সম্পাদকীয়
ব্রিটিশবিরোধী আন্দোলনের নায়ক মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। তিনি আজীবন সংগ্রামী, অসাম্প্রদায়িক, ন্যায়নিষ্ঠ ও বিবেকের কণ্ঠস্বর বলে মানুষের কাছে পরিচিত ছিলেন। তাঁর নামের সঙ্গে ‘বিপ্লবী’ বিশেষণটা এ কারণেই যৌক্তিক। নিতান্ত সাদামাটা জীবন যাপন করেও কীভাবে অসাধারণ হয়ে ওঠা যায়, তারই এক বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি।
১৯২৯ সালে নিজ এলাকার একটি বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পাস করে লাভ করেন ‘রায় বাহাদুর বৃত্তি’। স্কুলজীবনেই ব্রিটিশবিরোধী যুগান্তর দলের সঙ্গে যুক্ত হন। ১৯৩০ সালে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে মাস্টারদার বাহিনী ও ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে সংঘটিত যুদ্ধে অনেক বিপ্লবী শহীদ হন। এ ঘটনায় তাঁর কণ্ঠনালিতে গুলি লাগে। গোপনে তাঁকে চিকিৎসা নিতে হয়। ১৯৩৩ সাল পর্যন্ত তিনি আত্মগোপনে ছিলেন। এরপর পুলিশের হাতে ধরা পড়েন।
ডিটেনশন ক্যাম্পে বন্দী থাকা অবস্থায় ১৯৩৪ সালে প্রথম বিভাগে উচ্চমাধ্যমিক এবং ১৯৩৬ সালে ডিস্টিংশনসহ বিএ পাস করেন। ইংরেজ সরকার কর্তৃক গৃহবন্দী অবস্থায় ১৯৩৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ও বিএল ডিগ্রি লাভ করেন। জেল থেকে মুক্তি পেয়ে চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। একই সঙ্গে চট্টগ্রাম আদালতে আইন পেশায় যুক্ত হন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে শুরু করেন সক্রিয় রাজনীতির চর্চা।
তিনি ১৯৪১ সালে আবার গ্রেপ্তার হন। এ সময় তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন। ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ—এই তিন পর্বে তিনি সব ধরনের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই সঙ্গে যেকোনো ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে তিনি ছিলেন সদা জাগ্রত।
এই মহান বিপ্লবী মানুষটির জন্ম ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী থানার উত্তর ভূর্ষি গ্রামে।
ব্রিটিশবিরোধী আন্দোলনের নায়ক মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। তিনি আজীবন সংগ্রামী, অসাম্প্রদায়িক, ন্যায়নিষ্ঠ ও বিবেকের কণ্ঠস্বর বলে মানুষের কাছে পরিচিত ছিলেন। তাঁর নামের সঙ্গে ‘বিপ্লবী’ বিশেষণটা এ কারণেই যৌক্তিক। নিতান্ত সাদামাটা জীবন যাপন করেও কীভাবে অসাধারণ হয়ে ওঠা যায়, তারই এক বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি।
১৯২৯ সালে নিজ এলাকার একটি বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পাস করে লাভ করেন ‘রায় বাহাদুর বৃত্তি’। স্কুলজীবনেই ব্রিটিশবিরোধী যুগান্তর দলের সঙ্গে যুক্ত হন। ১৯৩০ সালে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে মাস্টারদার বাহিনী ও ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে সংঘটিত যুদ্ধে অনেক বিপ্লবী শহীদ হন। এ ঘটনায় তাঁর কণ্ঠনালিতে গুলি লাগে। গোপনে তাঁকে চিকিৎসা নিতে হয়। ১৯৩৩ সাল পর্যন্ত তিনি আত্মগোপনে ছিলেন। এরপর পুলিশের হাতে ধরা পড়েন।
ডিটেনশন ক্যাম্পে বন্দী থাকা অবস্থায় ১৯৩৪ সালে প্রথম বিভাগে উচ্চমাধ্যমিক এবং ১৯৩৬ সালে ডিস্টিংশনসহ বিএ পাস করেন। ইংরেজ সরকার কর্তৃক গৃহবন্দী অবস্থায় ১৯৩৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ও বিএল ডিগ্রি লাভ করেন। জেল থেকে মুক্তি পেয়ে চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। একই সঙ্গে চট্টগ্রাম আদালতে আইন পেশায় যুক্ত হন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে শুরু করেন সক্রিয় রাজনীতির চর্চা।
তিনি ১৯৪১ সালে আবার গ্রেপ্তার হন। এ সময় তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন। ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ—এই তিন পর্বে তিনি সব ধরনের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই সঙ্গে যেকোনো ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে তিনি ছিলেন সদা জাগ্রত।
এই মহান বিপ্লবী মানুষটির জন্ম ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী থানার উত্তর ভূর্ষি গ্রামে।
১৯৭১ সালের ১ মার্চ দুপুরে অনির্দিষ্টকালের জন্য ৩ মার্চ আসন্ন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। এই প্রতিহিংসামূলক সিদ্ধান্তে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই ক্ষুব্ধ হননি, রাস্তায় নামে বিক্ষুব্ধ সাধারণ জনতা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
৩ দিন আগে...ভাইস চ্যান্সেলর সৈয়দ মোয়াজ্জম হোসেনের কথা বলতে যেয়েই অধ্যাপক রাজ্জাক বললেন: ১৯৫২-তে ভাষা আন্দোলনের সময়ে, আর কিছুর জন্য নয়, সাহসের অভাবে, হি (সৈয়দ মোয়াজ্জম হোসেন) অকেজন্ড মাচ ট্রাবল। আমার মনে আছে যেদিন গুলিটা হলো, ইউনিভার্সিটির ঐ পুরানা দালানে (বর্তমান মেডিকেল কলেজ হসপিটাল বিল্ডিং-এর দক্ষিণ দিক)..
৪ দিন আগেযদি কেউ ভালোবাসা দিবসে তাঁর সঙ্গীর জন্য একটি কার্ড কিনে থাকেন, তাহলে সহজেই বলে দেওয়া যায়—কার্ড কেনা মানুষটি একজন পুরুষ। কারণ সাধারণত পুরুষেরাই নারীদের তুলনায় বেশি রোমান্টিক। এটি একটি সর্বজনবিদিত সত্য, তবে স্বীকৃতি খুবই কম।
১৭ দিন আগেএক বছরেও শুকায়নি হৃদয়ের ক্ষত। রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের বিশাল সমাবেশের আয়োজন করা হয়। তাঁদের উদ্দেশ্য শুধু ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা নয়, বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনও প্রধান লক্ষ্য।
১৯ দিন আগে