রেজা করিম, ঢাকা
ঘুরে, ঘুরে ক্লান্ত হয়ে পথ ভুলে গিয়েছিল পাখিটি। দিগ্ভ্রান্ত হয়ে আশ্রয় নিয়েছিল উঁচু দালানের এক ব্যালকনিতে। সেখান থেকে তাকে উদ্ধার করেন বাড়ির বাসিন্দা। যত্ন আত্তি দিয়ে চাঙা করে তোলেন। হঠাৎ চোখ পড়ে পায়ের দিকে। পায়ে জড়ানো এক টুকরো কাগজে লেখা একটি মোবাইল নম্বর। সেই নম্বরে ফোন করে খোঁজ মেলে মালিকের। এভাবেই শেষ পর্যন্ত নীড় খুঁজে পেল একটি কবুতর।
আজ শনিবার ঘটনাটি ঘটেছে রাজধানীর সেগুনবাগিচায়। ক্লান্ত-শ্রান্ত কবুতরটিকে উদ্ধার করেন নাহিদ তন্ময় নামে এক তরুণী। তিনি তাঁর ফেসবুক ওয়ালে ঘটনাটি তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বারান্দায় ওনাকে (কবুতর) বসে থাকতে দেখে একটু অবাকই হলাম। কাছে গিয়ে জানতে চাইলাম নাম ঠিকানা। না, কিছুই বলছেন না। পরে দেখি, পায়ে একখানা চিরকুট। বুঝলাম, তিনি পথ হারিয়েছেন। ফোন করলাম চিরকুটে থাকা নম্বরে। এবং অবশেষে তিনি ফিরে গেলেন নিজ ঠিকানায়।’
নাহিদ তন্ময় বলেন, পাখির মালিক সেগুনবাগিচা স্কুল সংলগ্ন একটি বাসায় থাকেন। ফোন পেয়ে এসে তিনি পাখিটা নিয়ে গেছেন। এ ব্যাপারে অনুভূতি ব্যক্ত করতে
গিয়ে তন্ময় আজকের পত্রিকাকে বলেন, ‘হারিয়ে যাওয়া কবুতরের সন্ধান পেয়ে মালিক ভীষণ খুশি। একইভাবে পাখিটিকে তার মালিকের হাতে তুলে দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’
হারিয়ে যাওয়া পাখির সন্ধান পেয়ে খুশিতে আটখানা পাখির মালিক সুরুজ মিয়া। তিনি আজকের পত্রিকাকে জানান, শখ থেকে পাখি পোষেন। নানা জাতের কবুতর আছে তাঁর। সেগুলোকে সন্তানের মতো ভালোবাসেন। সন্তান হারিয়ে গেলে যেমন কষ্ট হয়, একটি পাখি হারিয়ে গেলে তাঁর সমান কষ্টই হয়। সন্তানতুল্য পাখিটির সন্ধান পেয়ে তিনি আবেগাপ্লুত। সন্ধানদাতাকে ধন্যবাদ জানিয়ে সুরুজ মিয়া বলেন, ‘আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
ঘুরে, ঘুরে ক্লান্ত হয়ে পথ ভুলে গিয়েছিল পাখিটি। দিগ্ভ্রান্ত হয়ে আশ্রয় নিয়েছিল উঁচু দালানের এক ব্যালকনিতে। সেখান থেকে তাকে উদ্ধার করেন বাড়ির বাসিন্দা। যত্ন আত্তি দিয়ে চাঙা করে তোলেন। হঠাৎ চোখ পড়ে পায়ের দিকে। পায়ে জড়ানো এক টুকরো কাগজে লেখা একটি মোবাইল নম্বর। সেই নম্বরে ফোন করে খোঁজ মেলে মালিকের। এভাবেই শেষ পর্যন্ত নীড় খুঁজে পেল একটি কবুতর।
আজ শনিবার ঘটনাটি ঘটেছে রাজধানীর সেগুনবাগিচায়। ক্লান্ত-শ্রান্ত কবুতরটিকে উদ্ধার করেন নাহিদ তন্ময় নামে এক তরুণী। তিনি তাঁর ফেসবুক ওয়ালে ঘটনাটি তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বারান্দায় ওনাকে (কবুতর) বসে থাকতে দেখে একটু অবাকই হলাম। কাছে গিয়ে জানতে চাইলাম নাম ঠিকানা। না, কিছুই বলছেন না। পরে দেখি, পায়ে একখানা চিরকুট। বুঝলাম, তিনি পথ হারিয়েছেন। ফোন করলাম চিরকুটে থাকা নম্বরে। এবং অবশেষে তিনি ফিরে গেলেন নিজ ঠিকানায়।’
নাহিদ তন্ময় বলেন, পাখির মালিক সেগুনবাগিচা স্কুল সংলগ্ন একটি বাসায় থাকেন। ফোন পেয়ে এসে তিনি পাখিটা নিয়ে গেছেন। এ ব্যাপারে অনুভূতি ব্যক্ত করতে
গিয়ে তন্ময় আজকের পত্রিকাকে বলেন, ‘হারিয়ে যাওয়া কবুতরের সন্ধান পেয়ে মালিক ভীষণ খুশি। একইভাবে পাখিটিকে তার মালিকের হাতে তুলে দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’
হারিয়ে যাওয়া পাখির সন্ধান পেয়ে খুশিতে আটখানা পাখির মালিক সুরুজ মিয়া। তিনি আজকের পত্রিকাকে জানান, শখ থেকে পাখি পোষেন। নানা জাতের কবুতর আছে তাঁর। সেগুলোকে সন্তানের মতো ভালোবাসেন। সন্তান হারিয়ে গেলে যেমন কষ্ট হয়, একটি পাখি হারিয়ে গেলে তাঁর সমান কষ্টই হয়। সন্তানতুল্য পাখিটির সন্ধান পেয়ে তিনি আবেগাপ্লুত। সন্ধানদাতাকে ধন্যবাদ জানিয়ে সুরুজ মিয়া বলেন, ‘আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
৮ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগে