অনলাইন ডেস্ক
আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকন। অনলাইনে ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত। ভারতে সোশ্যাল মিডিয়া থেকে গুগল সার্চ সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে চর্চা। কারণটাও খুব অদ্ভুত! এক পর্নস্টার-এর সঙ্গে তাঁর একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সম্প্রতি অর্চিতা ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। অর্চিতা লিখেছেন, ওই পর্নস্টারের ‘আত্মবিশ্বাস, পেশাদারিত্ব, সাফল্য’ তাকে মুগ্ধ করেছে। তাঁর কাছে থেকে ‘শেখার সুযোগ পেয়ে’ তিনি কৃতজ্ঞ।
তার এই পোস্ট ঘিরেই তৈরি হয় বিস্ফোরণ। অনেকে ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি(এআই জেনারেটেড) বলে দাবি করছে। কিন্তু তাতে গুজব থেমে থাকেনি। কেউ কেউ বলছেন, একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে, যা নাকি অর্চিতার বলে দাবি করা হচ্ছে। অর্চিতা আমেরিকান পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন— এমন কথাও বলছেন অনেকে।
রোমানিয়ান কণ্ঠশিল্পী কেট লিন-এর গানে দুর্দান্ত শাড়ি ট্রান্সফর্মেশন রিল দিয়ে শুরু হয়েছিল অর্চিতার খ্যাতি। সেই ভিডিওতে আসে মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু এই নতুন আলোচনার ঢেউ অনেক বেশি শোরগোল তুলেছে।
এই ভাইরাল বিতর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও, ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় বার্তা পোস্ট করেন অর্চিতা, ‘একটা ফ্রেম, একটা মুহূর্ত...আর তাতেই নাম উঠে যাচ্ছে শিরোনামে, গুঞ্জনে, আলোচনায়। আমি কিছু স্বীকার করিনি, আবার অস্বীকারও করিনি। কেন? কারণ আমি শিখেছি—নীরবতাও অনেক সময় জবাব দিতে পারে।’
তিনি আরও লেখেন, ‘কিছু সফর ব্যক্তিগত, কিছু সিদ্ধান্ত কৌশলগত। সব গল্প ক্যাপশনে বলা যায় না— সেগুলো অধ্যায়ে খুলে পড়তে হয়।’
সত্যি কি আর্চিকা পর্ন ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন? সেই ভাইরাল হওয়া ভিডিওতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সে কি তিনি-ই? না কি সবটাই এআই-এর খেলা আর গুজবের বুনন? এই প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। কিন্তু অর্চিতা ফুকনের গল্প যে স্পষ্ট হয়ে উঠেছে, তাতে সন্দেহ নেই।
আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকন। অনলাইনে ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত। ভারতে সোশ্যাল মিডিয়া থেকে গুগল সার্চ সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে চর্চা। কারণটাও খুব অদ্ভুত! এক পর্নস্টার-এর সঙ্গে তাঁর একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সম্প্রতি অর্চিতা ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। অর্চিতা লিখেছেন, ওই পর্নস্টারের ‘আত্মবিশ্বাস, পেশাদারিত্ব, সাফল্য’ তাকে মুগ্ধ করেছে। তাঁর কাছে থেকে ‘শেখার সুযোগ পেয়ে’ তিনি কৃতজ্ঞ।
তার এই পোস্ট ঘিরেই তৈরি হয় বিস্ফোরণ। অনেকে ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি(এআই জেনারেটেড) বলে দাবি করছে। কিন্তু তাতে গুজব থেমে থাকেনি। কেউ কেউ বলছেন, একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে, যা নাকি অর্চিতার বলে দাবি করা হচ্ছে। অর্চিতা আমেরিকান পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন— এমন কথাও বলছেন অনেকে।
রোমানিয়ান কণ্ঠশিল্পী কেট লিন-এর গানে দুর্দান্ত শাড়ি ট্রান্সফর্মেশন রিল দিয়ে শুরু হয়েছিল অর্চিতার খ্যাতি। সেই ভিডিওতে আসে মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু এই নতুন আলোচনার ঢেউ অনেক বেশি শোরগোল তুলেছে।
এই ভাইরাল বিতর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও, ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় বার্তা পোস্ট করেন অর্চিতা, ‘একটা ফ্রেম, একটা মুহূর্ত...আর তাতেই নাম উঠে যাচ্ছে শিরোনামে, গুঞ্জনে, আলোচনায়। আমি কিছু স্বীকার করিনি, আবার অস্বীকারও করিনি। কেন? কারণ আমি শিখেছি—নীরবতাও অনেক সময় জবাব দিতে পারে।’
তিনি আরও লেখেন, ‘কিছু সফর ব্যক্তিগত, কিছু সিদ্ধান্ত কৌশলগত। সব গল্প ক্যাপশনে বলা যায় না— সেগুলো অধ্যায়ে খুলে পড়তে হয়।’
সত্যি কি আর্চিকা পর্ন ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন? সেই ভাইরাল হওয়া ভিডিওতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সে কি তিনি-ই? না কি সবটাই এআই-এর খেলা আর গুজবের বুনন? এই প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। কিন্তু অর্চিতা ফুকনের গল্প যে স্পষ্ট হয়ে উঠেছে, তাতে সন্দেহ নেই।
জাপানি এক নারী হাসপাতালে গিয়েছিলেন জরায়ুর সমস্যা সমাধানে। চিকিৎসকেরা বললেন, তেমন কিছু না, লেজার সার্জারি করলেই ঠিক হয়ে যাবে। সব আনুষ্ঠানিকতা সেরে তিনি নিশ্চিন্তে অপারেশন টেবিলে শুয়ে পড়লেন। কিন্তু কে জানত, এই সার্জারিই তাঁর জীবনের সবচেয়ে ‘জ্বলন্ত’ অভিজ্ঞতা হয়ে উঠবে!
১৬ ঘণ্টা আগেকিছুদিন আগে জাপানের পবিত্র পাহাড় বলে পরিচিত মাউন্ট ফুজি থেকে এক চীনা শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। প্রথমবার উদ্ধারের চার দিন পর ঠিক একই জায়গা থেকে তাঁকে আবারও উদ্ধার করা হয়। কিন্তু এর কারণ কী? কারণ হলো, ওই চীনা শিক্ষার্থী ঘটনাস্থলে তাঁর হারানো ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধারের জন্য গিয়েছিলেন।
১ দিন আগেব্যাপক বৃষ্টিপাতের কারণে ভারতের হিমাচল প্রদেশে একের পর এক ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এরই মধ্যে প্রদেশটিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তবে প্রদেশটির মান্ডি জেলায় একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। জেলার একটি গ্রামে কুকুর সময়মতো ডাকতে—বলা ভালো কান্না—শুরু করায় প্রাণে রক্ষা..
৩ দিন আগেকাদামাক্কুডি মূলত ১৪টি দ্বীপের একটি শান্তিপূর্ণ গুচ্ছ, যা কোচি শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। জাতীয় মহাসড়ক ৬৬-এর পাশে অবস্থিত নিকটতম শহর ভারাপুঝা। এই দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে ভালিয়া কাদামাক্কুডি, মুরিক্কা, পালিয়াম থুরুথসহ আরও কিছু ছোট-বড় দ্বীপ। কাদামাক্কুডি বিখ্যাত এর নির্জন পরিবেশ...
৩ দিন আগে