অনলাইন ডেস্ক
পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া। লোহিত সাগরপারের এ দেশে চেপে বসেছে স্বৈরতন্ত্র। বিশ্ব মিডিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে নিয়ে আলোচনা থাকলেও তেমন আলোচনা নেই দীর্ঘ তিন দশক ধরে ইরিত্রিয়ার ক্ষমতা আঁকড়ে ধরে থাকা ইসাইয়াস আফওয়ারকিকে নিয়ে।
ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, শুধু পুতিন কিংবা কিম জং উনই নন, ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকিও একজন স্বৈরাচারী শাসক, যিনি দেশকে কারাগারে পরিণত করেছেন। তিনি কণ্ঠরোধ করেছেন জনগণের, সমালোচকদের চেপে ধরেছেন, আর পার্শ্ববর্তী দুটি দেশে যুদ্ধ চালিয়েছেন।
২০২০ সালে ইথিওপিয়ার গৃহযুদ্ধে নিজ দেশের সেনা পাঠান ইসাইয়াস আফওয়ারকি। রক্তাক্ত সংঘাত অবসানের ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে দেখা হয় তাঁকে। তাঁকে থামানোই জনগণের জন্য কল্যাণকর। তাঁর বিরুদ্ধে আল-কায়েদার সঙ্গে যুক্ত সোমালিয়ার মিলিশিয়া আল-শাবাবকে অস্ত্র দেওয়ার অভিযোগও রয়েছে। ২০০৯ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরিত্রিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে। আর যুক্তরাষ্ট্র ইরিত্রিয়ার ওপর জারি করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা।
একসময় ইতালি ও যুক্তরাজ্যের অধীনে থাকা ইরিত্রিয়া বহু চড়াই-উতরাইয়ের পর ১৯৯৩ সালে স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতা লাভ করলেও স্বাধীনতার স্বাদ পায়নি দেশটির জনগণ। কারণ, স্বাধীনতা-পরবর্তী ৩০ বছরে দেশটির ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরনীতি চর্চা শুরু করেন দেশটির প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকি। তিনি ১৯৯৭ সালে সংবিধান বাতিল এবং ২০০১ সালে সংসদ স্থগিত করেন। সব দল ও সব ধরনের নির্বাচন নিষিদ্ধ করেন। গণমাধ্যম নিয়ন্ত্রণ করে সকল ক্ষমতা নিজের হাতে নেন। বর্তমানে দেশটিতে কোনো সংবিধান, সংসদ ও রাজনৈতিক দল নেই।
ইরিত্রিয়ার মানুষেরা কেমন আছেন, কিংবা তাঁদের জীবনযাপন কেমন, সে সম্পর্কে খুব বেশি জানার সুযোগ নেই। কেননা ইসাইয়াস আফওয়ারকির রাজ্যে নেই কোনো সংবাদপত্রের অনুমতি। বিদেশিদের প্রবেশ একরকম নিষিদ্ধ, বিশেষ করে সাংবাদিকদের।
ইকোনমিস্ট বলছে, সম্প্রতি ছদ্মনাম ব্যবহার করে ইরিত্রিয়ায় ভ্রমণে যায় ইকোনমিস্টের প্রতিবেদক। যুদ্ধ-পরবর্তী সময়ের চেয়েও ভয়াবহ অবস্থা দেশটির। নিজ দেশে পরাধীন এখানকার মানুষ। এখানকার দোকানগুলো একরকম খালি পড়ে আছে। একসময় লোকে লোকারণ্য ক্যাফেগুলোও খালি পড়ে আছে। এখানকার যুবকেরা বাড়ির বাইরে বের হতে ভয় পায়। কারণ, বাইরে বের হলেই সেনাবাহিনী কর্তৃক হয়রানির আশঙ্কা থাকে।
ইসাইয়াসের শাসনামল এতটাই ভয়াবহ যে, একবার এখানকার সেনারা অভিযোগ করেছিলেন—তাঁদের বেতন দুই বছর ধরে আটকে আছে, সেটার জেরে ওই সেনাদের নেতাকে গুম করে দেওয়া হয়। অত্যাচার-নির্যাতন এখানকার সাধারণ চিত্র। শুধু রাজনৈতিক বন্দী নয়, স্বীকৃত চার ধর্মের বাইরে অন্য ধর্ম পালনের ক্ষেত্রেও মুখোমুখি হতে হয় নানা শাস্তির। তাঁদের মরুভূমির উত্তপ্ত রোদে কন্টেইনারে বন্দী করে রাখা হয়। তাঁদের খাবার-পানি সরবরাহ করা হয় না। কিছু কিছু ক্ষেত্রে হাত-পা পেছনে বেঁধে হেলিকপ্টারে ঝুলিয়ে রাখা হয়।
এখানে সেনাসদস্যরা চাইলেই সেনাবাহিনী থেকে বের হতে পারে না। সেনাবাহিনী থেকে বের হতে হলে কমপক্ষে ২০ বছর কিংবা তারও বেশি সময় রাস্তা নির্মাণ, খাল খনন কিংবা বিভিন্ন লড়াই সংগ্রাম করতে হয়। এখানকার তরুণেরা চাইলেই দেশত্যাগ করতে পারে না। পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। জোর করে ইথিওপিয়ার যুদ্ধে পাঠিয়ে দেওয়ার ঘটনাও আছে।
যুদ্ধ নিয়ে ইরিত্রিয়ার এক যাজক আক্ষেপ করে ইকোনমিস্টকে বলেন, ‘আমরা যুদ্ধে যুদ্ধে ক্লান্ত হয়ে গেছি। আমাদের সন্তানেরা মরছে। অথচ এই প্রাণ বিসর্জনে আমাদের কোনো লাভ নেই।’
দ্য ইকোনমিস্ট থেকে অনুবাদ করেছেন আমিনুল ইসলাম নাবিল
বিশ্লেষণ সম্পর্কিত পড়ুন:
পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া। লোহিত সাগরপারের এ দেশে চেপে বসেছে স্বৈরতন্ত্র। বিশ্ব মিডিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে নিয়ে আলোচনা থাকলেও তেমন আলোচনা নেই দীর্ঘ তিন দশক ধরে ইরিত্রিয়ার ক্ষমতা আঁকড়ে ধরে থাকা ইসাইয়াস আফওয়ারকিকে নিয়ে।
ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, শুধু পুতিন কিংবা কিম জং উনই নন, ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকিও একজন স্বৈরাচারী শাসক, যিনি দেশকে কারাগারে পরিণত করেছেন। তিনি কণ্ঠরোধ করেছেন জনগণের, সমালোচকদের চেপে ধরেছেন, আর পার্শ্ববর্তী দুটি দেশে যুদ্ধ চালিয়েছেন।
২০২০ সালে ইথিওপিয়ার গৃহযুদ্ধে নিজ দেশের সেনা পাঠান ইসাইয়াস আফওয়ারকি। রক্তাক্ত সংঘাত অবসানের ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে দেখা হয় তাঁকে। তাঁকে থামানোই জনগণের জন্য কল্যাণকর। তাঁর বিরুদ্ধে আল-কায়েদার সঙ্গে যুক্ত সোমালিয়ার মিলিশিয়া আল-শাবাবকে অস্ত্র দেওয়ার অভিযোগও রয়েছে। ২০০৯ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরিত্রিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে। আর যুক্তরাষ্ট্র ইরিত্রিয়ার ওপর জারি করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা।
একসময় ইতালি ও যুক্তরাজ্যের অধীনে থাকা ইরিত্রিয়া বহু চড়াই-উতরাইয়ের পর ১৯৯৩ সালে স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতা লাভ করলেও স্বাধীনতার স্বাদ পায়নি দেশটির জনগণ। কারণ, স্বাধীনতা-পরবর্তী ৩০ বছরে দেশটির ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরনীতি চর্চা শুরু করেন দেশটির প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকি। তিনি ১৯৯৭ সালে সংবিধান বাতিল এবং ২০০১ সালে সংসদ স্থগিত করেন। সব দল ও সব ধরনের নির্বাচন নিষিদ্ধ করেন। গণমাধ্যম নিয়ন্ত্রণ করে সকল ক্ষমতা নিজের হাতে নেন। বর্তমানে দেশটিতে কোনো সংবিধান, সংসদ ও রাজনৈতিক দল নেই।
ইরিত্রিয়ার মানুষেরা কেমন আছেন, কিংবা তাঁদের জীবনযাপন কেমন, সে সম্পর্কে খুব বেশি জানার সুযোগ নেই। কেননা ইসাইয়াস আফওয়ারকির রাজ্যে নেই কোনো সংবাদপত্রের অনুমতি। বিদেশিদের প্রবেশ একরকম নিষিদ্ধ, বিশেষ করে সাংবাদিকদের।
