লুনকিটো নামে পুরুষ সিংহটিকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক সিংহগুলোর মধ্যে অন্যতম বিবেচনা করা হতো। কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় আম্বোসেলি ন্যাশনাল পার্ক এলাকায় এটি বসবাস করতো। কিন্তু পার্ক সংলগ্ন ওলকেনিয়েত গ্রামের সীমান্তে বৃহস্পতিবার রাতে এক পশু পালকের বর্শার আঘাতে সিংহটির মৃত্যু ঘটেছে।
কেনিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার রাতে এ খবর দিয়েছে বিবিসি।
‘লায়ন গার্ডিয়ান্স’ নামে একটি সংরক্ষণবাদী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের ইকোসিস্টেমে এটি ছিল সবচেয়ে বয়স্ক সিংহ। সম্ভবত এটি সমগ্র আফ্রিকার মধ্যেই সবচেয়ে বয়স্ক ছিল।
কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিসের মুখপাত্র পল জিনারো বলেন, ‘সিংহটি বৃদ্ধ এবং দুর্বল ছিল। খাবারের সন্ধানে পার্ক থেকে এটি মাঝেমাঝে গ্রামে ঘুরে বেড়াত।
জঙ্গলের বেশিরভাগ সিংহই সাধারণত ১৩-১৪ বছরের মধ্যেই বুড়ো হয়ে মারা যায়। তবে লুনকিটোর বয়স হয়েছিল ১৯ বছর।
ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফেডারেশনের তথ্যমতে, পৃথিবীর প্রায় সব বুনো সিংহই বর্তমানে আফ্রিকায় বসবাস করে। এ ছাড়া খুব অল্প সংখ্যক ভারতে বসবাস করে।
লুনকিটো নামে পুরুষ সিংহটিকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক সিংহগুলোর মধ্যে অন্যতম বিবেচনা করা হতো। কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় আম্বোসেলি ন্যাশনাল পার্ক এলাকায় এটি বসবাস করতো। কিন্তু পার্ক সংলগ্ন ওলকেনিয়েত গ্রামের সীমান্তে বৃহস্পতিবার রাতে এক পশু পালকের বর্শার আঘাতে সিংহটির মৃত্যু ঘটেছে।
কেনিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার রাতে এ খবর দিয়েছে বিবিসি।
‘লায়ন গার্ডিয়ান্স’ নামে একটি সংরক্ষণবাদী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের ইকোসিস্টেমে এটি ছিল সবচেয়ে বয়স্ক সিংহ। সম্ভবত এটি সমগ্র আফ্রিকার মধ্যেই সবচেয়ে বয়স্ক ছিল।
কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিসের মুখপাত্র পল জিনারো বলেন, ‘সিংহটি বৃদ্ধ এবং দুর্বল ছিল। খাবারের সন্ধানে পার্ক থেকে এটি মাঝেমাঝে গ্রামে ঘুরে বেড়াত।
জঙ্গলের বেশিরভাগ সিংহই সাধারণত ১৩-১৪ বছরের মধ্যেই বুড়ো হয়ে মারা যায়। তবে লুনকিটোর বয়স হয়েছিল ১৯ বছর।
ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফেডারেশনের তথ্যমতে, পৃথিবীর প্রায় সব বুনো সিংহই বর্তমানে আফ্রিকায় বসবাস করে। এ ছাড়া খুব অল্প সংখ্যক ভারতে বসবাস করে।
চীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে ঘটেছে এক আজব দুর্ঘটনা। বাগানে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে একটি পাথরে বসেছিলেন ৭২ বছর বয়সী এক নারী। বসতেই গরমের আঁচ টের পেলেন খুব ভালোমতো! মাত্র ১০ সেকেন্ডেই তাঁর নিতম্ব পুড়ে গেল। যেনতেন পোড়া নয়, রীতিমতো ‘থার্ড ডিগ্রি বার্ন।’ এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
১ দিন আগেসাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৩ দিন আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
৩ দিন আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
৪ দিন আগে