Ajker Patrika

৮০০ কোটি টাকার সম্পদ ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন দিল্লির ‘প্লাস্টিক কিং’

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২২: ২৯
৮০০ কোটি টাকার সম্পদ ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন দিল্লির ‘প্লাস্টিক কিং’

ভারতের রাজস্থানে ছোটখাটো কাপড়ের ব্যবসা করতেন ভানোয়ারলাল রঘুনাথ দোশির বাবা। পরে বাবার কাছ থেকে কিছু রুপি নিয়ে ব্যবসা শুরু করেন ভানোয়ারলালও। মাত্র ৩০ হাজার রুপি মূলধন ছিল তাঁর। ধীরে ধীরে ব্যবসায় উন্নতির মাধ্যমে পরে ৬০০ কোটি রুপির সাম্রাজ্য গড়ে তোলেন। বাংলাদেশে যার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। 

সোমবার ভারতীয় ডিএনএ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বিপুল অর্থ-সম্পদ ত্যাগ করে সন্ন্যাস জীবন বেছে নেওয়ার মতো বিরল কীর্তি গড়েছিলেন ভানোয়ারলাল দোশি। দিল্লির প্লাস্টিক কিং খ্যাত এই ব্যবসায়ীর সম্পদের মোহ ত্যাগ করে জেন সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তটি থমকে দিয়েছিল ভারতীয়দের।

প্রতিবেদনে বলা হয়, ভানোয়ারলাল তাঁর আলোড়ন সৃষ্টি করা সিদ্ধান্তটি নিয়েছিলেন ২০১৫ সালে। ডিআর ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক কোম্পানির মালিক হয়েও মানুষের দান করা অর্থে জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 

জানা যায়, গুজরাটের আহমেদাবাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে লক্ষাধিক লোকের সামনে জৈন আচার্যের ১০৮তম শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ভানোয়ারলাল। এই অনুষ্ঠানে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানিও উপস্থিত ছিলেন। 

জেন সাধক সুরিশ্বরজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করা ভানোয়ারলালের সন্ন্যাস জীবন বেছে নেওয়ার সিদ্ধান্তটি আকস্মিক ছিল না। ১৯৮২ সাল থেকে তিনি বছরের পর বছর ধরে সন্ন্যাসী হওয়ার স্বপ্ন বুনে আসছিলেন। জৈন বক্তব্য শুনে এমন আধ্যাত্মিকতার দিকে ধাবিত হন তিনি। তিন দশকেরও বেশি সময় পর জীবন বদলে ফেলার মতো বড় সিদ্ধান্তটি বাস্তবায়ন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত