ভারতের রাজস্থানে ছোটখাটো কাপড়ের ব্যবসা করতেন ভানোয়ারলাল রঘুনাথ দোশির বাবা। পরে বাবার কাছ থেকে কিছু রুপি নিয়ে ব্যবসা শুরু করেন ভানোয়ারলালও। মাত্র ৩০ হাজার রুপি মূলধন ছিল তাঁর। ধীরে ধীরে ব্যবসায় উন্নতির মাধ্যমে পরে ৬০০ কোটি রুপির সাম্রাজ্য গড়ে তোলেন। বাংলাদেশে যার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা।
সোমবার ভারতীয় ডিএনএ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বিপুল অর্থ-সম্পদ ত্যাগ করে সন্ন্যাস জীবন বেছে নেওয়ার মতো বিরল কীর্তি গড়েছিলেন ভানোয়ারলাল দোশি। দিল্লির প্লাস্টিক কিং খ্যাত এই ব্যবসায়ীর সম্পদের মোহ ত্যাগ করে জেন সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তটি থমকে দিয়েছিল ভারতীয়দের।
প্রতিবেদনে বলা হয়, ভানোয়ারলাল তাঁর আলোড়ন সৃষ্টি করা সিদ্ধান্তটি নিয়েছিলেন ২০১৫ সালে। ডিআর ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক কোম্পানির মালিক হয়েও মানুষের দান করা অর্থে জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
জানা যায়, গুজরাটের আহমেদাবাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে লক্ষাধিক লোকের সামনে জৈন আচার্যের ১০৮তম শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ভানোয়ারলাল। এই অনুষ্ঠানে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানিও উপস্থিত ছিলেন।
জেন সাধক সুরিশ্বরজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করা ভানোয়ারলালের সন্ন্যাস জীবন বেছে নেওয়ার সিদ্ধান্তটি আকস্মিক ছিল না। ১৯৮২ সাল থেকে তিনি বছরের পর বছর ধরে সন্ন্যাসী হওয়ার স্বপ্ন বুনে আসছিলেন। জৈন বক্তব্য শুনে এমন আধ্যাত্মিকতার দিকে ধাবিত হন তিনি। তিন দশকেরও বেশি সময় পর জীবন বদলে ফেলার মতো বড় সিদ্ধান্তটি বাস্তবায়ন করেন।
ভারতের রাজস্থানে ছোটখাটো কাপড়ের ব্যবসা করতেন ভানোয়ারলাল রঘুনাথ দোশির বাবা। পরে বাবার কাছ থেকে কিছু রুপি নিয়ে ব্যবসা শুরু করেন ভানোয়ারলালও। মাত্র ৩০ হাজার রুপি মূলধন ছিল তাঁর। ধীরে ধীরে ব্যবসায় উন্নতির মাধ্যমে পরে ৬০০ কোটি রুপির সাম্রাজ্য গড়ে তোলেন। বাংলাদেশে যার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা।
সোমবার ভারতীয় ডিএনএ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বিপুল অর্থ-সম্পদ ত্যাগ করে সন্ন্যাস জীবন বেছে নেওয়ার মতো বিরল কীর্তি গড়েছিলেন ভানোয়ারলাল দোশি। দিল্লির প্লাস্টিক কিং খ্যাত এই ব্যবসায়ীর সম্পদের মোহ ত্যাগ করে জেন সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তটি থমকে দিয়েছিল ভারতীয়দের।
প্রতিবেদনে বলা হয়, ভানোয়ারলাল তাঁর আলোড়ন সৃষ্টি করা সিদ্ধান্তটি নিয়েছিলেন ২০১৫ সালে। ডিআর ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক কোম্পানির মালিক হয়েও মানুষের দান করা অর্থে জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
জানা যায়, গুজরাটের আহমেদাবাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে লক্ষাধিক লোকের সামনে জৈন আচার্যের ১০৮তম শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ভানোয়ারলাল। এই অনুষ্ঠানে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানিও উপস্থিত ছিলেন।
জেন সাধক সুরিশ্বরজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করা ভানোয়ারলালের সন্ন্যাস জীবন বেছে নেওয়ার সিদ্ধান্তটি আকস্মিক ছিল না। ১৯৮২ সাল থেকে তিনি বছরের পর বছর ধরে সন্ন্যাসী হওয়ার স্বপ্ন বুনে আসছিলেন। জৈন বক্তব্য শুনে এমন আধ্যাত্মিকতার দিকে ধাবিত হন তিনি। তিন দশকেরও বেশি সময় পর জীবন বদলে ফেলার মতো বড় সিদ্ধান্তটি বাস্তবায়ন করেন।
আজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
১ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
২ দিন আগেভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা...
৩ দিন আগেদিল্লির সুলতানপুরে গত ১৯ জুন ২৫ বছর বয়সী এক যুবক অফিস থেকে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী তাঁর মোবাইল ফোন ছিনতাই করে। তখন ওই যুবক ভেবেছিলেন, এটা হয়তো দুর্ভাগ্য ছাড়া কিছু না। কিন্তু ১৫ দিন পর পুলিশ ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে। একই সঙ্গে, যে ছিনতাইয়ের পুরো ঘটনাটি সাজিয়েছিলেন, তাঁকেও শনাক্ত করে।
৫ দিন আগে