সম্পাদকীয়
মুহম্মদ মনসুর উদ্দিন ছিলেন লোকসংগীত ও লোকসাহিত্য সংগ্রাহক এবং লোক সাহিত্যবিশারদ। আমরা লোকসংগীত বলে যে গানগুলোর কথা জানি, যে কবি ও গীতিকারদের কথা জানি, তিনি তাঁদের গান সংগ্রহ করে প্রকাশ করেছিলেন। তিনি না হলে এসব সৃষ্টি হয়তো বিস্মৃতির অতলে হারিয়ে যেত। দশম শ্রেণিতে পড়ার সময় তিনি লোকসাহিত্য সংগ্রহের কাজ শুরু করেন।
লোকসাহিত্য সংগ্রহে তাঁর আগ্রহ সৃষ্টি হয় প্রবাসী পত্রিকা পাঠে। পত্রিকাটির এক সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সংগৃহীত লালনের গান ছাপা হয়, যা কিশোর মনসুর উদ্দিনকে লালনের গান সংগ্রহে অনুপ্রেরণা জোগায়। তাঁর প্রথম সংগ্রহ নিজ গ্রামের অধিবাসী প্রেমদাস বৈরাগীর কাছ থেকে সংগৃহীত লালনের একটি গান পাঠিয়ে দেন ‘প্রবাসী’ পত্রিকায়, যা ছাপা হয়েছিল ১৩৩০ সালের আশ্বিন সংখ্যায়। রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর নিয়মিত পত্রালাপ ছিল। মনসুর উদ্দিনের ‘হারামণি’ সংকলনের প্রথম খণ্ডে ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ।
তাঁর সংগৃহীত গানের সংখ্যা ছিল ৫ হাজারের বেশি। ১৯৩১ থেকে ১৯৮৪ সাল—এই ৫৩ বছরের মধ্যে তিনি বাংলাদেশের নানা প্রান্ত থেকে সংগ্রহ করেছিলেন বিভিন্ন ধরনের গান। সেগুলো প্রকাশ করেছিলেন ‘হারামণি’র ১৩ খণ্ডে। ‘হারামণি’র ষষ্ঠ খণ্ডে লালনের দুই শতাধিক গান রয়েছে। এ ছাড়া হাসন রাজা, পাঞ্জু শাহ, শিতালং শাহ, আরকুম শাহ, মনোমোহন, রাধারমণ, দ্বিজ দাস, শেখ ভানু, কুরবান, আবদুল জব্বার, মদন গানবী, শাহ মোহাম্মদ ইয়াসিন প্রমুখের গান সংগ্রহ করেছিলেন তিনি।
তিনি ১৯২৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। এরপর এখান থেকে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করে তিনি এমএ পাস করেন। তাঁর আগে আর কোনো মুসলিম ছাত্র প্রথম শ্রেণি পাননি।
তাঁকে বাংলার লোকসাহিত্যের মুকুটহীন সম্রাট বলা হয়। তিনি ১৯০৪ সালের ৩১ জানুয়ারি পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
মুহম্মদ মনসুর উদ্দিন ছিলেন লোকসংগীত ও লোকসাহিত্য সংগ্রাহক এবং লোক সাহিত্যবিশারদ। আমরা লোকসংগীত বলে যে গানগুলোর কথা জানি, যে কবি ও গীতিকারদের কথা জানি, তিনি তাঁদের গান সংগ্রহ করে প্রকাশ করেছিলেন। তিনি না হলে এসব সৃষ্টি হয়তো বিস্মৃতির অতলে হারিয়ে যেত। দশম শ্রেণিতে পড়ার সময় তিনি লোকসাহিত্য সংগ্রহের কাজ শুরু করেন।
লোকসাহিত্য সংগ্রহে তাঁর আগ্রহ সৃষ্টি হয় প্রবাসী পত্রিকা পাঠে। পত্রিকাটির এক সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সংগৃহীত লালনের গান ছাপা হয়, যা কিশোর মনসুর উদ্দিনকে লালনের গান সংগ্রহে অনুপ্রেরণা জোগায়। তাঁর প্রথম সংগ্রহ নিজ গ্রামের অধিবাসী প্রেমদাস বৈরাগীর কাছ থেকে সংগৃহীত লালনের একটি গান পাঠিয়ে দেন ‘প্রবাসী’ পত্রিকায়, যা ছাপা হয়েছিল ১৩৩০ সালের আশ্বিন সংখ্যায়। রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর নিয়মিত পত্রালাপ ছিল। মনসুর উদ্দিনের ‘হারামণি’ সংকলনের প্রথম খণ্ডে ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ।
তাঁর সংগৃহীত গানের সংখ্যা ছিল ৫ হাজারের বেশি। ১৯৩১ থেকে ১৯৮৪ সাল—এই ৫৩ বছরের মধ্যে তিনি বাংলাদেশের নানা প্রান্ত থেকে সংগ্রহ করেছিলেন বিভিন্ন ধরনের গান। সেগুলো প্রকাশ করেছিলেন ‘হারামণি’র ১৩ খণ্ডে। ‘হারামণি’র ষষ্ঠ খণ্ডে লালনের দুই শতাধিক গান রয়েছে। এ ছাড়া হাসন রাজা, পাঞ্জু শাহ, শিতালং শাহ, আরকুম শাহ, মনোমোহন, রাধারমণ, দ্বিজ দাস, শেখ ভানু, কুরবান, আবদুল জব্বার, মদন গানবী, শাহ মোহাম্মদ ইয়াসিন প্রমুখের গান সংগ্রহ করেছিলেন তিনি।
তিনি ১৯২৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। এরপর এখান থেকে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করে তিনি এমএ পাস করেন। তাঁর আগে আর কোনো মুসলিম ছাত্র প্রথম শ্রেণি পাননি।
তাঁকে বাংলার লোকসাহিত্যের মুকুটহীন সম্রাট বলা হয়। তিনি ১৯০৪ সালের ৩১ জানুয়ারি পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
আপনি কি রাস্তায় হাঁটতে হাঁটতে এই খবর পড়ছেন? সাবধান! ঘাসে পা দেবেন না কিন্তু! আজ ঘাসে পা না দেওয়ার দিন। জানা নেই? তাহলে আসুন জেনে নেওয়া যাক, কী এই ‘ঘাসে পা না দেওয়া দিবস’। কীভাবেই–বা এর উৎপত্তি।
৫ ঘণ্টা আগেবাংলার সুবেদার মীর জুমলা তাঁর আসাম অভিযানের সময় ঢাকা ও নারায়ণগঞ্জের (তৎকালীন খিজিরপুর) সংযোগকারী সড়কের পাগলা এলাকায় শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা নদীর সংযোগস্থলে নির্মাণ করেন পাগলা সেতু।
৩ দিন আগেগান করে থাকি সেটা তো অন্যায় হতে পারে না! তো সেই দিক থেকে আমি অন্তত ক্ষমা চাইতে পারি। কারণ এটা আমি পেশা করেছি। এটা আলটিমেটলি পেশা করতে বাধ্য হয়েছি। আমি কিন্তু গান শিখিনি নাম করার জন্য, যে আমার কবে সুখ্যাতি কে করবে, আমি কবে জনপ্রিয় হব তার জন্য গান শিখিনি। আমার বাবা-মা কোনো দিন আমাকে নিয়ে ঘুরে ঘুরে...
৪ দিন আগেমুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য মুজিবনগর সরকারের ভূমিকা অনস্বীকার্য। এই অস্থায়ী সরকার গঠিত হয় একাত্তরের ১০ এপ্রিল। পূর্বঘোষণা অনুযায়ী কুষ্টিয়া জেলার মেহেরপুরে বৈদ্যনাথতলার এক আমবাগানে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় ১৭ এপ্রিল।
৫ দিন আগে