ইমরান খান
নিন্দুকের কথায় পাত্তা না দিয়ে কাক পর্যন্ত গলা ফাটিয়ে গাইছে; আর আপনি ভাবছেন, কে কী বলে। এটা কোনো কথা হলো? কণ্ঠ, সুর—এগুলো কি সবার সমান থাকে নাকি? থাকে না। বেসুরো বলে যে গান গাইবেন না, তা তো হয় না। আইনেও তো বাধা নেই। তবে?
গান যে আপনি গাইছেন না, তা কিন্তু না। বাথরুম সিঙ্গারের তালিকায় আপনার নামটা কিন্তু নিজেই দিয়েছেন। এবার বলুন, এই প্রতিভা দেয়ালের বাইরে আনতে না পারলে এত অধ্যবসায়ের দাম কী? কবি কাজী নজরুল ইসলামের, ‘থাকব নাকো বদ্ধ ঘরে’ দিয়েই–বা কী শিখলেন? দেখিয়ে দিন অদেখা আপনাকে, জনতাকে জানিয়ে দিন আপনিও পারেন।
কতজনই তো এই প্রতিভা দিয়েই করে খাচ্ছে। আপনিও হাঁটুন সে পথে। তাই বলে বাথরুমে গান গাওয়ার ঐতিহ্য কিন্তু হারাতে দেওয়া যাবে না। শুধু খেয়াল রাখবেন, গান থেকে নাচ এবং নাচের ক্লান্তিতে যাতে বাথরুমেই ঘুমিয়ে না পড়েন। কারণ, ঘরের বাকি সদস্যদেরও তো সুযোগ দিতে হবে!
সৈয়দ ওয়ালীউল্লাহ ‘একটি তুলসী গাছের কাহিনি’ গল্পে হাবিবুল্লাহকে বেসুরো হারমোনিয়ামে অবক্তব্য সংগীত-সমস্যার স্রষ্টা আখ্যা দিয়েছেন। প্রতিভা জানান দিলে এমন স্রষ্টার আখ্যা কিন্তু আপনিও পেতে পারেন। তাই বলে গান শুনে সবাই বিরক্ত হবে বলে চিন্তিত হবেন? ভাববেন না; সুন্দর করে একটি গভীর নিশ্বাস নিন। আবার গাইতে শুরু করুন। আর মনে মনে বলুন—‘জগতে কেউ পারফেক্ট নয়!’
সমস্যা বা মন খারাপের সময় মনকে শীতল করতে মন খুলে গাইতে পারেন। শুধু খেয়াল রাখবেন, গানটা যেন সমস্যার চেয়ে ভয়ানক না হয়ে যায়। এ সময় পুরোপুরি না জানা গান আওড়াতে শুরু করলেও আতঙ্কিত হবেন না। গানের কথা যাই হোক—গাইবেন, পারলে নিজের লেখা গান গলা ছেড়ে গাইবেন। হয়তো এভাবেই জানা যাবে—আপনি এক বিরাট পটেনশিয়াল গীতিকার।
প্রথমত বন্ধুদের আড্ডায় গেয়ে সংগীত ক্যারিয়ার শুরু করুন। দেখবেন, আপনার আগেই গানের পরের লাইন গাওয়া দু-একজন পেয়ে গেছেন। আর সবাই একসঙ্গে কোরাস ধরলে তো বেঁচেই গেলেন। এভাবে এগোতে থাকলে নিয়মিত উন্নয়নে জনসম্মুখে গাওয়ার সুযোগও আসবে। সুযোগ হাতছাড়া করবেন না। খুব সিরিয়াস মুডে গান শুরু করুন, চালিয়ে যান। আপনাকে দাবিয়ে রাখে—এমন সাধ্য কার?
মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, ‘যারা আমাকে প্রত্যাখ্যান করেছে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। কারণ, তাঁদের কারণে কাজটি আমি নিজেই করতে পেরেছি।’ তারপরও গাইবেন না! আইনস্টাইনের মতো জ্ঞানী লোকের কথায় অন্তত নিজের প্রতিভায় আপনার আস্থা ফেরা উচিত। এই শক্তিতে বলীয়ান হলে যেকোনো ধরনের অসহযোগিতা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আপনিও হয়ে উঠবেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী। সে ক্ষেত্রে খুলে যেতে পারে আয়ের ভাগ্যও। ক্যারিয়ারে এমন বহু প্রস্তাব আসবে—ভাই/আপু, ‘গান থামাতে কত লাগবে?’ শুনবেন না, হতাশ হবেন না। একদম না।
নিন্দুকের কথায় পাত্তা না দিয়ে কাক পর্যন্ত গলা ফাটিয়ে গাইছে; আর আপনি ভাবছেন, কে কী বলে। এটা কোনো কথা হলো? কণ্ঠ, সুর—এগুলো কি সবার সমান থাকে নাকি? থাকে না। বেসুরো বলে যে গান গাইবেন না, তা তো হয় না। আইনেও তো বাধা নেই। তবে?
গান যে আপনি গাইছেন না, তা কিন্তু না। বাথরুম সিঙ্গারের তালিকায় আপনার নামটা কিন্তু নিজেই দিয়েছেন। এবার বলুন, এই প্রতিভা দেয়ালের বাইরে আনতে না পারলে এত অধ্যবসায়ের দাম কী? কবি কাজী নজরুল ইসলামের, ‘থাকব নাকো বদ্ধ ঘরে’ দিয়েই–বা কী শিখলেন? দেখিয়ে দিন অদেখা আপনাকে, জনতাকে জানিয়ে দিন আপনিও পারেন।
কতজনই তো এই প্রতিভা দিয়েই করে খাচ্ছে। আপনিও হাঁটুন সে পথে। তাই বলে বাথরুমে গান গাওয়ার ঐতিহ্য কিন্তু হারাতে দেওয়া যাবে না। শুধু খেয়াল রাখবেন, গান থেকে নাচ এবং নাচের ক্লান্তিতে যাতে বাথরুমেই ঘুমিয়ে না পড়েন। কারণ, ঘরের বাকি সদস্যদেরও তো সুযোগ দিতে হবে!
সৈয়দ ওয়ালীউল্লাহ ‘একটি তুলসী গাছের কাহিনি’ গল্পে হাবিবুল্লাহকে বেসুরো হারমোনিয়ামে অবক্তব্য সংগীত-সমস্যার স্রষ্টা আখ্যা দিয়েছেন। প্রতিভা জানান দিলে এমন স্রষ্টার আখ্যা কিন্তু আপনিও পেতে পারেন। তাই বলে গান শুনে সবাই বিরক্ত হবে বলে চিন্তিত হবেন? ভাববেন না; সুন্দর করে একটি গভীর নিশ্বাস নিন। আবার গাইতে শুরু করুন। আর মনে মনে বলুন—‘জগতে কেউ পারফেক্ট নয়!’
সমস্যা বা মন খারাপের সময় মনকে শীতল করতে মন খুলে গাইতে পারেন। শুধু খেয়াল রাখবেন, গানটা যেন সমস্যার চেয়ে ভয়ানক না হয়ে যায়। এ সময় পুরোপুরি না জানা গান আওড়াতে শুরু করলেও আতঙ্কিত হবেন না। গানের কথা যাই হোক—গাইবেন, পারলে নিজের লেখা গান গলা ছেড়ে গাইবেন। হয়তো এভাবেই জানা যাবে—আপনি এক বিরাট পটেনশিয়াল গীতিকার।
প্রথমত বন্ধুদের আড্ডায় গেয়ে সংগীত ক্যারিয়ার শুরু করুন। দেখবেন, আপনার আগেই গানের পরের লাইন গাওয়া দু-একজন পেয়ে গেছেন। আর সবাই একসঙ্গে কোরাস ধরলে তো বেঁচেই গেলেন। এভাবে এগোতে থাকলে নিয়মিত উন্নয়নে জনসম্মুখে গাওয়ার সুযোগও আসবে। সুযোগ হাতছাড়া করবেন না। খুব সিরিয়াস মুডে গান শুরু করুন, চালিয়ে যান। আপনাকে দাবিয়ে রাখে—এমন সাধ্য কার?
মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, ‘যারা আমাকে প্রত্যাখ্যান করেছে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। কারণ, তাঁদের কারণে কাজটি আমি নিজেই করতে পেরেছি।’ তারপরও গাইবেন না! আইনস্টাইনের মতো জ্ঞানী লোকের কথায় অন্তত নিজের প্রতিভায় আপনার আস্থা ফেরা উচিত। এই শক্তিতে বলীয়ান হলে যেকোনো ধরনের অসহযোগিতা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আপনিও হয়ে উঠবেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী। সে ক্ষেত্রে খুলে যেতে পারে আয়ের ভাগ্যও। ক্যারিয়ারে এমন বহু প্রস্তাব আসবে—ভাই/আপু, ‘গান থামাতে কত লাগবে?’ শুনবেন না, হতাশ হবেন না। একদম না।
সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরোকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
১ ঘণ্টা আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
১১ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১৯ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগে