Ajker Patrika

ডাইনোসরদের সঙ্গে ‘হারিয়ে যাওয়া’ প্রাণী এখনো ঘুরে বেড়াচ্ছে সাগরে

ডাইনোসরদের সঙ্গে ‘হারিয়ে যাওয়া’ প্রাণী এখনো ঘুরে বেড়াচ্ছে সাগরে

বিজ্ঞানীরা এক সময় ভেবেছিলেন আজ থেকে সাড়ে ছয় কোটি বছর আগে ডাইনোসরদের সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়েছে সিলিকান্থ মাছেরাও। কেবল মাত্র ফসিলই পাওয়া যাচ্ছিল। তারপরই ১৯৩৮ সালে জেলেদের জালে আটকে মারা যাওয়া একটি সিলিকান্থ মাছ পাওয়া গেল। আর তাতেই নিশ্চিত হলো মাছটি পৃথিবী থেকে হারিয়ে যায়নি।

ঘটনাটা ১৯৩৮ সালের। দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন জাদুঘরের কিউরেটর ছিলেন ২৪ বছর বয়স্ক এক নারী, কোর্টনি লাটিমার। তাঁর কাজের অংশ হিসেবেই কোনো জেলের থেকে যদি খোঁজ পেতেন তাঁদের জালে অস্বাভাবিক কিছু ধরা পড়েছে, প্রাণীটার পরিচয় জানতে হাজির হয়ে যেতেন ঘাটে। ঠিক তেমনি একটি খবর পেলেন লাটিমার ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর, ক্যাপ্টেন হনড্রিক গুজেনের কাছ থেকে। মাছটির আকৃতি এবং রং চমকে দিয়েছিল তাঁদের।

জার্মানিতে একটি প্রদর্শনীতে দেখানোর জন্য তৈরি করা সিলিকান্থের মডেল। ছবি: এএফপিতরুণী কিউরেটরের প্রথমেই নজর কাড়ে একটি ফিন বা ডানার দিকে, যেটিকে তাঁর অনিন্দ্যসুন্দর এক চীনা অলংকারের মতো মনে হয়েছে। তা ছাড়া শরীরে জমা হওয়া আঠালো পদার্থের প্রলেপও একে অন্যরকম এক সৌন্দর্য দিয়েছিল। তারপর থেকে আবার এর শরীর থেকে বের হওয়া রুপালি, নীল, সবুজ জেল্লা নিশ্চিত করে দিল এটি মোটেই সাধারণ কোনো প্রাণী নয়। তাঁর প্রথম কাজ ছিল একটা গাড়িচালককে রাজি করিয়ে পাঁচ ফুটি মৃত মাছটিকে জাদুঘরে নিয়ে যাওয়া।

তবে জাদুঘরে পৌঁছে হতাশই হতে হলো তাঁকে। রেফারেন্স বইগুলোতে এর সঙ্গে মেলে এমন কিছুর উপস্থিত শনাক্ত করতে ব্যর্থ হন। এদিকে জাদুঘরের চেয়ারম্যান এই আবিষ্কারকে সাগরের পাথুরে এলাকায় বাস করা সাধারণ কোনো মাছের বেশি কিছু মানতে নারাজ।

তবে নিজের বিশ্বাসে অটল লাটিমার মাছটির একটি আঁকা ছবি তাঁর বন্ধু রোডস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও শখের মৎস্য বিজ্ঞানী জেএলবি স্মিথকে পাঠান। স্মিথ পরে স্মৃতিচারণা করেন, ‘এটা দেখেই আমার মনে হলো যেন মাথায় একটা বোমা ফেটেছে’।

১৯৩৮ সালের আগ পর্যন্ত ভাবা হতো সিলিকান্থ মাছ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। ছবি: ফেসবুকআর স্মিথের সাহায্যেই শেষমেশ নিশ্চিত হওয়া গেল রহস্যময় মাছটি আর কিছু নয়, প্রাগৈতিহাসিক প্রাণী সিলিকান্থ, যেটা অন্তত ছয় কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল।

গভীর সাগরের এই মাছ বিচরণ করতে পারে সাগরপৃষ্ঠের ২ হাজার ৩০০ মিটার নিচেও। দৈর্ঘ্যে পৌঁছাতে পারে সাড়ে ছয় ফুট পর্যন্ত, ওজন সর্বোচ্চ ১৯৮ পাউন্ড।

 ‘জীবন্ত ফসিল’ নামে পরিচিতি পাওয়া এই মাছেদের একটি বড় বৈশিষ্ট্য শরীরের বাইরের দিকে বেরিয়ে থাকা পাখনাদুটি। অবশ্য এদের শরীরে ফিন থাকে মোট চার জোড়া। এরা মুখটা বড় শিকার ধরার জন্য অনেকটুকু প্রসারিত করতে পারে। মেরুদণ্ড হিসেবে কাজ করে তেল সমৃদ্ধ একটি টিউব। এদের শরীরের আঁশ বেশ পুরু।

গভীর সাগরে বাস এই মাছদের। ছবি: ফেসবুকএদিকে বিজ্ঞানীদের গবেষণায় সিলিকান্থদের সম্পর্ক বেরিয়ে আসছে আরও নানা চমকপ্রদ তথ্য। যেমন এখন জানা গিয়েছে, আগে যা ভাবা হতো এর পাঁচ গুণ অর্থাৎ এক শ বছরের মতো বাঁচে এরা। এদের গর্ভধারণ কালও চমকে দেওয়ার মতো, পাঁচ বছর। এর দুটি প্রজাতির একটি আফ্রিকার পূর্ব উপকূলে এবং অপরটি ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে বিচরণে করে বলে জানা গেছে।

এদিকে সংরক্ষণ ও পরিবেশ বিজ্ঞান নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ প্ল্যাটফর্ম মোংগাবের সূত্রে জানা যায়, গত দশকগুলোতে সিলিকান্থ দেখা যাওয়ার বা ধরা পড়ার কারণ সাগরের মাছ শিকারিরা। এমনকি ১৯৩৮ সালে সেই সিলিকান্থটিরও খোঁজ মেলে মাদাগাস্কার দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলের গভীর জলে, জেলেদের জালে আটকে যাওয়ায়।

২০০৭ সালে উত্তর সুলাওয়েসিতে একটি মৃত সিলিকান্থ মাছ পর্যবেক্ষণ করছেন গবেষকেরা। ছবি: এএফপিহাঙরের ফিন বা পাখনা এবং তেলের প্রতি শিকারিদের আগ্রহ তাদের গভীর জলে মাছ শিকারে উৎসাহী করছে। এতে দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া, কমোরোস দ্বীপের উপকূলে নানা ধরনের আশ্চর্য প্রজাতির প্রাণী আবিষ্কার হচ্ছে। এ ধরনের প্রজাতির প্রাণীরা সাগরে তলের বিভিন্ন গভীর গিরিখাদের জলে বাস করে। অনেকেই সিলিকান্থকে চার পায়ের প্রাণীদের থেকে বিবর্তনের ধারায় মাছে পরিণত হওয়ার প্রথম ধাপগুলোর একটি বলে মনে করেন। ৪২ কোটি বছর আগেও এই মাছেদের অস্তিত্ব ছিল বলে অনুমান করা হয়।

এদিকে এক গবেষণা থেকে জানা যায় ২০২০ সালের মে পর্যন্ত ৩৩৪টি সিলিকান্থ ধরা পড়ার রেকর্ড আছে। মাছটিকে এখন চরম সংকটাপন্ন হিসেবে বিবেচনা করা হয়। বড় ধরনের জাল দিয়ে গভীর সাগরে শিকার অব্যাহত থাকলে সিলিকান্থ মাছেরা সত্যি সত্যি পৃথিবীর সাগর থেকে হারিয়ে যাওয়া অসম্ভব নয়।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক, রয়টার্স, বিবিসি সায়েন্স ফোকাস, ইন্ডিয়ান এক্সপ্রেস, এল দেট ইন্টারেস্টিং

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত