আব্বাসউদ্দীন তখন ধুমসে গান করছেন। বন্ধু গিরীণ চক্রবর্তী একদিন আব্বাসকে ডেকে বললেন, ‘আব্বাস, তোমার ওপর আমার হিংসা হয়। দার্জিলিং থেকেই তোমার আমার বন্ধুত্ব। প্রায় একই সময় থেকে আমরা রেকর্ড জগতে ঢুকলাম। কিন্তু তোমার কেনই বা এত নাম আর আমার কেন হলো না?’
আব্বাসউদ্দীন বললেন, ‘কিন্তু ভাই, আমার চেয়ে তো কেষ্টবাবুর নাম বেশি। আমার তো সে জন্য হিংসা হয় না!’
আব্বাসউদ্দীন তখন কেষ্টবাবুর গানগুলো তাঁরই কণ্ঠ নকল করে গাইছেন এবং সেগুলো জনপ্রিয়ও হচ্ছে। রিহার্সাল রুমের দোতলায় একদিন আব্বাসউদ্দীন কৃষ্ণচন্দ্র দে, মানে কেষ্টবাবুর ‘ছুঁয়ো না ছুঁয়ো না বঁধু ওইখানে থাকো গো’ গানটি গাইছিলেন। কাজী নজরুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন দরজার ধারে। দাঁড়িয়ে গান শুনছিলেন। আব্বাসউদ্দীন তখন কেষ্টবাবুর ‘ওই মহাসিন্ধুর ওপার থেকে’, ‘ফিরে চল ফিরে চল’ ইত্যাদি গান খুব গাইতেন। অবিকল কেষ্টবাবুর কণ্ঠ নকল করে গাইতেন।
গান শেষ হলে দরজার দিকে তাকিয়ে কাজীদাকে দেখে থমকে গেলেন আব্বাসউদ্দীন। সেখানে মৃণাল আর ধীরেন দাস ছিলেন। তাঁরা হেসে হেসে বললেন, ‘দেখুন কাজীদা, আব্বাস কী চমৎকার কৃষ্ণবাবুর নকল করছে।’
তাঁরা ভেবেছিলেন, নজরুল তাতে খুব খুশি হবেন। কিন্তু কাজীদার গম্ভীর মুখ দেখে ভড়কে গেলেন আব্বাসউদ্দীন। নজরুল বললেন, ‘আব্বাস, চোখ তোমার অন্ধ হয়নি; বরং এখনো চশমা পর্যন্ত নাওনি। কাজেই তুমি কানাকেষ্ট নও। তারপর ওঁর গলা নকল করে গাইলে জীবনভর তোমাকে অপবাদের বোঝা বইতে হবে। সবাই বলবে, “আব্বাস! ওঃ সে তো কেষ্টবাবুর নকল!” কাজেই ধীরেন দাস ধীরেন দাসই, কেষ্টবাবু কেষ্টবাবুই, আর আব্বাস আব্বাসই থাকবে।’
স্বকীয়তার কথা এভাবেই স্মরণ করিয়ে দিয়েছিলেন নজরুল। আরও বলেছিলেন তিনি, ‘নিজের স্বাতন্ত্র্য, স্বাধীনতা যাকে বলে অরিজিনালিটি নষ্ট করবে না।’
সেদিন থেকে অন্যের কণ্ঠ নকল করে গান করার অভ্যাস চিরদিনের জন্য ত্যাগ করেছিলেন আব্বাসউদ্দীন।
সূত্র: আব্বাসউদ্দীন, আমার শিল্পী জীবনের কথা, পৃষ্ঠা ১৮৪-১৮৫
আব্বাসউদ্দীন তখন ধুমসে গান করছেন। বন্ধু গিরীণ চক্রবর্তী একদিন আব্বাসকে ডেকে বললেন, ‘আব্বাস, তোমার ওপর আমার হিংসা হয়। দার্জিলিং থেকেই তোমার আমার বন্ধুত্ব। প্রায় একই সময় থেকে আমরা রেকর্ড জগতে ঢুকলাম। কিন্তু তোমার কেনই বা এত নাম আর আমার কেন হলো না?’
আব্বাসউদ্দীন বললেন, ‘কিন্তু ভাই, আমার চেয়ে তো কেষ্টবাবুর নাম বেশি। আমার তো সে জন্য হিংসা হয় না!’
আব্বাসউদ্দীন তখন কেষ্টবাবুর গানগুলো তাঁরই কণ্ঠ নকল করে গাইছেন এবং সেগুলো জনপ্রিয়ও হচ্ছে। রিহার্সাল রুমের দোতলায় একদিন আব্বাসউদ্দীন কৃষ্ণচন্দ্র দে, মানে কেষ্টবাবুর ‘ছুঁয়ো না ছুঁয়ো না বঁধু ওইখানে থাকো গো’ গানটি গাইছিলেন। কাজী নজরুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন দরজার ধারে। দাঁড়িয়ে গান শুনছিলেন। আব্বাসউদ্দীন তখন কেষ্টবাবুর ‘ওই মহাসিন্ধুর ওপার থেকে’, ‘ফিরে চল ফিরে চল’ ইত্যাদি গান খুব গাইতেন। অবিকল কেষ্টবাবুর কণ্ঠ নকল করে গাইতেন।
গান শেষ হলে দরজার দিকে তাকিয়ে কাজীদাকে দেখে থমকে গেলেন আব্বাসউদ্দীন। সেখানে মৃণাল আর ধীরেন দাস ছিলেন। তাঁরা হেসে হেসে বললেন, ‘দেখুন কাজীদা, আব্বাস কী চমৎকার কৃষ্ণবাবুর নকল করছে।’
তাঁরা ভেবেছিলেন, নজরুল তাতে খুব খুশি হবেন। কিন্তু কাজীদার গম্ভীর মুখ দেখে ভড়কে গেলেন আব্বাসউদ্দীন। নজরুল বললেন, ‘আব্বাস, চোখ তোমার অন্ধ হয়নি; বরং এখনো চশমা পর্যন্ত নাওনি। কাজেই তুমি কানাকেষ্ট নও। তারপর ওঁর গলা নকল করে গাইলে জীবনভর তোমাকে অপবাদের বোঝা বইতে হবে। সবাই বলবে, “আব্বাস! ওঃ সে তো কেষ্টবাবুর নকল!” কাজেই ধীরেন দাস ধীরেন দাসই, কেষ্টবাবু কেষ্টবাবুই, আর আব্বাস আব্বাসই থাকবে।’
স্বকীয়তার কথা এভাবেই স্মরণ করিয়ে দিয়েছিলেন নজরুল। আরও বলেছিলেন তিনি, ‘নিজের স্বাতন্ত্র্য, স্বাধীনতা যাকে বলে অরিজিনালিটি নষ্ট করবে না।’
সেদিন থেকে অন্যের কণ্ঠ নকল করে গান করার অভ্যাস চিরদিনের জন্য ত্যাগ করেছিলেন আব্বাসউদ্দীন।
সূত্র: আব্বাসউদ্দীন, আমার শিল্পী জীবনের কথা, পৃষ্ঠা ১৮৪-১৮৫
আপনি কি রাস্তায় হাঁটতে হাঁটতে এই খবর পড়ছেন? সাবধান! ঘাসে পা দেবেন না কিন্তু! আজ ঘাসে পা না দেওয়ার দিন। জানা নেই? তাহলে আসুন জেনে নেওয়া যাক, কী এই ‘ঘাসে পা না দেওয়া দিবস’। কীভাবেই–বা এর উৎপত্তি।
১ দিন আগেবাংলার সুবেদার মীর জুমলা তাঁর আসাম অভিযানের সময় ঢাকা ও নারায়ণগঞ্জের (তৎকালীন খিজিরপুর) সংযোগকারী সড়কের পাগলা এলাকায় শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা নদীর সংযোগস্থলে নির্মাণ করেন পাগলা সেতু।
৪ দিন আগেগান করে থাকি সেটা তো অন্যায় হতে পারে না! তো সেই দিক থেকে আমি অন্তত ক্ষমা চাইতে পারি। কারণ এটা আমি পেশা করেছি। এটা আলটিমেটলি পেশা করতে বাধ্য হয়েছি। আমি কিন্তু গান শিখিনি নাম করার জন্য, যে আমার কবে সুখ্যাতি কে করবে, আমি কবে জনপ্রিয় হব তার জন্য গান শিখিনি। আমার বাবা-মা কোনো দিন আমাকে নিয়ে ঘুরে ঘুরে...
৫ দিন আগেমুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য মুজিবনগর সরকারের ভূমিকা অনস্বীকার্য। এই অস্থায়ী সরকার গঠিত হয় একাত্তরের ১০ এপ্রিল। পূর্বঘোষণা অনুযায়ী কুষ্টিয়া জেলার মেহেরপুরে বৈদ্যনাথতলার এক আমবাগানে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় ১৭ এপ্রিল।
৬ দিন আগে