রেজা করিম, ঢাকা
ঘুরে, ঘুরে ক্লান্ত হয়ে পথ ভুলে গিয়েছিল পাখিটি। দিগ্ভ্রান্ত হয়ে আশ্রয় নিয়েছিল উঁচু দালানের এক ব্যালকনিতে। সেখান থেকে তাকে উদ্ধার করেন বাড়ির বাসিন্দা। যত্ন আত্তি দিয়ে চাঙা করে তোলেন। হঠাৎ চোখ পড়ে পায়ের দিকে। পায়ে জড়ানো এক টুকরো কাগজে লেখা একটি মোবাইল নম্বর। সেই নম্বরে ফোন করে খোঁজ মেলে মালিকের। এভাবেই শেষ পর্যন্ত নীড় খুঁজে পেল একটি কবুতর।
আজ শনিবার ঘটনাটি ঘটেছে রাজধানীর সেগুনবাগিচায়। ক্লান্ত-শ্রান্ত কবুতরটিকে উদ্ধার করেন নাহিদ তন্ময় নামে এক তরুণী। তিনি তাঁর ফেসবুক ওয়ালে ঘটনাটি তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বারান্দায় ওনাকে (কবুতর) বসে থাকতে দেখে একটু অবাকই হলাম। কাছে গিয়ে জানতে চাইলাম নাম ঠিকানা। না, কিছুই বলছেন না। পরে দেখি, পায়ে একখানা চিরকুট। বুঝলাম, তিনি পথ হারিয়েছেন। ফোন করলাম চিরকুটে থাকা নম্বরে। এবং অবশেষে তিনি ফিরে গেলেন নিজ ঠিকানায়।’
নাহিদ তন্ময় বলেন, পাখির মালিক সেগুনবাগিচা স্কুল সংলগ্ন একটি বাসায় থাকেন। ফোন পেয়ে এসে তিনি পাখিটা নিয়ে গেছেন। এ ব্যাপারে অনুভূতি ব্যক্ত করতে
গিয়ে তন্ময় আজকের পত্রিকাকে বলেন, ‘হারিয়ে যাওয়া কবুতরের সন্ধান পেয়ে মালিক ভীষণ খুশি। একইভাবে পাখিটিকে তার মালিকের হাতে তুলে দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’
হারিয়ে যাওয়া পাখির সন্ধান পেয়ে খুশিতে আটখানা পাখির মালিক সুরুজ মিয়া। তিনি আজকের পত্রিকাকে জানান, শখ থেকে পাখি পোষেন। নানা জাতের কবুতর আছে তাঁর। সেগুলোকে সন্তানের মতো ভালোবাসেন। সন্তান হারিয়ে গেলে যেমন কষ্ট হয়, একটি পাখি হারিয়ে গেলে তাঁর সমান কষ্টই হয়। সন্তানতুল্য পাখিটির সন্ধান পেয়ে তিনি আবেগাপ্লুত। সন্ধানদাতাকে ধন্যবাদ জানিয়ে সুরুজ মিয়া বলেন, ‘আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
ঘুরে, ঘুরে ক্লান্ত হয়ে পথ ভুলে গিয়েছিল পাখিটি। দিগ্ভ্রান্ত হয়ে আশ্রয় নিয়েছিল উঁচু দালানের এক ব্যালকনিতে। সেখান থেকে তাকে উদ্ধার করেন বাড়ির বাসিন্দা। যত্ন আত্তি দিয়ে চাঙা করে তোলেন। হঠাৎ চোখ পড়ে পায়ের দিকে। পায়ে জড়ানো এক টুকরো কাগজে লেখা একটি মোবাইল নম্বর। সেই নম্বরে ফোন করে খোঁজ মেলে মালিকের। এভাবেই শেষ পর্যন্ত নীড় খুঁজে পেল একটি কবুতর।
আজ শনিবার ঘটনাটি ঘটেছে রাজধানীর সেগুনবাগিচায়। ক্লান্ত-শ্রান্ত কবুতরটিকে উদ্ধার করেন নাহিদ তন্ময় নামে এক তরুণী। তিনি তাঁর ফেসবুক ওয়ালে ঘটনাটি তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বারান্দায় ওনাকে (কবুতর) বসে থাকতে দেখে একটু অবাকই হলাম। কাছে গিয়ে জানতে চাইলাম নাম ঠিকানা। না, কিছুই বলছেন না। পরে দেখি, পায়ে একখানা চিরকুট। বুঝলাম, তিনি পথ হারিয়েছেন। ফোন করলাম চিরকুটে থাকা নম্বরে। এবং অবশেষে তিনি ফিরে গেলেন নিজ ঠিকানায়।’
নাহিদ তন্ময় বলেন, পাখির মালিক সেগুনবাগিচা স্কুল সংলগ্ন একটি বাসায় থাকেন। ফোন পেয়ে এসে তিনি পাখিটা নিয়ে গেছেন। এ ব্যাপারে অনুভূতি ব্যক্ত করতে
গিয়ে তন্ময় আজকের পত্রিকাকে বলেন, ‘হারিয়ে যাওয়া কবুতরের সন্ধান পেয়ে মালিক ভীষণ খুশি। একইভাবে পাখিটিকে তার মালিকের হাতে তুলে দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’
হারিয়ে যাওয়া পাখির সন্ধান পেয়ে খুশিতে আটখানা পাখির মালিক সুরুজ মিয়া। তিনি আজকের পত্রিকাকে জানান, শখ থেকে পাখি পোষেন। নানা জাতের কবুতর আছে তাঁর। সেগুলোকে সন্তানের মতো ভালোবাসেন। সন্তান হারিয়ে গেলে যেমন কষ্ট হয়, একটি পাখি হারিয়ে গেলে তাঁর সমান কষ্টই হয়। সন্তানতুল্য পাখিটির সন্ধান পেয়ে তিনি আবেগাপ্লুত। সন্ধানদাতাকে ধন্যবাদ জানিয়ে সুরুজ মিয়া বলেন, ‘আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
বেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
৫ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
২ দিন আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৩ দিন আগেইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
৪ দিন আগে