Ajker Patrika

৩৫টি ভাষায় অনুবাদ হয়েছে যাঁর বই

ফিচার ডেস্ক
অ্যামি ট্যান। ছবি: সংগৃহীত
অ্যামি ট্যান। ছবি: সংগৃহীত

তাঁর বই অনূদিত হয়েছে ৩৫টি ভাষায়। সে বই উপজীব্য করে নির্মিত হয়েছে হলিউড চলচ্চিত্র। ৭৩ বছর বয়সী এই লেখকের নাম অ্যামি ট্যান। যুক্তরাষ্ট্রের অকল্যান্ডে একটি চীনা অভিবাসী পরিবারে জন্মেছিলেন তিনি; ১৯৫২ সালের ১৯ ফেব্রুয়ারি।

অ্যামি ট্যানের বিখ্যাত সেই বইয়ের নাম ‘দ্য জয় লাক ক্লাব’। এটি প্রকাশিত হয় ১৯৮৯ সালে। আর ১৯৯৩ সালে বইটির কাহিনি নিয়ে একই নামে নির্মিত হয় হলিউড সিনেমা।

অ্যামি ট্যানের লেখায় চীনা-আমেরিকান সাংস্কৃতিক পার্থক্য, মা-সন্তান সম্পর্ক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রভাব দেখা যায় গভীরভাবে। তিনি চীনা অভিবাসী পরিবারের সম্পর্ক এবং তাদের আমেরিকান সমাজে অভিযোজনের বিষয়বস্তু নিয়ে লিখতে ভালোবাসেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ব্যানক্রফট লাইব্রেরি তাদের আর্কাইভে ট্যানের ৬২টি ছবি, নোটবুক, চিঠি এবং সাহিত্যিক পাণ্ডুলিপি, শিশুবেলার লেখা থেকে শুরু করে ‘দ্য জয় লাক ক্লাব’-এর মতো বেস্টসেলার উপন্যাসের খসড়া সংরক্ষণ করে রেখেছে।

‘দ্য জয় লাক ক্লাব’-এর প্রায় ৬ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল শুধু নিউইয়র্কে। পরবর্তী সময়ে তিনি একই জনরার আরও পাঁচটি বই লেখেন।

‘দ্য ব্যাকইয়ার্ড বার্ড ক্রনিকলস’ নামে এ পর্যন্ত তাঁর শেষ বই প্রকাশিত হয় ২০২৪ সালে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত