অনলাইন ডেস্ক
আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আইবিএম। এ প্রতিষ্ঠানেরই যুক্তরাজ্য শাখার জ্যেষ্ঠ আইটি কর্মী ইয়ান ক্লিফোর্ড। ২০০৮ সাল থেকেই অসুস্থতাজণিত কারণে ছুটি কাটাচ্ছেন তিনি। দীর্ঘ ছুটিতে থাকলেও বেতন-ভাতা ঠিকই পাচ্ছেন নিয়মিত। তারপরও বেতন বাড়েনি বলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
রোববার টেলিগ্রাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, গত ১৫ বছর ধরে অসুস্থতার কারণে ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছেন আইবিএম কর্মী ইয়ান। লিংকডিন প্রোফাইল বলছে, ২০১৩ সাল থেকেই ‘মেডিক্যাল অবসর’ যাপন করছেন তিনি।
এ অবস্থায় কোম্পানির বিরুদ্ধে অক্ষমতার কারণে বৈষম্যের অভিযোগ তুলে মামলা করেছেন ইয়ান। অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে তাঁর এক ডলারও বেতন বাড়েনি।
আইবিএম কোম্পানির একটি স্বাস্থ্য বিষয়ক নীতির আওতায় কোনো কাজ না করেও বছরে ৫৪ হাজার পাউন্ড করে বেতন পাচ্ছিলেন ইয়ান। বাংলাদেশি মুদ্রায় যা ৭২ লাখেরও বেশি টাকা।
কোম্পানির নীতি অনুযায়ী-৬৫ বছর বয়স পর্যন্ত নিয়মিত এই বেতন পাবেন ইয়ান। কিন্তু মামলার পক্ষে তিনি যুক্তি দেখিয়েছেন, কোম্পানির এই নীতিটি মোটেও উদার নয়। কারণ বছর বছর মূল্যস্ফীতির কারণে মুদ্রার মান কমছে। ফলে একই বেতন পাওয়ার তাঁর পরিবারের ক্রয় ক্ষমতাও কমছে।
লন্ডনের কিংস কলেজে পড়াশোনা শেষ করে ২০০০ সালে লোটাস ডেভেলপমেন্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেছিলেন ইয়ান ক্লিফোর্ড। পরে ওই প্রতিষ্ঠানটি কিনে নিয়েছিল বহুজাতিক আইবিএম কোম্পানি।
আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আইবিএম। এ প্রতিষ্ঠানেরই যুক্তরাজ্য শাখার জ্যেষ্ঠ আইটি কর্মী ইয়ান ক্লিফোর্ড। ২০০৮ সাল থেকেই অসুস্থতাজণিত কারণে ছুটি কাটাচ্ছেন তিনি। দীর্ঘ ছুটিতে থাকলেও বেতন-ভাতা ঠিকই পাচ্ছেন নিয়মিত। তারপরও বেতন বাড়েনি বলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
রোববার টেলিগ্রাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, গত ১৫ বছর ধরে অসুস্থতার কারণে ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছেন আইবিএম কর্মী ইয়ান। লিংকডিন প্রোফাইল বলছে, ২০১৩ সাল থেকেই ‘মেডিক্যাল অবসর’ যাপন করছেন তিনি।
এ অবস্থায় কোম্পানির বিরুদ্ধে অক্ষমতার কারণে বৈষম্যের অভিযোগ তুলে মামলা করেছেন ইয়ান। অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে তাঁর এক ডলারও বেতন বাড়েনি।
আইবিএম কোম্পানির একটি স্বাস্থ্য বিষয়ক নীতির আওতায় কোনো কাজ না করেও বছরে ৫৪ হাজার পাউন্ড করে বেতন পাচ্ছিলেন ইয়ান। বাংলাদেশি মুদ্রায় যা ৭২ লাখেরও বেশি টাকা।
কোম্পানির নীতি অনুযায়ী-৬৫ বছর বয়স পর্যন্ত নিয়মিত এই বেতন পাবেন ইয়ান। কিন্তু মামলার পক্ষে তিনি যুক্তি দেখিয়েছেন, কোম্পানির এই নীতিটি মোটেও উদার নয়। কারণ বছর বছর মূল্যস্ফীতির কারণে মুদ্রার মান কমছে। ফলে একই বেতন পাওয়ার তাঁর পরিবারের ক্রয় ক্ষমতাও কমছে।
লন্ডনের কিংস কলেজে পড়াশোনা শেষ করে ২০০০ সালে লোটাস ডেভেলপমেন্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেছিলেন ইয়ান ক্লিফোর্ড। পরে ওই প্রতিষ্ঠানটি কিনে নিয়েছিল বহুজাতিক আইবিএম কোম্পানি।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৬ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২১ দিন আগে