Ajker Patrika

বর্শার আঘাতে সবচেয়ে বয়স্ক সিংহ লুনকিটোর মৃত্যু 

বর্শার আঘাতে সবচেয়ে বয়স্ক সিংহ লুনকিটোর মৃত্যু 

লুনকিটো নামে পুরুষ সিংহটিকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক সিংহগুলোর মধ্যে অন্যতম বিবেচনা করা হতো। কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় আম্বোসেলি ন্যাশনাল পার্ক এলাকায় এটি বসবাস করতো। কিন্তু পার্ক সংলগ্ন ওলকেনিয়েত গ্রামের সীমান্তে বৃহস্পতিবার রাতে এক পশু পালকের বর্শার আঘাতে সিংহটির মৃত্যু ঘটেছে।

কেনিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার রাতে এ খবর দিয়েছে বিবিসি।

‘লায়ন গার্ডিয়ান্স’ নামে একটি সংরক্ষণবাদী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের ইকোসিস্টেমে এটি ছিল সবচেয়ে বয়স্ক সিংহ। সম্ভবত এটি সমগ্র আফ্রিকার মধ্যেই সবচেয়ে বয়স্ক ছিল।

কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিসের মুখপাত্র পল জিনারো বলেন, ‘সিংহটি বৃদ্ধ এবং দুর্বল ছিল। খাবারের সন্ধানে পার্ক থেকে এটি মাঝেমাঝে গ্রামে ঘুরে বেড়াত।

জঙ্গলের বেশিরভাগ সিংহই সাধারণত ১৩-১৪ বছরের মধ্যেই বুড়ো হয়ে মারা যায়। তবে লুনকিটোর বয়স হয়েছিল ১৯ বছর।

ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফেডারেশনের তথ্যমতে, পৃথিবীর প্রায় সব বুনো সিংহই বর্তমানে আফ্রিকায় বসবাস করে। এ ছাড়া খুব অল্প সংখ্যক ভারতে বসবাস করে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত