ছিলেন।
মার্কেজের বহু গল্প ও প্রবন্ধ থাকলেও তিনি মূলত উপন্যাসের জন্যই বিশ্বব্যাপী পরিচিত। তাঁর বহুল পরিচিতি কিছু উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড’, ‘ক্রনিকেল অব আ ডেথ ফোরটোল্ড’ ও ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’। সাহিত্যের ‘জাদুবাস্তবতাবাদ’ বা ম্যাজিক রিয়ালিজমের ধারাকে জনপ্রিয় করে তোলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে নিঃসঙ্গতা।
মার্কেজই একমাত্র স্প্যানিশভাষী সাহিত্যিক, যাঁর লেখা বিশ্বে সবচেয়ে বেশি বার অনূদিত হয়েছে। ১৯৮২ সালে কালজয়ী উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিটিউডের জন্য সাহিত্যে নোবেল পান গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। চতুর্থ লাতিন আমেরিকান লেখক হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন। এর আগে, ১৯৭২ সালে তিনি নিউস্ট্যাট আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারও পান।
‘ও তোর মনের মানুষ এলে দ্বারে, মন যখন জাগলি না রে’ অথবা, ‘এবার তোর মারা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাসা তরী’ গানগুলো শুনলে মনে হয় এ যেন কোনো বাউল প্রাণেরই আর্তনাদ। অথচ এ গান কোনো আখড়াই বা গৃহবাউলের গান নয়। এ গান এক সম্ভ্রান্ত জমিদার পুত্রের, এ গান রবি ঠাকুরের, রবি বাউলের।
৬ দিন আগেরবীন্দ্রনাথই তো শিশুতীর্থ কবিতায় একদা লিখেছিলেন, ‘ভয় নেই ভাই, মানবকে মহান বলে জেনো!’ পরক্ষণেই বলেছেন, ‘পশুশক্তিই আদ্যাশক্তি পশুশক্তিই শাশ্বত!’ বলেছেন, ‘সাধুতা তলে তলে আত্মপ্রবঞ্চক!’
৬ দিন আগেজার্মানিতে নির্বাসিত বাংলাদেশের প্রখ্যাত কবি দাউদ হায়দার বার্লিনের শ্যোনেবের্গ ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায়) তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। কবি বার্লিনের...
১৭ দিন আগেধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আলোকচিত্রী সাংবাদিক, গবেষক সাহাদাত পারভেজ সম্পাদিত ‘আলোকচিত্রপুরাণ’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
২০ দিন আগে