ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি মন্দিরে আচার–অনুষ্ঠানের জন্য একটি যান্ত্রিক হাতি স্থাপন করেছে। ত্রিশুর জেলার ইরিঞ্জাদাপ্পিলি শ্রীকৃষ্ণ মন্দিরের কর্তৃপক্ষের উদ্যোগটি যেকোনো উৎসবের জন্য জীবন্ত প্রাণীর ব্যবহার বন্ধ করার অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পিপল ফর ইথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস (পিইটিএ) ইন্ডিয়া এবং অভিনেত্রী পার্বতী থিরুভোথু মন্দিরে এই রোবোটিক হাতি দান করেছে। ‘নিষ্ঠুরতামুক্ত’ পূজা–অর্চনায় এ হাতি কাজে দেবে বলে আশা করছেন তাঁরা।
কেরালার বিভিন্ন মন্দিরে পূজা–অর্চনায় অন্তত ২ হাজার ৫০০ হাতি ব্যবহার করা হয়। যা প্রদেশটির মোট হাতির প্রায় পঞ্চমাংশ।
বছরের পর বছর ধরে প্রাণীকল্যাণ কর্মীরা এসব হাতির চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রাণী অধিকার সংক্রান্ত গবেষণা কেন্দ্র গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবর স্তন্যপায়ী প্রাণীর বর্ধিত মৃত্যুহার সম্পর্কে চিঠি লিখে বলেছে, কেরালায় ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ১৩৮টি বন্দী হাতি মারা গেছে।
সোমবার জারি করা এক বিবৃতিতে পিইটিএ বলেছে, উৎসবগুলোর সময় হাতিগুলোকে চরম উচ্চশব্দে বশীভূত করা হয়–যা নিষ্ঠুর। এ ছাড়া রাজ্যের সমস্ত মন্দিরে রোবোটিক হাতি ব্যবহারের আহ্বান জানিয়েছে তাঁরা।
সংস্থাটি যোগ করেছে, প্রাণীদের অপব্যবহার বন্ধ ও তাঁদের স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার জন্য আরও শক্তিশালী এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় এখনই।
ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের মতে, পিইটিএ দ্বারা দান করা হাতির মডেলটি ১১ ফুট (৩.৩ মিটার) লম্বা, ওজন ৮০০ কেজি (১৭৬৩.৭ পাউন্ড) এবং একটি লোহার ফ্রেম দিয়ে তৈরি।
মন্দিরের পুরোহিত রাজকুমার নাম্বুথিরি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, মন্দির কর্তৃপক্ষ যান্ত্রিক হাতিটি পেয়ে খুশি। আমরা আশা করছি অন্য মন্দিরগুলোও আচার-অনুষ্ঠানের জন্য রোবটিক হাতি ব্যবহারের বিষয়ে চিন্তা করবে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি মন্দিরে আচার–অনুষ্ঠানের জন্য একটি যান্ত্রিক হাতি স্থাপন করেছে। ত্রিশুর জেলার ইরিঞ্জাদাপ্পিলি শ্রীকৃষ্ণ মন্দিরের কর্তৃপক্ষের উদ্যোগটি যেকোনো উৎসবের জন্য জীবন্ত প্রাণীর ব্যবহার বন্ধ করার অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পিপল ফর ইথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস (পিইটিএ) ইন্ডিয়া এবং অভিনেত্রী পার্বতী থিরুভোথু মন্দিরে এই রোবোটিক হাতি দান করেছে। ‘নিষ্ঠুরতামুক্ত’ পূজা–অর্চনায় এ হাতি কাজে দেবে বলে আশা করছেন তাঁরা।
কেরালার বিভিন্ন মন্দিরে পূজা–অর্চনায় অন্তত ২ হাজার ৫০০ হাতি ব্যবহার করা হয়। যা প্রদেশটির মোট হাতির প্রায় পঞ্চমাংশ।
বছরের পর বছর ধরে প্রাণীকল্যাণ কর্মীরা এসব হাতির চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রাণী অধিকার সংক্রান্ত গবেষণা কেন্দ্র গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবর স্তন্যপায়ী প্রাণীর বর্ধিত মৃত্যুহার সম্পর্কে চিঠি লিখে বলেছে, কেরালায় ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ১৩৮টি বন্দী হাতি মারা গেছে।
সোমবার জারি করা এক বিবৃতিতে পিইটিএ বলেছে, উৎসবগুলোর সময় হাতিগুলোকে চরম উচ্চশব্দে বশীভূত করা হয়–যা নিষ্ঠুর। এ ছাড়া রাজ্যের সমস্ত মন্দিরে রোবোটিক হাতি ব্যবহারের আহ্বান জানিয়েছে তাঁরা।
সংস্থাটি যোগ করেছে, প্রাণীদের অপব্যবহার বন্ধ ও তাঁদের স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার জন্য আরও শক্তিশালী এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় এখনই।
ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের মতে, পিইটিএ দ্বারা দান করা হাতির মডেলটি ১১ ফুট (৩.৩ মিটার) লম্বা, ওজন ৮০০ কেজি (১৭৬৩.৭ পাউন্ড) এবং একটি লোহার ফ্রেম দিয়ে তৈরি।
মন্দিরের পুরোহিত রাজকুমার নাম্বুথিরি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, মন্দির কর্তৃপক্ষ যান্ত্রিক হাতিটি পেয়ে খুশি। আমরা আশা করছি অন্য মন্দিরগুলোও আচার-অনুষ্ঠানের জন্য রোবটিক হাতি ব্যবহারের বিষয়ে চিন্তা করবে।
অনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
১০ ঘণ্টা আগেনারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
৩ দিন আগেচীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে ঘটেছে এক আজব দুর্ঘটনা। বাগানে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে একটি পাথরে বসেছিলেন ৭২ বছর বয়সী এক নারী। বসতেই গরমের আঁচ টের পেলেন খুব ভালোমতো! মাত্র ১০ সেকেন্ডেই তাঁর নিতম্ব পুড়ে গেল। যেনতেন পোড়া নয়, রীতিমতো ‘থার্ড ডিগ্রি বার্ন।’ এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
৫ দিন আগে