আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আইবিএম। এ প্রতিষ্ঠানেরই যুক্তরাজ্য শাখার জ্যেষ্ঠ আইটি কর্মী ইয়ান ক্লিফোর্ড। ২০০৮ সাল থেকেই অসুস্থতাজণিত কারণে ছুটি কাটাচ্ছেন তিনি। দীর্ঘ ছুটিতে থাকলেও বেতন-ভাতা ঠিকই পাচ্ছেন নিয়মিত। তারপরও বেতন বাড়েনি বলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
রোববার টেলিগ্রাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, গত ১৫ বছর ধরে অসুস্থতার কারণে ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছেন আইবিএম কর্মী ইয়ান। লিংকডিন প্রোফাইল বলছে, ২০১৩ সাল থেকেই ‘মেডিক্যাল অবসর’ যাপন করছেন তিনি।
এ অবস্থায় কোম্পানির বিরুদ্ধে অক্ষমতার কারণে বৈষম্যের অভিযোগ তুলে মামলা করেছেন ইয়ান। অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে তাঁর এক ডলারও বেতন বাড়েনি।
আইবিএম কোম্পানির একটি স্বাস্থ্য বিষয়ক নীতির আওতায় কোনো কাজ না করেও বছরে ৫৪ হাজার পাউন্ড করে বেতন পাচ্ছিলেন ইয়ান। বাংলাদেশি মুদ্রায় যা ৭২ লাখেরও বেশি টাকা।
কোম্পানির নীতি অনুযায়ী-৬৫ বছর বয়স পর্যন্ত নিয়মিত এই বেতন পাবেন ইয়ান। কিন্তু মামলার পক্ষে তিনি যুক্তি দেখিয়েছেন, কোম্পানির এই নীতিটি মোটেও উদার নয়। কারণ বছর বছর মূল্যস্ফীতির কারণে মুদ্রার মান কমছে। ফলে একই বেতন পাওয়ার তাঁর পরিবারের ক্রয় ক্ষমতাও কমছে।
লন্ডনের কিংস কলেজে পড়াশোনা শেষ করে ২০০০ সালে লোটাস ডেভেলপমেন্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেছিলেন ইয়ান ক্লিফোর্ড। পরে ওই প্রতিষ্ঠানটি কিনে নিয়েছিল বহুজাতিক আইবিএম কোম্পানি।
আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আইবিএম। এ প্রতিষ্ঠানেরই যুক্তরাজ্য শাখার জ্যেষ্ঠ আইটি কর্মী ইয়ান ক্লিফোর্ড। ২০০৮ সাল থেকেই অসুস্থতাজণিত কারণে ছুটি কাটাচ্ছেন তিনি। দীর্ঘ ছুটিতে থাকলেও বেতন-ভাতা ঠিকই পাচ্ছেন নিয়মিত। তারপরও বেতন বাড়েনি বলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
রোববার টেলিগ্রাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, গত ১৫ বছর ধরে অসুস্থতার কারণে ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছেন আইবিএম কর্মী ইয়ান। লিংকডিন প্রোফাইল বলছে, ২০১৩ সাল থেকেই ‘মেডিক্যাল অবসর’ যাপন করছেন তিনি।
এ অবস্থায় কোম্পানির বিরুদ্ধে অক্ষমতার কারণে বৈষম্যের অভিযোগ তুলে মামলা করেছেন ইয়ান। অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে তাঁর এক ডলারও বেতন বাড়েনি।
আইবিএম কোম্পানির একটি স্বাস্থ্য বিষয়ক নীতির আওতায় কোনো কাজ না করেও বছরে ৫৪ হাজার পাউন্ড করে বেতন পাচ্ছিলেন ইয়ান। বাংলাদেশি মুদ্রায় যা ৭২ লাখেরও বেশি টাকা।
কোম্পানির নীতি অনুযায়ী-৬৫ বছর বয়স পর্যন্ত নিয়মিত এই বেতন পাবেন ইয়ান। কিন্তু মামলার পক্ষে তিনি যুক্তি দেখিয়েছেন, কোম্পানির এই নীতিটি মোটেও উদার নয়। কারণ বছর বছর মূল্যস্ফীতির কারণে মুদ্রার মান কমছে। ফলে একই বেতন পাওয়ার তাঁর পরিবারের ক্রয় ক্ষমতাও কমছে।
লন্ডনের কিংস কলেজে পড়াশোনা শেষ করে ২০০০ সালে লোটাস ডেভেলপমেন্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেছিলেন ইয়ান ক্লিফোর্ড। পরে ওই প্রতিষ্ঠানটি কিনে নিয়েছিল বহুজাতিক আইবিএম কোম্পানি।
চীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে ঘটেছে এক আজব দুর্ঘটনা। বাগানে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে একটি পাথরে বসেছিলেন ৭২ বছর বয়সী এক নারী। বসতেই গরমের আঁচ টের পেলেন খুব ভালোমতো! মাত্র ১০ সেকেন্ডেই তাঁর নিতম্ব পুড়ে গেল। যেনতেন পোড়া নয়, রীতিমতো ‘থার্ড ডিগ্রি বার্ন।’ এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
১ দিন আগেসাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৩ দিন আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
৩ দিন আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
৪ দিন আগে