সাপ প্রাণীটিকে অনেকেই বেশ ভয় পান। বিশেষ করে নারীদের মধ্যে সাপভীতিটা তুলনামূলক বেশি। আপনি যদি ওই দলে পড়েন তাহলে অস্ট্রেলিয়ার এক নারীকে যে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল শুনলে নিঃসন্দেহ চমকে উঠবেন। মেলবোর্নের বাইরে একটি সড়কে ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর সময় ওই নারী গাড়ির ভেতরে আবিষ্কার করেন ভয়ংকর বিষধর একটি টাইগার স্নেক। তারপর?
গত শনিবার মনাশ ফ্রিওয়ের পাশে একটি নারী গাড়ি থামানোর চেষ্টা করছেন বলে খবর পায় পুলিশ। সাহায্যে এগিয়ে আসে তারা। নারীটি পুলিশকে জানান, তিনি ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তার পায়ের ওপর কিছু অনুভব করেন। নিচে তাকিয়ে দেখেন একটি টাইগার স্নেক পা বেয়ে উঠছে। এখানে জানিয়ে রাখা ভালো টাইগার স্নেক বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ।
ভিক্টোরিয়া পুলিশের এক বিবৃতির সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘অবিশ্বাস্যভাবে, তিনি সাপটিকে তার কাছ থেকে সরিয়ে ফেলতে সক্ষম হন। তারপর যানবাহনের ভিড়ের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে নিরাপদে গাড়ি পার্ক করেন।’ সাপটি তাকে কামড় দেয়নি এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পরবর্তীতে প্যারামেডিকরা তাঁকে পরীক্ষা করেন।
অস্ট্রেলিয়া তার বিপজ্জনক সব প্রাণীর জন্য বিখ্যাত। যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির হাঙর, সাপ এবং বিশ্বের সবচেয়ে বিষাক্ত দুটি মাকড়সা প্রজাতি। অক্টোবর মাসে, স্নোয়ি মাউন্টেনে প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর একজন হাইকারের খোঁজ পাওয়া যায়। সাপের কামড় খাওয়া সত্ত্বেও বেঁচে যান তিনি।
মেলবোর্ন স্নেক কন্ট্রোলের টিম ন্যানিঙ্গা সাপটি ধরতে এবং স্থানান্তর করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সিএনএনের সহযোগী নাইন নিউজকে তিনি বলেন, ‘মেলবোর্নের ওই নারী অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন। কীভাবে তিনি রাস্তা থেকে সরে গিয়ে নিরাপদে গাড়ি পার্ক করেছেন, তা একটি অলৌকিক ঘটনা।’
‘সাধারণত, সাপ যখন গাড়িতে প্রবেশ করে, তারা একটি আরামদায়ক লুকানোর জায়গা খুঁজে নেয়। দিনের পর দিন সেখানে লুকিয়ে থাকে। কিন্তু আমরা সৌভাগ্যবান ছিলাম যে সাপটি বেরিয়ে এসেছি। এবং পরে পেছনের দিকে চলে যায়।’ তিনি উল্লেখ করেন।
নাইন নিউজ জানিয়েছে, মেলবোর্নের সাম্প্রতিক গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া সাপগুলোকে খাল এবং নদীর তীর থেকে বের করে আনছে।
সাপ প্রাণীটিকে অনেকেই বেশ ভয় পান। বিশেষ করে নারীদের মধ্যে সাপভীতিটা তুলনামূলক বেশি। আপনি যদি ওই দলে পড়েন তাহলে অস্ট্রেলিয়ার এক নারীকে যে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল শুনলে নিঃসন্দেহ চমকে উঠবেন। মেলবোর্নের বাইরে একটি সড়কে ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর সময় ওই নারী গাড়ির ভেতরে আবিষ্কার করেন ভয়ংকর বিষধর একটি টাইগার স্নেক। তারপর?
গত শনিবার মনাশ ফ্রিওয়ের পাশে একটি নারী গাড়ি থামানোর চেষ্টা করছেন বলে খবর পায় পুলিশ। সাহায্যে এগিয়ে আসে তারা। নারীটি পুলিশকে জানান, তিনি ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তার পায়ের ওপর কিছু অনুভব করেন। নিচে তাকিয়ে দেখেন একটি টাইগার স্নেক পা বেয়ে উঠছে। এখানে জানিয়ে রাখা ভালো টাইগার স্নেক বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ।
ভিক্টোরিয়া পুলিশের এক বিবৃতির সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘অবিশ্বাস্যভাবে, তিনি সাপটিকে তার কাছ থেকে সরিয়ে ফেলতে সক্ষম হন। তারপর যানবাহনের ভিড়ের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে নিরাপদে গাড়ি পার্ক করেন।’ সাপটি তাকে কামড় দেয়নি এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পরবর্তীতে প্যারামেডিকরা তাঁকে পরীক্ষা করেন।
অস্ট্রেলিয়া তার বিপজ্জনক সব প্রাণীর জন্য বিখ্যাত। যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির হাঙর, সাপ এবং বিশ্বের সবচেয়ে বিষাক্ত দুটি মাকড়সা প্রজাতি। অক্টোবর মাসে, স্নোয়ি মাউন্টেনে প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর একজন হাইকারের খোঁজ পাওয়া যায়। সাপের কামড় খাওয়া সত্ত্বেও বেঁচে যান তিনি।
মেলবোর্ন স্নেক কন্ট্রোলের টিম ন্যানিঙ্গা সাপটি ধরতে এবং স্থানান্তর করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সিএনএনের সহযোগী নাইন নিউজকে তিনি বলেন, ‘মেলবোর্নের ওই নারী অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন। কীভাবে তিনি রাস্তা থেকে সরে গিয়ে নিরাপদে গাড়ি পার্ক করেছেন, তা একটি অলৌকিক ঘটনা।’
‘সাধারণত, সাপ যখন গাড়িতে প্রবেশ করে, তারা একটি আরামদায়ক লুকানোর জায়গা খুঁজে নেয়। দিনের পর দিন সেখানে লুকিয়ে থাকে। কিন্তু আমরা সৌভাগ্যবান ছিলাম যে সাপটি বেরিয়ে এসেছি। এবং পরে পেছনের দিকে চলে যায়।’ তিনি উল্লেখ করেন।
নাইন নিউজ জানিয়েছে, মেলবোর্নের সাম্প্রতিক গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া সাপগুলোকে খাল এবং নদীর তীর থেকে বের করে আনছে।
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
১৩ ঘণ্টা আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
১ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৪ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৫ দিন আগে