Ajker Patrika

রেসকোর্সে সেদিন এসেছিলেন অসংখ্য নারী

সম্পাদকীয়
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বাঙালি জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান ২০ মিনিটের এক উদ্দীপনাময় ভাষণে দিয়েছিলেন স্বাধীনতার দিকনির্দেশনা। বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ রেসকোর্সে সেদিন এসেছিলেন অসংখ্য নারী।

অনেকের হাতে ছিল বাঁশের লাঠি, কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান। শেখ মুজিব তর্জনী তুলে বলেছেন, ‘আমি যদি হুকুম দেবার না-ও পারি, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশা আল্লাহ।’ ওই বক্তৃতায় মানুষ প্রত্যয়ী হয়ে উঠেছিল। তারপর নতুন ইতিহাস তৈরির দিকে যাত্রা শুরু। রক্ত দিতে শেখা বাঙালি জাতিকে আর দাবিয়ে রাখা সম্ভব হয়নি।

ছবি: সংগৃহীত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত