জাহীদ রেজা নূর
কিছু নির্দোষ রুশ রাজনৈতিক চুটকি থাকল আজ। রাজনীতি এবং রাজনীতিবিদদের নিয়ে নির্মম সব মজা করতে পারে রুশ দেশের নাগরিকেরা। নিজেদের অসহায়ত্ব আর বোকামিকেও ছাড় দেয় না তারা। সে রকমই কয়েকটি কৌতুকের সঙ্গে পরিচিত হতে পারেন আপনারা।
১.
আমলারা যখন চুরি করে আর ঘুষ খায়, সেটাকে মূল সমস্যা বলে মনে করা ঠিক হবে না। সমস্যার শুরু হয় তখন, যখন আমলারা চুরি করা আর ঘুষ খাওয়া ছাড়া আর কোনো কাজই করতে পারে না।
২.
বড় এক আমলার বাড়িতে মা উপদেশ দিচ্ছেন তাঁর সন্তানকে:
‘হাত সবসময় পরিস্কার রাখা উচিত। এ কারণেই কিছু খাওয়ার আগে, আর ঘুষ খাওয়ার পরে হাত পরিষ্কার রাখতে হয়।
৩.
সরকারি গোয়েন্দা সংস্থায় গোপন টেলিফোন চালু হয়েছে। যিনি ফোন করবেন, তাঁর নাম–পরিচয় কেউ জানতে পারবে না, গোপন থাকবে।
গোপন কোনো দুর্নীতির খবর দেওয়ার জন্য ফোন করেছেন একজন। ফিসফিস করে জিজ্ঞেস করছেন, ‘আমি কি নাম–পরিচয় গোপন রেখে গোয়েন্দা সংস্থার এই ফোনে কথা বলতে পারি?’
‘নিশ্চয়ই পারেন, জনসেবা মন্ত্রণালয়ের উপসচিব জনাব মিখাইল মিখাইলোভিচ!’
৪.
গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদন পড়ছেন কেজিবির পরিচালক। একপর্যায়ে তিনি পুতিনকে বলছেন:
‘ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন, অজ্ঞাতনামা কিছু মানুষ বিরোধী দলীয় নেতা জুগানভকে হত্যার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু তাঁকে হত্যা করতে পারেনি। এর পর তারা লুকিয়ে পড়েছে। আমরা এখন এ বিষয়ে কী করতে পারি?’
পুতিনের উত্তর, ‘ওই অজ্ঞাতনামা মানুষগুলোকে গোয়েন্দা সংস্থা থেকে বের করে দাও। ওদের আর চাকরি নেই। আর জুগানভের ওপর অপারেশনের পুনরাবৃত্তি করো!’
৫.
ছেলেবেলার প্রবাদবাক্য ছিল এ রকম—‘যতক্ষণ খাব, ততক্ষণ কথা বলব না, কিছু শুনব না।’ এখন এটা রাষ্ট্রীয় খাওয়া–খাওয়ির মূলমন্ত্র।
৬.
দয়ালু পুতিনকে ভালোবাসতে পারছেন না? তাহলে আপনার সামনে খোলা আছে আর মাত্র একটাই পথ—রাগি পুতিনকে ভালোবাসুন।
৭.
‘ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন, রাজনীতিতে আপনার এই দীর্ঘসময় সক্রিয় থাকার রহস্য কী?’
‘রহস্য আর কিছু নয়, ভেড়া!’
‘বলেন কী! ভেড়া! নিজের রাজনৈতিক ক্যারিয়ার ঠিক রাখার জন্য ভেড়া কীভাবে আপনাকে সাহায্য করে?’
‘আমি যা–ই করি না কেন, ভেড়ার পাল আমাকেই ভোট দেবে।’
৮.
আপনি যদি জানতে চান—সংকটের সমাধান হয়েছে, তাহলে টেলিভিশনে সে খবর শুনে নিলেই হবে। আর যদি সত্যিই বুঝতে চান সংকটের স্বরূপ, তাহলে দয়া করে টেলিভিশন বন্ধ রাখুন। এমনিতেই তা বুঝতে পারবেন।
৯.
যদি সত্যিই বিশ্বাস করতে হয় যে, পৃথিবীতে জ্ঞানী মানুষের চেয়ে বোকা মানুষই বেশি, তাহলে গণতন্ত্র এবং সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠানের ঘটনাকে আজব ঘটনা বলেই মনে হবে।
১০.
পুতিন যখন দেশের অর্থনীতিকে ওপরে তুলে আনলেন, তখন তা তিনি কোথায় নিয়ে রাখলেন?
১১.
‘পুতিনকে যদি স্কুলের হেডমাস্টার বানানো হয়, তাহলে কী হবে?’
‘তাহলে ঘণ্টা–টণ্টা পড়বে না, টিফিন পিরিয়ড থাকবে না। একটাই ক্লাস চলবে দিনের পর দিন…।’
আরও পড়ুন
কিছু নির্দোষ রুশ রাজনৈতিক চুটকি থাকল আজ। রাজনীতি এবং রাজনীতিবিদদের নিয়ে নির্মম সব মজা করতে পারে রুশ দেশের নাগরিকেরা। নিজেদের অসহায়ত্ব আর বোকামিকেও ছাড় দেয় না তারা। সে রকমই কয়েকটি কৌতুকের সঙ্গে পরিচিত হতে পারেন আপনারা।
১.
আমলারা যখন চুরি করে আর ঘুষ খায়, সেটাকে মূল সমস্যা বলে মনে করা ঠিক হবে না। সমস্যার শুরু হয় তখন, যখন আমলারা চুরি করা আর ঘুষ খাওয়া ছাড়া আর কোনো কাজই করতে পারে না।
২.
বড় এক আমলার বাড়িতে মা উপদেশ দিচ্ছেন তাঁর সন্তানকে:
‘হাত সবসময় পরিস্কার রাখা উচিত। এ কারণেই কিছু খাওয়ার আগে, আর ঘুষ খাওয়ার পরে হাত পরিষ্কার রাখতে হয়।
৩.
সরকারি গোয়েন্দা সংস্থায় গোপন টেলিফোন চালু হয়েছে। যিনি ফোন করবেন, তাঁর নাম–পরিচয় কেউ জানতে পারবে না, গোপন থাকবে।
গোপন কোনো দুর্নীতির খবর দেওয়ার জন্য ফোন করেছেন একজন। ফিসফিস করে জিজ্ঞেস করছেন, ‘আমি কি নাম–পরিচয় গোপন রেখে গোয়েন্দা সংস্থার এই ফোনে কথা বলতে পারি?’
‘নিশ্চয়ই পারেন, জনসেবা মন্ত্রণালয়ের উপসচিব জনাব মিখাইল মিখাইলোভিচ!’
৪.
গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদন পড়ছেন কেজিবির পরিচালক। একপর্যায়ে তিনি পুতিনকে বলছেন:
‘ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন, অজ্ঞাতনামা কিছু মানুষ বিরোধী দলীয় নেতা জুগানভকে হত্যার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু তাঁকে হত্যা করতে পারেনি। এর পর তারা লুকিয়ে পড়েছে। আমরা এখন এ বিষয়ে কী করতে পারি?’
পুতিনের উত্তর, ‘ওই অজ্ঞাতনামা মানুষগুলোকে গোয়েন্দা সংস্থা থেকে বের করে দাও। ওদের আর চাকরি নেই। আর জুগানভের ওপর অপারেশনের পুনরাবৃত্তি করো!’
৫.
ছেলেবেলার প্রবাদবাক্য ছিল এ রকম—‘যতক্ষণ খাব, ততক্ষণ কথা বলব না, কিছু শুনব না।’ এখন এটা রাষ্ট্রীয় খাওয়া–খাওয়ির মূলমন্ত্র।
৬.
দয়ালু পুতিনকে ভালোবাসতে পারছেন না? তাহলে আপনার সামনে খোলা আছে আর মাত্র একটাই পথ—রাগি পুতিনকে ভালোবাসুন।
৭.
‘ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন, রাজনীতিতে আপনার এই দীর্ঘসময় সক্রিয় থাকার রহস্য কী?’
‘রহস্য আর কিছু নয়, ভেড়া!’
‘বলেন কী! ভেড়া! নিজের রাজনৈতিক ক্যারিয়ার ঠিক রাখার জন্য ভেড়া কীভাবে আপনাকে সাহায্য করে?’
‘আমি যা–ই করি না কেন, ভেড়ার পাল আমাকেই ভোট দেবে।’
৮.
আপনি যদি জানতে চান—সংকটের সমাধান হয়েছে, তাহলে টেলিভিশনে সে খবর শুনে নিলেই হবে। আর যদি সত্যিই বুঝতে চান সংকটের স্বরূপ, তাহলে দয়া করে টেলিভিশন বন্ধ রাখুন। এমনিতেই তা বুঝতে পারবেন।
৯.
যদি সত্যিই বিশ্বাস করতে হয় যে, পৃথিবীতে জ্ঞানী মানুষের চেয়ে বোকা মানুষই বেশি, তাহলে গণতন্ত্র এবং সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠানের ঘটনাকে আজব ঘটনা বলেই মনে হবে।
১০.
পুতিন যখন দেশের অর্থনীতিকে ওপরে তুলে আনলেন, তখন তা তিনি কোথায় নিয়ে রাখলেন?
১১.
‘পুতিনকে যদি স্কুলের হেডমাস্টার বানানো হয়, তাহলে কী হবে?’
‘তাহলে ঘণ্টা–টণ্টা পড়বে না, টিফিন পিরিয়ড থাকবে না। একটাই ক্লাস চলবে দিনের পর দিন…।’
আরও পড়ুন
‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
৮ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১৬ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৪ দিন আগে