Ajker Patrika

বিনোদ বিহারী চৌধুরী

সম্পাদকীয়
বিনোদ বিহারী চৌধুরী

ব্রিটিশবিরোধী আন্দোলনের নায়ক মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। তিনি আজীবন সংগ্রামী, অসাম্প্রদায়িক, ন্যায়নিষ্ঠ ও বিবেকের কণ্ঠস্বর বলে মানুষের কাছে পরিচিত ছিলেন। তাঁর নামের সঙ্গে ‘বিপ্লবী’ বিশেষণটা এ কারণেই যৌক্তিক। নিতান্ত সাদামাটা জীবন যাপন করেও কীভাবে অসাধারণ হয়ে ওঠা যায়, তারই এক বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি।

১৯২৯ সালে নিজ এলাকার একটি বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পাস করে লাভ করেন ‘রায় বাহাদুর বৃত্তি’। স্কুলজীবনেই ব্রিটিশবিরোধী যুগান্তর দলের সঙ্গে যুক্ত হন। ১৯৩০ সালে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে মাস্টারদার বাহিনী ও ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে সংঘটিত যুদ্ধে অনেক বিপ্লবী শহীদ হন। এ ঘটনায় তাঁর কণ্ঠনালিতে গুলি লাগে। গোপনে তাঁকে চিকিৎসা নিতে হয়। ১৯৩৩ সাল পর্যন্ত তিনি আত্মগোপনে ছিলেন। এরপর পুলিশের হাতে ধরা পড়েন।

ডিটেনশন ক্যাম্পে বন্দী থাকা অবস্থায় ১৯৩৪ সালে প্রথম বিভাগে উচ্চমাধ্যমিক এবং ১৯৩৬ সালে ডিস্টিংশনসহ বিএ পাস করেন। ইংরেজ সরকার কর্তৃক গৃহবন্দী অবস্থায় ১৯৩৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ও বিএল ডিগ্রি লাভ করেন। জেল থেকে মুক্তি পেয়ে চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। একই সঙ্গে চট্টগ্রাম আদালতে আইন পেশায় যুক্ত হন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে শুরু করেন সক্রিয় রাজনীতির চর্চা।

তিনি ১৯৪১ সালে আবার গ্রেপ্তার হন। এ সময় তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন। ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ—এই তিন পর্বে তিনি সব ধরনের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই সঙ্গে যেকোনো ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে তিনি ছিলেন সদা জাগ্রত।

এই মহান বিপ্লবী মানুষটির জন্ম ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী থানার উত্তর ভূর্ষি গ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত