Ajker Patrika

মুহম্মদ মনসুর উদ্দিন

সম্পাদকীয়
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮: ৩৩
মুহম্মদ মনসুর উদ্দিন

মুহম্মদ মনসুর উদ্দিন ছিলেন লোকসংগীত ও লোকসাহিত্য সংগ্রাহক এবং লোক সাহিত্যবিশারদ। আমরা লোকসংগীত বলে যে গানগুলোর কথা জানি, যে কবি ও গীতিকারদের কথা জানি, তিনি তাঁদের গান সংগ্রহ করে প্রকাশ করেছিলেন। তিনি না হলে এসব সৃষ্টি হয়তো বিস্মৃতির অতলে হারিয়ে যেত। দশম শ্রেণিতে পড়ার সময় তিনি লোকসাহিত্য সংগ্রহের কাজ শুরু করেন।

লোকসাহিত্য সংগ্রহে তাঁর আগ্রহ সৃষ্টি হয় প্রবাসী পত্রিকা পাঠে। পত্রিকাটির এক সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সংগৃহীত লালনের গান ছাপা হয়, যা কিশোর মনসুর উদ্দিনকে লালনের গান সংগ্রহে অনুপ্রেরণা জোগায়। তাঁর প্রথম সংগ্রহ নিজ গ্রামের অধিবাসী প্রেমদাস বৈরাগীর কাছ থেকে সংগৃহীত লালনের একটি গান পাঠিয়ে দেন ‘প্রবাসী’ পত্রিকায়, যা ছাপা হয়েছিল ১৩৩০ সালের আশ্বিন সংখ্যায়। রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর নিয়মিত পত্রালাপ ছিল। মনসুর উদ্দিনের ‘হারামণি’ সংকলনের প্রথম খণ্ডে ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ।

তাঁর সংগৃহীত গানের সংখ্যা ছিল ৫ হাজারের বেশি। ১৯৩১ থেকে ১৯৮৪ সাল—এই ৫৩ বছরের মধ্যে তিনি বাংলাদেশের নানা প্রান্ত থেকে সংগ্রহ করেছিলেন বিভিন্ন ধরনের গান। সেগুলো প্রকাশ করেছিলেন ‘হারামণি’র ১৩ খণ্ডে। ‘হারামণি’র ষষ্ঠ খণ্ডে লালনের দুই শতাধিক গান রয়েছে। এ ছাড়া হাসন রাজা, পাঞ্জু শাহ, শিতালং শাহ, আরকুম শাহ, মনোমোহন, রাধারমণ, দ্বিজ দাস, শেখ ভানু, কুরবান, আবদুল জব্বার, মদন গানবী, শাহ মোহাম্মদ ইয়াসিন প্রমুখের গান সংগ্রহ করেছিলেন তিনি।

তিনি ১৯২৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। এরপর এখান থেকে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করে তিনি এমএ পাস করেন। তাঁর আগে আর কোনো মুসলিম ছাত্র প্রথম শ্রেণি পাননি।

তাঁকে বাংলার লোকসাহিত্যের মুকুটহীন সম্রাট বলা হয়। তিনি ১৯০৪ সালের ৩১ জানুয়ারি পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত