Ajker Patrika

প্রিগোঝিনের মৃত্যু বলছে, রাশিয়া একটি মাফিয়া রাষ্ট্র: দ্য ইকোনমিস্ট

দ্য ইকোনমিস্ট
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২৩: ৪০
প্রিগোঝিনের মৃত্যু বলছে, রাশিয়া একটি মাফিয়া রাষ্ট্র: দ্য ইকোনমিস্ট

রুশ বিমান প্রতিরক্ষাই ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের ব্যক্তিগত জেট বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে—এটি নিশ্চিত কোনো তথ্য নয়। আবার বিস্ফোরণের সময় বিমানটিতে যে প্রিগোঝিন ছিলেন—সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে অনেকেই বিশ্বাস করেন যে, বিমানটিতে প্রিগোঝিন ছিলেন এবং এটিকে গুলি করেই ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আদেশেই প্রিগোঝিন এমন নির্মম পরিণতি বরণ করেছেন। 

অনেকেই বলবেন, প্রিগোঝিনের মৃত্যুতে পুতিন আরও শক্তিশালী হয়ে উঠবেন। কারণ ২৩ বছরের শাসনামলে প্রিগোঝিনই তাঁর জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছিলেন। কিন্তু এই মৃত্যুটি পুতিনের গ্রহণ করা পদক্ষেপের ক্রমবর্ধমান দুর্বলতাও প্রকাশ করে। তিনি হয়তো মহাক্ষমতাধর ‘জার’ হওয়ার ভান করেছেন। বাস্তবে তাঁর ক্ষয়িষ্ণু সাম্রাজ্য অভূতপূর্ব মিথ্যা, ঘুষ এবং দমন-পীড়নের ওপর ভর করে এখন চলছে। আর এই হত্যাকাণ্ড দেখিয়ে দিয়েছে, সন্ত্রাসই রাশিয়ার চূড়ান্ত কর্তৃত্ব। 

প্রিগোঝিনের বিমানটি গত ২৩ আগস্ট মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় টাভার অঞ্চলে বিধ্বস্ত হয়। তিনি সহ ভাগনার বাহিনীর আরও কয়েকজন নেতা বিমানটির যাত্রী তালিকায় ছিলেন। প্রিগোঝিন ছিলেন একজন হিংস্র মানুষ। পুতিনকে ঘিরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি বিপুল ধনী হয়ে উঠেছিলেন। রাশিয়ার কারাগার থেকে আসামিদের সংগ্রহ করে তিনি নিজের ভাড়াটে যোদ্ধার দলে ভেড়াতেন। তার সেনাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। বিশেষ করে আফ্রিকায়, যেখানে ভাগনার বাহিনী সবচেয়ে বেশি অর্থ উপার্জন করে। 

নানা ধরনের অপরাধ আর নৃশংসতার পরও পুতিন প্রিগোঝিনকে নতুন নতুন ব্যবসা এবং অতিরিক্ত দায়িত্ব দিয়ে পুরস্কৃত করে এসেছেন। কিন্তু সবকিছু পাল্টে যায় গত জুনে, যখন রুশ সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়ে ভাগনার সৈন্যদের নিয়ে মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন প্রিগোঝিন। বিদ্রোহ ঠেকানোর দূরদর্শিতার অভাব কিংবা এটিকে ঠেকিয়ে দেওয়ার শক্তি না থাকার জন্য সম্ভবত পুতিন বিচলিত হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত নানামুখী সমঝোতার মধ্য দিয়ে প্রিগোঝিন বিদ্রোহ প্রত্যাহার করে নেন। 

বিমান বিধ্বংসের ঘটনা থেকে বোঝা যায় যে, পুতিন তাঁর প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন এবং চূড়ান্ত রূপে আবির্ভূত হয়েছেন। আশ্চর্যের বিষয় হলো—বিপদ যে এগিয়ে আসছে তা বুঝতেই পারেননি প্রিগোঝিন। যত দিন ভাগনার বাহিনীর বস ছিলেন, তত দিন তিনি ছিলেন ত্রাসের কেন্দ্র। তাঁর মৃত্যু এবং বিমানের অন্য সবার প্রতি পুতিনের আপাত অবহেলা এটাই নির্দেশ করে যে, ক্রেমলিনের সৃষ্টি করা মাফিয়াকে বিশ্বাসঘাতকতাই নেতৃত্ব দেয়। 

প্রিগোঝিনকে সরিয়ে দেওয়ার ঘটনা রাশিয়ার সেনাবাহিনীর ওপর পুতিনের নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করবে। এটা নিশ্চিতভাবে কোনো কাকতালীয় ঘটনা নয় যে, বিমানটি যেদিন ধ্বংস হলো—সেই একই দিনে জেনারেল সের্গেই সুরোভিকিনকেও বরখাস্ত করা হয়েছে। এই সুরোভিকিনই গত জুনে ভাগনার বাহিনীর বিদ্রোহকে সমর্থন করার জন্য সন্দেহভাজন ছিলেন। আর প্রিগোঝিন যাদের ওপর ক্ষুব্ধ ছিলেন—সেই চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ এবং প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু নিজ নিজ পদে বহাল তবিয়তে রয়েছেন। 

ভাগনার বাহিনী এতে ক্ষুব্ধ হতে পারে। তাদের অনেকেই এখন বেলারুশে রয়েছেন। অনেকেই ভাবছেন, তারা হয়তো নেতার হত্যার প্রতিশোধ নিতে দ্বিতীয়বারের মতো মস্কোর দিকে যাত্রা শুরু করবে। কিন্তু ভাগনারদের আদর্শই এমন যে, একজন মৃত সেনাপতির প্রতি আনুগত্যের চেয়ে বরং সম্পদ এবং আত্মরক্ষার বিষয়টিকে তাদের বেছে নেওয়ার সম্ভাবনা বেশি। 

এই সব কিছুর জন্যই প্রিগোঝিনের মৃত্যু রুশ রাষ্ট্রের ক্ষয়কে চিহ্নিত করে। দীর্ঘদিনের একনায়কত্ব কেন ধ্বংসাত্মক পুতিন তার সর্বোত্তম উদাহরণ। যত বেশি ক্ষমতা কেন্দ্রীভূত হবে—পুতিনের আবেশ, বাতিক এবং বিরক্তি তত বেশি রাশিয়ার চিত্র হয়ে উঠবে। 

প্রিগোঝিনের হত্যা সেই হতাশাজনক ব্যবস্থাকেই প্রসারিত করেছে। রাষ্ট্রের শক্তি প্রয়োগের একচেটিয়া অধিকারকে চ্যালেঞ্জ করে কোনো বিদ্রোহ হলে, একটি সুস্থ দেশ বিচার ব্যবস্থা ব্যবহার করে শৃঙ্খলা ফিরিয়ে আনে। পুতিন এর পরিবর্তে দাম্ভিক সহিংসতাকেই হয়তো বেছে নিয়েছেন। এ ধরনের ঘটনা রাশিয়াকে আইনের শাসন এবং প্রতিষ্ঠানগুলো থেকে আরও দূরে সরিয়ে দেয়; যেগুলোর ওপর একটি আধুনিক রাষ্ট্র নির্ভর করে। প্রিগোঝিনের মৃত্যু রাশিয়াকে একটি করুণ অবস্থায় ফেলে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত