বিচিত্র /দেখতে সুন্দর, ছুঁলেই সর্বনাশ! এমন ৫ প্রাণী
সুন্দর কোনো প্রাণী দেখলে স্বাভাবিকভাবেই আপনি কাছে যেতে চাইবেন। এমনকি ছুঁয়েও দেখার ইচ্ছা জাগতে পারে। তবে পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যেগুলা দেখতে অদ্ভুত সুন্দর, চেহারায়ও বড্ড নিরীহ, কিন্তু ভয়ানক বিপজ্জনক। সাগর ও ডাঙার এমনই পাঁচটি প্রাণীর সঙ্গে পরিচয় করিয়ে দেব আজ। বুঝতেই পারছেন, কাছে যাওয়া কিংবা ছুঁয়