আজকের পত্রিকা ডেস্ক
আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকন। অনলাইনে ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত। ভারতে সোশ্যাল মিডিয়া থেকে গুগল সার্চ—সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে চর্চা। কারণটাও খুব অদ্ভুত! এক পর্নোস্টারের সঙ্গে তাঁর একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি অর্চিতা ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। অর্চিতা লিখেছেন, ওই পর্নোস্টারের ‘আত্মবিশ্বাস, পেশাদারত্ব, সাফল্য’ তাকে মুগ্ধ করেছে। তাঁর কাছে থেকে ‘শেখার সুযোগ পেয়ে’ তিনি কৃতজ্ঞ।
তার এই পোস্ট ঘিরে তৈরি হয় বিস্ফোরণ। অনেকে ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি (এআই জেনারেটেড) বলে দাবি করছে। কিন্তু তাতে গুজব থেমে থাকেনি। কেউ কেউ বলছেন, একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে, যা নাকি অর্চিতার বলে দাবি করা হচ্ছে। অর্চিতা আমেরিকান পর্নো ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন—এমন কথাও বলছেন অনেকে।
রোমানিয়ান কণ্ঠশিল্পী কেট লিনের গানে দুর্দান্ত শাড়ি ট্রান্সফরমেশন রিল দিয়ে শুরু হয়েছিল অর্চিতার খ্যাতি। সেই ভিডিওতে আসে মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু এই নতুন আলোচনার ঢেউ অনেক বেশি শোরগোল তুলেছে।
এই ভাইরাল বিতর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও, ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় বার্তা পোস্ট করেন অর্চিতা, ‘একটা ফ্রেম, একটা মুহূর্ত...আর তাতেই নাম উঠে যাচ্ছে শিরোনামে, গুঞ্জনে, আলোচনায়। আমি কিছু স্বীকার করিনি, আবার অস্বীকারও করিনি। কেন? কারণ, আমি শিখেছি—নীরবতাও অনেক সময় জবাব দিতে পারে।’
তিনি আরও লেখেন, ‘কিছু সফর ব্যক্তিগত, কিছু সিদ্ধান্ত কৌশলগত। সব গল্প ক্যাপশনে বলা যায় না—সেগুলো অধ্যায়ে খুলে পড়তে হয়।’
সত্যি কি অর্চিতা পর্নো ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন? সেই ভাইরাল হওয়া ভিডিওতে যে মেয়েকে দেখা যাচ্ছে, তা কি তিনিই? নাকি সবটাই এআই-এর খেলা আর গুজবের বুনন? এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। কিন্তু অর্চিতা ফুকনের গল্প যে স্পষ্ট হয়ে উঠেছে, তাতে সন্দেহ নেই।
আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকন। অনলাইনে ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত। ভারতে সোশ্যাল মিডিয়া থেকে গুগল সার্চ—সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে চর্চা। কারণটাও খুব অদ্ভুত! এক পর্নোস্টারের সঙ্গে তাঁর একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি অর্চিতা ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। অর্চিতা লিখেছেন, ওই পর্নোস্টারের ‘আত্মবিশ্বাস, পেশাদারত্ব, সাফল্য’ তাকে মুগ্ধ করেছে। তাঁর কাছে থেকে ‘শেখার সুযোগ পেয়ে’ তিনি কৃতজ্ঞ।
তার এই পোস্ট ঘিরে তৈরি হয় বিস্ফোরণ। অনেকে ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি (এআই জেনারেটেড) বলে দাবি করছে। কিন্তু তাতে গুজব থেমে থাকেনি। কেউ কেউ বলছেন, একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে, যা নাকি অর্চিতার বলে দাবি করা হচ্ছে। অর্চিতা আমেরিকান পর্নো ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন—এমন কথাও বলছেন অনেকে।
রোমানিয়ান কণ্ঠশিল্পী কেট লিনের গানে দুর্দান্ত শাড়ি ট্রান্সফরমেশন রিল দিয়ে শুরু হয়েছিল অর্চিতার খ্যাতি। সেই ভিডিওতে আসে মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু এই নতুন আলোচনার ঢেউ অনেক বেশি শোরগোল তুলেছে।
এই ভাইরাল বিতর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও, ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় বার্তা পোস্ট করেন অর্চিতা, ‘একটা ফ্রেম, একটা মুহূর্ত...আর তাতেই নাম উঠে যাচ্ছে শিরোনামে, গুঞ্জনে, আলোচনায়। আমি কিছু স্বীকার করিনি, আবার অস্বীকারও করিনি। কেন? কারণ, আমি শিখেছি—নীরবতাও অনেক সময় জবাব দিতে পারে।’
তিনি আরও লেখেন, ‘কিছু সফর ব্যক্তিগত, কিছু সিদ্ধান্ত কৌশলগত। সব গল্প ক্যাপশনে বলা যায় না—সেগুলো অধ্যায়ে খুলে পড়তে হয়।’
সত্যি কি অর্চিতা পর্নো ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন? সেই ভাইরাল হওয়া ভিডিওতে যে মেয়েকে দেখা যাচ্ছে, তা কি তিনিই? নাকি সবটাই এআই-এর খেলা আর গুজবের বুনন? এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। কিন্তু অর্চিতা ফুকনের গল্প যে স্পষ্ট হয়ে উঠেছে, তাতে সন্দেহ নেই।
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
১ দিন আগেবিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৮ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
৯ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
১০ দিন আগে