সম্পাদকীয়
...সাধারণ মানুষের অসীম দুঃখ-দুর্দশা আর বুর্জোয়া শাসকশ্রেণির অন্তর্গত কুৎসিত ক্ষমতালিপ্সা ও প্রতিদ্বন্দ্বী রাজনীতি উচ্ছেদ করার নির্মম কর্মকাণ্ড দেখার পর, যেকোনো পরিণত কিশোর কোনো না কোনো প্রগতিশীল বামপন্থী রাজনৈতিক ভাবাদর্শের প্রতি আকৃষ্ট হবে—সমসাময়িক কালে সেটাই নিতান্ত স্বাভাবিক ছিল। আমিও চিন্তা-চেতনায় বাঁ দিকে ঝুঁকে পড়লাম। কেনই-বা নয়। সারা দেশে, এমনকি সারা পৃথিবীতে একটি শোষণ-নিপীড়নহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা পাবে, নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ আপন আপন অগ্রাধিকারের ভিত্তিতে আপন প্রতিভা বিকাশের সুযোগ পাবে, নিত্যদিনের জীবনযাপনের ভার বইয়ে ন্যুব্জ হয়ে পড়া ‘ব্যক্তি’ মানুষগুলো সমাজ ও রাষ্ট্রের উদ্দীপ্ত সহযোগিতায় জীবনের ভার লাঘব করে সৃষ্টিশীল জীবনযাপনের সুযোগ লাভ করবে—বামপন্থী ভাবাদর্শপ্রসূত এইসব রাজনৈতিক স্বপ্ন দিয়ে উদ্বুদ্ধ না হওয়ার তো কোনো কারণ ছিল না।
তবে আমার ক্ষেত্রে প্রগতিশীল বামপন্থী রাজনৈতিক ভাবাদর্শে আকৃষ্ট হওয়ার নির্ধারণী প্রণোদনা আসে যতটা না প্রায়োগিক রাজনীতির ক্লেদাক্ত ও কুৎসিত রূপ দেখার অভিজ্ঞতা থেকে, তার চেয়ে বেশি বরং নিজস্ব পঠন-পাঠনজাত বুদ্ধিবৃত্তিক উপলব্ধি থেকে। বৈশ্বিক রাজনীতির সামান্য পাঠ, দেশি-বিদেশি চিরায়ত সাহিত্যে খানিকটা বিচরণ, আর রাজনৈতিক দর্শনের কিঞ্চিৎ অধ্যয়ন আমার ভেতর একধরনের প্রাথমিক উপলব্ধি জাগ্রত করেছিল যে, শাসক-বুর্জোয়া তার রাজনীতির দৃশ্যমান কুৎসিত রূপ লুকিয়ে শেষ পর্যন্ত একটা কৃত্রিম সুশীল অবয়ব দিতে সক্ষম হলেও, যা পৃথিবীর বহু দেশে বেশ খানিকটা সম্ভব হয়েছে, সে রাজনীতি সমাজের সকল শ্রেণির গণতান্ত্রিক মুক্তি নিশ্চিত করতে অন্তর্গতভাবেই অক্ষম।
এটা ছিল আমার তাত্ত্বিক উপলব্ধি। ফলে বুর্জোয়া রাজনীতির বিপরীতে প্রগতিশীল বাম ধারার রাজনীতির প্রতি আকৃষ্ট হওয়া এবং তা বাস্তবায়নে সক্রিয় হওয়া আমার জন্য যেন অনিবার্য হয়ে উঠেছিল।
... আমার বিশ্বাস জন্মেছিল যে, যা কালক্রমে অন্তত নিজের কাছে অভ্রান্ত প্রমাণ হয়েছে, ভিন্ন ইতিহাসের ধারায় বিকশিত ভিন্ন কোনো দেশের বিপ্লবী মডেল অনুকরণ করে, কিংবা ভিন্ন কোনো দেশের রাজনৈতিক প্রেসক্রিপশন অনুসরণ করে, অন্য দেশে কোনো সফল বিপ্লব হতে পারে না। ফলে বাম ধারার প্রগতিশীল রাজনৈতিক ভাবাদর্শের প্রতি আকৃষ্ট থেকেও আমি বিবদমান মস্কো কিংবা পিকিংপন্থী শিবিরে ভিড়ে যাওয়ার কোনো আগ্রহ বোধ করিনি।
সূত্র: কথকতা, নূরুল কবীর, পৃষ্ঠা-২৫
...সাধারণ মানুষের অসীম দুঃখ-দুর্দশা আর বুর্জোয়া শাসকশ্রেণির অন্তর্গত কুৎসিত ক্ষমতালিপ্সা ও প্রতিদ্বন্দ্বী রাজনীতি উচ্ছেদ করার নির্মম কর্মকাণ্ড দেখার পর, যেকোনো পরিণত কিশোর কোনো না কোনো প্রগতিশীল বামপন্থী রাজনৈতিক ভাবাদর্শের প্রতি আকৃষ্ট হবে—সমসাময়িক কালে সেটাই নিতান্ত স্বাভাবিক ছিল। আমিও চিন্তা-চেতনায় বাঁ দিকে ঝুঁকে পড়লাম। কেনই-বা নয়। সারা দেশে, এমনকি সারা পৃথিবীতে একটি শোষণ-নিপীড়নহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা পাবে, নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ আপন আপন অগ্রাধিকারের ভিত্তিতে আপন প্রতিভা বিকাশের সুযোগ পাবে, নিত্যদিনের জীবনযাপনের ভার বইয়ে ন্যুব্জ হয়ে পড়া ‘ব্যক্তি’ মানুষগুলো সমাজ ও রাষ্ট্রের উদ্দীপ্ত সহযোগিতায় জীবনের ভার লাঘব করে সৃষ্টিশীল জীবনযাপনের সুযোগ লাভ করবে—বামপন্থী ভাবাদর্শপ্রসূত এইসব রাজনৈতিক স্বপ্ন দিয়ে উদ্বুদ্ধ না হওয়ার তো কোনো কারণ ছিল না।
