ফিচার ডেস্ক
আইরিন কোরবালি কুন ছিলেন একজন আমেরিকান সাংবাদিক ও রেডিওর অনুষ্ঠান প্রযোজক। পাঁচ মহাদেশে বিস্তৃত ছিল তাঁর কর্মক্ষেত্র। তিনি যুক্তরাষ্ট্রের অনেক লেখক ও শিল্পীর মতো প্যারিসে কাজ করতে গিয়েছিলেন ১৯২১ সালে। সেখানে তিনি শিকাগো ট্রিবিউনসহ অন্যান্য আমেরিকান সংবাদপত্রের জন্য সংবাদ সংগ্রহের কাজ শুরু করেন। কিছুদিন পর তিনি চীনে চলে যান সাংহাই থেকে প্রকাশিত ইংরেজি ভাষার সংবাদপত্র ‘ইভনিং স্টার’-এ কাজ করার জন্য। সেখানে তাঁর বার্থ কুনের সঙ্গে পরিচয় ও বিয়ে হয়।
১৯২৩ সালে ইভনিং স্টার তাদের নিজস্ব রেডিও স্টেশন চালু করলে কুন সেখানে সংবাদ পাঠানো শুরু করেন। এখানেই তাঁর কণ্ঠে প্রথমবারের মতো রেডিও অনুষ্ঠান প্রচার করা হয়।
১৯২৬ সালে বার্থ কুনের মৃত্যুর পর আইরিন তাঁর কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে এসে ‘দ্য ওয়ার্ল্ড টেলিগ্রাম’ পত্রিকায় যোগ দেন। ১৯৩০ সালের দিকে তিনি এমজিএম, প্যারামাউন্ট এবং ফক্সের মতো মুভি স্টুডিওর জন্য চিত্রনাট্য লিখে সাফল্য অর্জন করেন। ১৯৩৮ সালে ‘অ্যাসাইনড টু অ্যাডভেঞ্চার’ নামে লেখেন আত্মজীবনী।
আইরিন ১৯৩০ থেকে ১৯৪০ সাল পর্যন্ত এনবিসিতে কাজ করেন। ১৯৬০ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি ‘ইন মাই অপিনিয়ন’ নামের একটি কলাম প্রকাশ করেন। পরে তিনি তাঁর কন্যার সঙ্গে ‘দ্য কুনস’ নামক একটি ফিচার শো তৈরি করে রেডিও সম্প্রচারে ফিরে আসেন।
১৮৯৮ সালের ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম নেওয়া আইরিন কোরবালি কুন ১৯৯৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান।
আইরিন কোরবালি কুন ছিলেন একজন আমেরিকান সাংবাদিক ও রেডিওর অনুষ্ঠান প্রযোজক। পাঁচ মহাদেশে বিস্তৃত ছিল তাঁর কর্মক্ষেত্র। তিনি যুক্তরাষ্ট্রের অনেক লেখক ও শিল্পীর মতো প্যারিসে কাজ করতে গিয়েছিলেন ১৯২১ সালে। সেখানে তিনি শিকাগো ট্রিবিউনসহ অন্যান্য আমেরিকান সংবাদপত্রের জন্য সংবাদ সংগ্রহের কাজ শুরু করেন। কিছুদিন পর তিনি চীনে চলে যান সাংহাই থেকে প্রকাশিত ইংরেজি ভাষার সংবাদপত্র ‘ইভনিং স্টার’-এ কাজ করার জন্য। সেখানে তাঁর বার্থ কুনের সঙ্গে পরিচয় ও বিয়ে হয়।
১৯২৩ সালে ইভনিং স্টার তাদের নিজস্ব রেডিও স্টেশন চালু করলে কুন সেখানে সংবাদ পাঠানো শুরু করেন। এখানেই তাঁর কণ্ঠে প্রথমবারের মতো রেডিও অনুষ্ঠান প্রচার করা হয়।
১৯২৬ সালে বার্থ কুনের মৃত্যুর পর আইরিন তাঁর কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে এসে ‘দ্য ওয়ার্ল্ড টেলিগ্রাম’ পত্রিকায় যোগ দেন। ১৯৩০ সালের দিকে তিনি এমজিএম, প্যারামাউন্ট এবং ফক্সের মতো মুভি স্টুডিওর জন্য চিত্রনাট্য লিখে সাফল্য অর্জন করেন। ১৯৩৮ সালে ‘অ্যাসাইনড টু অ্যাডভেঞ্চার’ নামে লেখেন আত্মজীবনী।
আইরিন ১৯৩০ থেকে ১৯৪০ সাল পর্যন্ত এনবিসিতে কাজ করেন। ১৯৬০ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি ‘ইন মাই অপিনিয়ন’ নামের একটি কলাম প্রকাশ করেন। পরে তিনি তাঁর কন্যার সঙ্গে ‘দ্য কুনস’ নামক একটি ফিচার শো তৈরি করে রেডিও সম্প্রচারে ফিরে আসেন।
১৮৯৮ সালের ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম নেওয়া আইরিন কোরবালি কুন ১৯৯৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান।
নারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৯ ঘণ্টা আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
১ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
১ দিন আগেতিন মিটার গভীর একটি কংক্রিটের ট্যাংকে আছে পানি। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সেই পানি সংগ্রহ করছে নারীরা। কাঠফাটা রোদে গাধার পিঠে রশিতে বাঁধা জেরিক্যান। একটি কঙ্কালসার একাশিয়াগাছের ছায়ায় কয়েকজন নারী বসে অপেক্ষা করছেন তাঁদের পালার জন্য। আশপাশে কোনো পুরুষ নেই। খুব সাবধানে সেখানে পানি তোলেন নারীরা।
১ দিন আগে