ইকোনমিস্ট বলছে, সম্প্রতি ছদ্মনাম ব্যবহার করে ইরিত্রিয়ায় ভ্রমণে যায় ইকোনমিস্টের প্রতিবেদক। যুদ্ধ-পরবর্তী সময়ের চেয়েও ভয়াবহ অবস্থা দেশটির। নিজ দেশে পরাধীন এখানকার মানুষ। এখানকার দোকানগুলো একরকম খালি পড়ে আছে। একসময় লোকে লোকারণ্য ক্যাফেগুলোও খালি পড়ে আছে। এখানকার যুবকেরা বাড়ির বাইরে বের হতে ভয় পায়। কারণ, বাইরে বের হলেই সেনাবাহিনী কর্তৃক হয়রানির আশঙ্কা থাকে।
ইসাইয়াসের শাসনামল এতটাই ভয়াবহ যে, একবার এখানকার সেনারা অভিযোগ করেছিলেন—তাঁদের বেতন দুই বছর ধরে আটকে আছে, সেটার জেরে ওই সেনাদের নেতাকে গুম করে দেওয়া হয়। অত্যাচার-নির্যাতন এখানকার সাধারণ চিত্র। শুধু রাজনৈতিক বন্দী নয়, স্বীকৃত চার ধর্মের বাইরে অন্য ধর্ম পালনের ক্ষেত্রেও মুখোমুখি হতে হয় নানা শাস্তির। তাঁদের মরুভূমির উত্তপ্ত রোদে কন্টেইনারে বন্দী করে রাখা হয়। তাঁদের খাবার-পানি সরবরাহ করা হয় না। কিছু কিছু ক্ষেত্রে হাত-পা পেছনে বেঁধে হেলিকপ্টারে ঝুলিয়ে রাখা হয়।
এখানে সেনাসদস্যরা চাইলেই সেনাবাহিনী থেকে বের হতে পারে না। সেনাবাহিনী থেকে বের হতে হলে কমপক্ষে ২০ বছর কিংবা তারও বেশি সময় রাস্তা নির্মাণ, খাল খনন কিংবা বিভিন্ন লড়াই সংগ্রাম করতে হয়। এখানকার তরুণেরা চাইলেই দেশত্যাগ করতে পারে না। পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। জোর করে ইথিওপিয়ার যুদ্ধে পাঠিয়ে দেওয়ার ঘটনাও আছে।
যুদ্ধ নিয়ে ইরিত্রিয়ার এক যাজক আক্ষেপ করে ইকোনমিস্টকে বলেন, ‘আমরা যুদ্ধে যুদ্ধে ক্লান্ত হয়ে গেছি। আমাদের সন্তানেরা মরছে। অথচ এই প্রাণ বিসর্জনে আমাদের কোনো লাভ নেই।’
দ্য ইকোনমিস্ট থেকে অনুবাদ করেছেন আমিনুল ইসলাম নাবিল
বিশ্লেষণ সম্পর্কিত পড়ুন:
হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত বিলিয়নিয়ার জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস ঢাকায় নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে সমস্ত আর্থিক সহায়তা স্থগিত করেছেন। এর ফলে বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেছে।
১ দিন আগেহাংঝৌভিত্তিক এই স্টার্টআপ বা উদ্যোগটি দাবি করেছে, তারা ডিপসিক আর১ মডেলটি সিলিকন ভ্যালির সাম্প্রতিকতম মডেলগুলোর তুলনায় অনেক কম খরচে তৈরি করেছে। এই ঘোষণা এআই দুনিয়ায় যুক্তরাষ্ট্রের প্রাধান্য ও শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর...
২ দিন আগে২০১১ সালে টেক্সাসের অস্টিন থেকে আসা একজন ইগল স্কাউট রস উলব্রিচট ‘সিল্ক রোড’ প্রতিষ্ঠা করেন। এটি একটি অনলাইন কালোবাজার, যেখানে মাদক, অর্থ পাচার এবং সাইবার অপরাধমূলক লেনদেন পরিচালিত হতো। ২০১৩ সালে তাঁর গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সাইটটি কয়েক মিলিয়ন ডলারের রাজস্ব সংগ্রহ করেছিল।
৪ দিন আগেঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মাধ্যমে ১৬ বছরের বেশি সময় ধরে চলা শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে।
৮ দিন আগে