Ajker Patrika

পর্নস্টারের সঙ্গে ছবি তুলে ভাইরাল কে এই ইনফ্লুয়েন্সার অর্চিতা

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৭: ০৯
অর্চিতা ফুকন। ছবি: সংগৃহীত
অর্চিতা ফুকন। ছবি: সংগৃহীত

আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকন। অনলাইনে ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত। ভারতে সোশ্যাল মিডিয়া থেকে গুগল সার্চ সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে চর্চা। কারণটাও খুব অদ্ভুত! এক পর্নস্টার-এর সঙ্গে তাঁর একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

সম্প্রতি অর্চিতা ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। অর্চিতা লিখেছেন, ওই পর্নস্টারের ‘আত্মবিশ্বাস, পেশাদারিত্ব, সাফল্য’ তাকে মুগ্ধ করেছে। তাঁর কাছে থেকে ‘শেখার সুযোগ পেয়ে’ তিনি কৃতজ্ঞ।

তার এই পোস্ট ঘিরেই তৈরি হয় বিস্ফোরণ। অনেকে ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি(এআই জেনারেটেড) বলে দাবি করছে। কিন্তু তাতে গুজব থেমে থাকেনি। কেউ কেউ বলছেন, একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে, যা নাকি অর্চিতার বলে দাবি করা হচ্ছে। অর্চিতা আমেরিকান পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন— এমন কথাও বলছেন অনেকে।

রোমানিয়ান কণ্ঠশিল্পী কেট লিন-এর গানে দুর্দান্ত শাড়ি ট্রান্সফর্মেশন রিল দিয়ে শুরু হয়েছিল অর্চিতার খ্যাতি। সেই ভিডিওতে আসে মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু এই নতুন আলোচনার ঢেউ অনেক বেশি শোরগোল তুলেছে।

এই ভাইরাল বিতর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও, ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় বার্তা পোস্ট করেন অর্চিতা, ‘একটা ফ্রেম, একটা মুহূর্ত...আর তাতেই নাম উঠে যাচ্ছে শিরোনামে, গুঞ্জনে, আলোচনায়। আমি কিছু স্বীকার করিনি, আবার অস্বীকারও করিনি। কেন? কারণ আমি শিখেছি—নীরবতাও অনেক সময় জবাব দিতে পারে।’

তিনি আরও লেখেন, ‘কিছু সফর ব্যক্তিগত, কিছু সিদ্ধান্ত কৌশলগত। সব গল্প ক্যাপশনে বলা যায় না— সেগুলো অধ্যায়ে খুলে পড়তে হয়।’

সত্যি কি আর্চিকা পর্ন ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন? সেই ভাইরাল হওয়া ভিডিওতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সে কি তিনি-ই? না কি সবটাই এআই-এর খেলা আর গুজবের বুনন? এই প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। কিন্তু অর্চিতা ফুকনের গল্প যে স্পষ্ট হয়ে উঠেছে, তাতে সন্দেহ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত