জাহীদ রেজা নূর
পুতিন যে রাশিয়ার এক লৌহমানব, তা নিয়ে সেই দেশে কারও দ্বিমত নেই। তিনি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু তাই বলে পুতিনকে নিয়ে কৌতুক থেমে নেই। এ কথা সবাই জানেন, যখন কোনো দেশে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়, তখন নানাভাবেই মুক্তির পথ খোঁজে মানুষ। রাশিয়ার মানুষ বহু আগে থেকেই কৌতুকের মাধ্যমেই সে পথ খুঁজেছে।
১.
একবার ক্রেমলিন থেকে বের হয়ে রেডস্কয়্যার দিয়ে হাঁটছিলেন পুতিন। তিনি সেখানে একজন ভিক্ষুককে দেখলেন। খুব মায়া হলো তাঁর জন্য। কোনো না কোনোভাবে তাঁকে সাহায্য করতে ইচ্ছে হলো। কপর্দকহীন সেই ব্যক্তিকে পুতিন তখন পকেট থেকে একটি কার্ড বের করে উপহার দিলেন। সে কার্ডটিতে লেখা ছিল ‘দু বছরের জন্য এই ব্যক্তির কর মওকুফ করা হলো।’
২.
যারা এ বছর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিষেক অনুষ্ঠান দেখতে পারেননি, তাঁদের আফসোস করার কিছু নেই। আগামীবার মিস না করলেই হলো।
৩.
প্রেসিডেন্ট হিসেবে পুতিনের রেটিং ইতিমধ্যে ৯০ শতাংশ ছাড়িয়েছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই আমরা শতাংশে নয়, বরং নাম ধরে জানতে পারব, কে কে পুতিনের বিরোধিতাকারী।
৪.
পুতিন প্রশাসনের সবচেয়ে বড় সমস্যা হলো, প্রশাসনে নিয়োগ দেওয়া হয় সবচেয়ে তেলবাজ ও বিশ্বাসীদের, অথচ তাদের কাছ থেকে দক্ষ কর্মকর্তার আচরণ দাবি করা হয়।
৫.
শুধু আমাদের দেশের প্রেসিডেন্টই ২০১৩ সালকে ‘পরিবারবর্ষ’ হিসেবে ঘোষণা করতে পারে এবং নিজে সে বছরই বিবাহবিচ্ছেদ করতে পারে।
৬.
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া নাক গলিয়েছে বলে মার্কিনদের অভিযোগের জবাবে পুতিন বলেছেন, ‘বাইরের দেশে কী হয়, জানি না, তবে আমাদের দেশে এ রকম ঘটনা ঘটার কোনো সুযোগই নেই।’
৭.
স্তালিনের সময় মানুষদের হত্যা করা হতো। ক্রুশ্চেভের সময় মানুষদের মুখোশ খুলে শাস্তি দেওয়া হতো। ব্রেজনেভের সময় মানুষ পচে গিয়েছিল। ইয়েলৎসিনের সময় মানুষ চুরি করতে শুরু করেছিল। পুতিনের সময় এই সবকিছুকে একত্রিত করা হয়েছে।
৮.
বাচ্চাদের কাছে ‘পুতিন’ আর ‘প্রেসিডেন্ট’ প্রতিশব্দ। বাচ্চারা একে অন্যকে প্রশ্ন করে, ‘বল তো, কে আগে রাশিয়ার পুতিন ছিল?’
৯.
ভ্লাদিমির পুতিনের সংবাদ সম্মেলন দেখার পর বাস্তব জীবনে ফিরে আসা যে কত কঠিন!
১০.
বলা হয়, পুতিন চলে গেলে আমাদের জীবন খারাপ হতে থাকবে।
আমাদের জীবন তো এখন প্রতিদিনই খারাপের চেয়ে খারাপ হচ্ছে।
তার মানে কি, আমরা বহুদিন ধরে পুতিনবিহীন জীবন কাটাচ্ছি?
১১.
মার্কিন সাংবাদিক প্রশ্ন করলেন, ‘আপনি কি কোনো উত্তরাধিকার রেখে যাচ্ছেন?’
পুতিনের উত্তর, ‘এ প্রশ্নের উত্তর এখন দেব না। জো বাইডেনের বয়সে যখন আমি পৌঁছাব, তখন দেব।’
১২.