তবে আমার ক্ষেত্রে প্রগতিশীল বামপন্থী রাজনৈতিক ভাবাদর্শে আকৃষ্ট হওয়ার নির্ধারণী প্রণোদনা আসে যতটা না প্রায়োগিক রাজনীতির ক্লেদাক্ত ও কুৎসিত রূপ দেখার অভিজ্ঞতা থেকে, তার চেয়ে বেশি বরং নিজস্ব পঠন-পাঠনজাত বুদ্ধিবৃত্তিক উপলব্ধি থেকে। বৈশ্বিক রাজনীতির সামান্য পাঠ, দেশি-বিদেশি চিরায়ত সাহিত্যে খানিকটা বিচরণ, আর রাজনৈতিক দর্শনের কিঞ্চিৎ অধ্যয়ন আমার ভেতর একধরনের প্রাথমিক উপলব্ধি জাগ্রত করেছিল যে, শাসক-বুর্জোয়া তার রাজনীতির দৃশ্যমান কুৎসিত রূপ লুকিয়ে শেষ পর্যন্ত একটা কৃত্রিম সুশীল অবয়ব দিতে সক্ষম হলেও, যা পৃথিবীর বহু দেশে বেশ খানিকটা সম্ভব হয়েছে, সে রাজনীতি সমাজের সকল শ্রেণির গণতান্ত্রিক মুক্তি নিশ্চিত করতে অন্তর্গতভাবেই অক্ষম।
এটা ছিল আমার তাত্ত্বিক উপলব্ধি। ফলে বুর্জোয়া রাজনীতির বিপরীতে প্রগতিশীল বাম ধারার রাজনীতির প্রতি আকৃষ্ট হওয়া এবং তা বাস্তবায়নে সক্রিয় হওয়া আমার জন্য যেন অনিবার্য হয়ে উঠেছিল।
... আমার বিশ্বাস জন্মেছিল যে, যা কালক্রমে অন্তত নিজের কাছে অভ্রান্ত প্রমাণ হয়েছে, ভিন্ন ইতিহাসের ধারায় বিকশিত ভিন্ন কোনো দেশের বিপ্লবী মডেল অনুকরণ করে, কিংবা ভিন্ন কোনো দেশের রাজনৈতিক প্রেসক্রিপশন অনুসরণ করে, অন্য দেশে কোনো সফল বিপ্লব হতে পারে না। ফলে বাম ধারার প্রগতিশীল রাজনৈতিক ভাবাদর্শের প্রতি আকৃষ্ট থেকেও আমি বিবদমান মস্কো কিংবা পিকিংপন্থী শিবিরে ভিড়ে যাওয়ার কোনো আগ্রহ বোধ করিনি।
সূত্র: কথকতা, নূরুল কবীর, পৃষ্ঠা-২৫
তখন দিল্লির সুলতান ফিরোজ শাহ আর বাংলার সুবেদার ফখরুদ্দিন মোবারক শাহ। সেই সময় হজরত শাহজালাল (রহ.) ও অন্যান্য আউলিয়ার সঙ্গে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১৩৫১ সালে এ দেশে আসেন হজরত রাস্তি শাহ (র.)। তিনি ছিলেন বড়পীর আবদুল কাদের জিলানির আত্মীয়। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ধর্ম প্রচার করতে এসে রাস্তি...
২ দিন আগেগাইবান্ধা জেলার মীরের বাগান একসময় ছিল বন-জঙ্গলে ভরা। ১৯০০ সালে সৈয়দ ওয়াজেদ আলী নামের এক দরবেশ এদিকটায় এসে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে খুঁজে পান একটি মসজিদ ও তিন আউলিয়ার মাজার। মসজিদটির দেয়ালে খোদাই করা লিপি থেকে জানা যায়, এটি হাজার বছর আগে ১০১১ সালে নির্মিত।
৩ দিন আগেআমি মনে করি, পৃথিবীতে ‘সব প্রতিষ্ঠানের বড় প্রতিষ্ঠান হচ্ছে লিঙ্গায়ন’। এটা নীরবেই অনেক আগেই বিশ্বায়িত...। অনেক আগে হাজার হাজার বছর আগে...বিশ্ব নিয়ে লোকে তখনো ভাবতেই শেখেনি। লিঙ্গ থেকে যা আলাদা হচ্ছে একমাত্র অভিজ্ঞতালব্ধ পার্থক্য, যা প্রত্যেকেই আঁচ করতে পারে আর তাই আপনারা জানতে পারবেন...
৬ দিন আগেজনশ্রুতি আছে, পঞ্চানন চৌধুরী নামের এক ব্যক্তি একসময় খুবই দরিদ্র ছিলেন। কিন্তু দিনাজপুর অঞ্চলে তামাক উৎপাদন করে প্রচুর ধনসম্পত্তির মালিক বনে যান। এরপর মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে একটি প্রাসাদসম বাড়ি নির্মাণ করেন এবং নিজেকে তেওতার প্রথম জমিদার হিসেবে প্রতিষ্ঠিত করেন। ধারণা করা হয়, প্রায় ৩০
৮ দিন আগে