ফিচার ডেস্ক
১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবারে আক্রমণ করে। সে সময় অন্যান্য জায়গার মতো হিকাম ফিল্ড স্টেশন হাসপাতালেও আছড়ে পড়ছিল একের পর এক বোমা। ৪৭ বছর বয়সী অ্যানি জি ফক্স সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। একদিকে হাসপাতালে ভর্তি আহত সৈন্য, অন্যদিকে টর্পেডো, বোমা, মেশিনগান এবং বিমানবিধ্বংসী অস্ত্রের বিরামহীন গোলাবর্ষণ। এসবের মধ্যেও মাথা ঠান্ডা রেখে দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছিলেন ফক্স। তাঁর শান্ত থাকা, সাহস ও নেতৃত্ব সবার মনোবল বাড়িয়ে দিয়েছিল।
এই সাহসিকতার জন্য পরে ব্রোঞ্জ স্টার পুরস্কারে ভূষিত হন ফক্স। ব্রোঞ্জ স্টার যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর চতুর্থ সর্বোচ্চ যুদ্ধ পুরস্কার।
আক্রমণের সময় নিজেদের কাজ ঠিকমতো করার জন্য আরও চার নার্সকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাঁরা হলেন ক্যাপ্টেন হেলেনা ক্লিয়ারওয়াটার, ফার্স্ট লেফটেন্যান্ট এলিজাবেথ এ পেসুট, সেকেন্ড লেফটেন্যান্ট এলমা এল অ্যাসন এবং সেকেন্ড লেফটেন্যান্ট রোজালি এল সোয়েনসন। প্রত্যেকে ‘অসাধারণ বিশ্বস্ততা এবং অপরিহার্য সেবা’র জন্য লিজিয়ন অব মেরিট সম্মান অর্জন করেছিলেন।
লেফটেন্যান্ট ফক্স ছিলেন হিকাম ফিল্ড স্টেশন হাসপাতালের প্রধান নার্স।
৩০ শয্যার হাসপাতালটি ১৯৪১ সালের নভেম্বর মাসে চালু হয়েছিল ছয়জন নার্স নিয়ে। ফক্স প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে আর্মি নার্স কর্পসে যোগ দেন। ফলে যুদ্ধক্ষেত্রে সব ধরনের পরিস্থিতি সামলানোর ক্ষমতা অর্জন করেছিলেন তিনি।
১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবারে আক্রমণ করে। সে সময় অন্যান্য জায়গার মতো হিকাম ফিল্ড স্টেশন হাসপাতালেও আছড়ে পড়ছিল একের পর এক বোমা। ৪৭ বছর বয়সী অ্যানি জি ফক্স সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। একদিকে হাসপাতালে ভর্তি আহত সৈন্য, অন্যদিকে টর্পেডো, বোমা, মেশিনগান এবং বিমানবিধ্বংসী অস্ত্রের বিরামহীন গোলাবর্ষণ। এসবের মধ্যেও মাথা ঠান্ডা রেখে দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছিলেন ফক্স। তাঁর শান্ত থাকা, সাহস ও নেতৃত্ব সবার মনোবল বাড়িয়ে দিয়েছিল।
এই সাহসিকতার জন্য পরে ব্রোঞ্জ স্টার পুরস্কারে ভূষিত হন ফক্স। ব্রোঞ্জ স্টার যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর চতুর্থ সর্বোচ্চ যুদ্ধ পুরস্কার।
আক্রমণের সময় নিজেদের কাজ ঠিকমতো করার জন্য আরও চার নার্সকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাঁরা হলেন ক্যাপ্টেন হেলেনা ক্লিয়ারওয়াটার, ফার্স্ট লেফটেন্যান্ট এলিজাবেথ এ পেসুট, সেকেন্ড লেফটেন্যান্ট এলমা এল অ্যাসন এবং সেকেন্ড লেফটেন্যান্ট রোজালি এল সোয়েনসন। প্রত্যেকে ‘অসাধারণ বিশ্বস্ততা এবং অপরিহার্য সেবা’র জন্য লিজিয়ন অব মেরিট সম্মান অর্জন করেছিলেন।
লেফটেন্যান্ট ফক্স ছিলেন হিকাম ফিল্ড স্টেশন হাসপাতালের প্রধান নার্স।
৩০ শয্যার হাসপাতালটি ১৯৪১ সালের নভেম্বর মাসে চালু হয়েছিল ছয়জন নার্স নিয়ে। ফক্স প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে আর্মি নার্স কর্পসে যোগ দেন। ফলে যুদ্ধক্ষেত্রে সব ধরনের পরিস্থিতি সামলানোর ক্ষমতা অর্জন করেছিলেন তিনি।
প্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
২ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৩ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৩ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
৩ দিন আগে