এক রুশ নাগরিক তার বন্ধুকে মেসেঞ্জারে লিখছে, ‘তোমার নাতি–নাতনিরা পুতিনকে ভোট দেবে।’
হাসির ইমো দিয়ে উত্তর দিচ্ছে বন্ধু, ‘তোমার নাতি–নাতনিরাও।’
পুতিন যে রাশিয়ার এক লৌহমানব, তা নিয়ে সেই দেশে কারও দ্বিমত নেই। তিনি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু তাই বলে পুতিনকে নিয়ে কৌতুক থেমে নেই। এ কথা সবাই জানেন, যখন কোনো দেশে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়, তখন নানাভাবেই মুক্তির পথ খোঁজে মানুষ। রাশিয়ার মানুষ বহু আগে থেকেই কৌতুকের মাধ্যমেই সে পথ খুঁজেছে।
১.
একবার ক্রেমলিন থেকে বের হয়ে রেডস্কয়্যার দিয়ে হাঁটছিলেন পুতিন। তিনি সেখানে একজন ভিক্ষুককে দেখলেন। খুব মায়া হলো তাঁর জন্য। কোনো না কোনোভাবে তাঁকে সাহায্য করতে ইচ্ছে হলো। কপর্দকহীন সেই ব্যক্তিকে পুতিন তখন পকেট থেকে একটি কার্ড বের করে উপহার দিলেন। সে কার্ডটিতে লেখা ছিল ‘দু বছরের জন্য এই ব্যক্তির কর মওকুফ করা হলো।’
২.
যারা এ বছর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিষেক অনুষ্ঠান দেখতে পারেননি, তাঁদের আফসোস করার কিছু নেই। আগামীবার মিস না করলেই হলো।
৩.
প্রেসিডেন্ট হিসেবে পুতিনের রেটিং ইতিমধ্যে ৯০ শতাংশ ছাড়িয়েছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই আমরা শতাংশে নয়, বরং নাম ধরে জানতে পারব, কে কে পুতিনের বিরোধিতাকারী।
৪.
পুতিন প্রশাসনের সবচেয়ে বড় সমস্যা হলো, প্রশাসনে নিয়োগ দেওয়া হয় সবচেয়ে তেলবাজ ও বিশ্বাসীদের, অথচ তাদের কাছ থেকে দক্ষ কর্মকর্তার আচরণ দাবি করা হয়।
৫.
শুধু আমাদের দেশের প্রেসিডেন্টই ২০১৩ সালকে ‘পরিবারবর্ষ’ হিসেবে ঘোষণা করতে পারে এবং নিজে সে বছরই বিবাহবিচ্ছেদ করতে পারে।
৬.
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া নাক গলিয়েছে বলে মার্কিনদের অভিযোগের জবাবে পুতিন বলেছেন, ‘বাইরের দেশে কী হয়, জানি না, তবে আমাদের দেশে এ রকম ঘটনা ঘটার কোনো সুযোগই নেই।’
৭.
স্তালিনের সময় মানুষদের হত্যা করা হতো। ক্রুশ্চেভের সময় মানুষদের মুখোশ খুলে শাস্তি দেওয়া হতো। ব্রেজনেভের সময় মানুষ পচে গিয়েছিল। ইয়েলৎসিনের সময় মানুষ চুরি করতে শুরু করেছিল। পুতিনের সময় এই সবকিছুকে একত্রিত করা হয়েছে।
৮.
বাচ্চাদের কাছে ‘পুতিন’ আর ‘প্রেসিডেন্ট’ প্রতিশব্দ। বাচ্চারা একে অন্যকে প্রশ্ন করে, ‘বল তো, কে আগে রাশিয়ার পুতিন ছিল?’
৯.
ভ্লাদিমির পুতিনের সংবাদ সম্মেলন দেখার পর বাস্তব জীবনে ফিরে আসা যে কত কঠিন!
১০.
বলা হয়, পুতিন চলে গেলে আমাদের জীবন খারাপ হতে থাকবে।
আমাদের জীবন তো এখন প্রতিদিনই খারাপের চেয়ে খারাপ হচ্ছে।
তার মানে কি, আমরা বহুদিন ধরে পুতিনবিহীন জীবন কাটাচ্ছি?
১১.
মার্কিন সাংবাদিক প্রশ্ন করলেন, ‘আপনি কি কোনো উত্তরাধিকার রেখে যাচ্ছেন?’
পুতিনের উত্তর, ‘এ প্রশ্নের উত্তর এখন দেব না। জো বাইডেনের বয়সে যখন আমি পৌঁছাব, তখন দেব।’
১২.
এক রুশ নাগরিক তার বন্ধুকে মেসেঞ্জারে লিখছে, ‘তোমার নাতি–নাতনিরা পুতিনকে ভোট দেবে।’
হাসির ইমো দিয়ে উত্তর দিচ্ছে বন্ধু, ‘তোমার নাতি–নাতনিরাও।’
‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
৮ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১৬ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৪ দিন আগে