সাহস মোস্তাফিজ
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কতভাবেই তো চেষ্টা করে যাচ্ছে! লকডাউন, কঠোর লকডাউন, আরও কঠোর লকডাউন, সত্যিকারের কঠোর লকডাউনের পর ১১ আগস্ট থেকে আবারও শিথিল হচ্ছে বিধিনিষেধ।
অবশ্য আগের মতো অর্ধেক যাত্রী নিয়ে গাড়ি চলবে না এবার। এবার গাড়িই অর্ধেক হয়ে যাবে। না, একটু ভুল বললাম। মোট সংখ্যার অর্ধেক বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে।
তবে কে বলতে পারে, করোনাভাইরাসের ধরন বদলানোর সঙ্গে তাল মিলিয়ে কখনো যদি অর্ধেক গাড়ি নিয়ে বের হওয়ার নির্দেশ এসেই পড়ে, তখন কী করবেন? চলুন প্রস্তুতিটা আগেভাগে সেরে ফেলি।
গাড়ি অর্ধেক করার প্রক্রিয়াটি বেশ জটিল। শুরুতেই আপনার গাড়িটি এমন একটি ওয়ার্কশপে নিয়ে যান, যেখানে গিয়ে এই লেখাটি দেখালে ইঞ্জিনিয়ার সাহেব সহজেই বুঝে যাবেন, কী করে আপনার গাড়িটিকে অর্ধেক বানিয়ে ফেলতে হবে। আর আপনিও পেয়ে যাবেন একটির জায়গায় দুটি গাড়ি। অনেকটা ৩০০ টাকার লাইট ১০০ টাকায়।
সাবধান; অর্ধেক গাড়ি চালানো কিন্তু ধৈর্যের ব্যাপার! ওয়ার্কশপ থেকে সোজা ঠেলতে ঠেলতে বাসায় নিয়ে যান। আগেই চালানো শুরু করবেন না যেন। এর জন্য প্রস্তুতি প্রয়োজন। প্রস্তুতির কথায় আসছি।
শুরুতেই আশপাশের কোনো মাঠে চলে যান। যেন প্র্যাকটিস সেশনে ব্যথা পেলেও মূল খেলায় অংশ নিতে পারেন। আজকাল মাঠে যেহেতু খেলা নেই, গাড়ি চালানো শিখতে অসুবিধা হওয়ার কথা নয়।
মাঠ না পেলে বাসার গলিতেও চেষ্টা করে দেখতে পারেন। তবে ভুলেও পরিপূর্ণ আত্মবিশ্বাস না নিয়ে রাস্তায় নামবেন না।
নতুন ধরনের গাড়িটি চালানো শিখে গেছেন বলে মনে হলে কাছের কিছু বন্ধুকে ডাকুন। তাঁদের পরামর্শ নিন। তবে তাঁরা হাসাহাসি করলে গা করবেন না যেন। এই পৃথিবীতে অনেক নতুন কাজ শুরুতে পাত্তাই পায়নি।
এই যে ভুল করলেন। রাস্তায় গাড়ির অর্ধেক অংশ নিয়ে নামবেন। আপনি তো নেমেছেন পুরো গাড়ি নিয়েই। দুটি অংশ নিয়েই যদি নেমে যান, তাহলে তো হবে না। একটা কাজ করতে পারেন, একবার সামনের অংশ, আরেকবার পেছনের অংশ নিয়ে রাস্তায় নামতে পারেন।
গাড়ি চালাতে চালাতে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন? তাহলে কয়েকবার স্টান্ট করতেই পারেন। তবে নিজ দায়িত্বে করবেন কিন্তু।
এই যে, অতি আত্মবিশ্বাস তো ভালো না। দিলেন তো রাস্তার পিচগুলো নষ্ট করে। ধুর...
অর্ধেক গাড়িতে দুর্ঘটনা অনিবার্য। এ অবস্থায় চলে যান রাজধানীর বঙ্গবাজার এলাকায়। আপনাকে দেখে ‘ঘোড়ায়ও হাইসা ফেললে’ ফেলুক। ভাববেন না। ঘোড়া নয় ঘোড়ার মালিককে খুঁজুন। রীতি মেনে চুক্তি করুন—গাড়ি নষ্ট হলেই যেন সে ছুটে আসে আপনাকে উদ্ধার করতে।
অর্ধেক গাড়িটির তালা-চাবি কাজ করছে না? কোনো সমস্যা নেই। বাসায় এ রকম একটা গ্যারেজ তৈরি করে ফেলুন। পারবেন না?
বিধিনিষেধ শেষ হয়ে গেলে আপনার গাড়িটি দোলনা বানিয়ে দোল খেতে পারবেন। প্রত্যাশা করুন—করোনাভাইরাসের বিদায়ের। তখন আপনিও মনের সুখে দোল খেতে পারবেন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কতভাবেই তো চেষ্টা করে যাচ্ছে! লকডাউন, কঠোর লকডাউন, আরও কঠোর লকডাউন, সত্যিকারের কঠোর লকডাউনের পর ১১ আগস্ট থেকে আবারও শিথিল হচ্ছে বিধিনিষেধ।
অবশ্য আগের মতো অর্ধেক যাত্রী নিয়ে গাড়ি চলবে না এবার। এবার গাড়িই অর্ধেক হয়ে যাবে। না, একটু ভুল বললাম। মোট সংখ্যার অর্ধেক বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে।
তবে কে বলতে পারে, করোনাভাইরাসের ধরন বদলানোর সঙ্গে তাল মিলিয়ে কখনো যদি অর্ধেক গাড়ি নিয়ে বের হওয়ার নির্দেশ এসেই পড়ে, তখন কী করবেন? চলুন প্রস্তুতিটা আগেভাগে সেরে ফেলি।
গাড়ি অর্ধেক করার প্রক্রিয়াটি বেশ জটিল। শুরুতেই আপনার গাড়িটি এমন একটি ওয়ার্কশপে নিয়ে যান, যেখানে গিয়ে এই লেখাটি দেখালে ইঞ্জিনিয়ার সাহেব সহজেই বুঝে যাবেন, কী করে আপনার গাড়িটিকে অর্ধেক বানিয়ে ফেলতে হবে। আর আপনিও পেয়ে যাবেন একটির জায়গায় দুটি গাড়ি। অনেকটা ৩০০ টাকার লাইট ১০০ টাকায়।
সাবধান; অর্ধেক গাড়ি চালানো কিন্তু ধৈর্যের ব্যাপার! ওয়ার্কশপ থেকে সোজা ঠেলতে ঠেলতে বাসায় নিয়ে যান। আগেই চালানো শুরু করবেন না যেন। এর জন্য প্রস্তুতি প্রয়োজন। প্রস্তুতির কথায় আসছি।
শুরুতেই আশপাশের কোনো মাঠে চলে যান। যেন প্র্যাকটিস সেশনে ব্যথা পেলেও মূল খেলায় অংশ নিতে পারেন। আজকাল মাঠে যেহেতু খেলা নেই, গাড়ি চালানো শিখতে অসুবিধা হওয়ার কথা নয়।
মাঠ না পেলে বাসার গলিতেও চেষ্টা করে দেখতে পারেন। তবে ভুলেও পরিপূর্ণ আত্মবিশ্বাস না নিয়ে রাস্তায় নামবেন না।
নতুন ধরনের গাড়িটি চালানো শিখে গেছেন বলে মনে হলে কাছের কিছু বন্ধুকে ডাকুন। তাঁদের পরামর্শ নিন। তবে তাঁরা হাসাহাসি করলে গা করবেন না যেন। এই পৃথিবীতে অনেক নতুন কাজ শুরুতে পাত্তাই পায়নি।
এই যে ভুল করলেন। রাস্তায় গাড়ির অর্ধেক অংশ নিয়ে নামবেন। আপনি তো নেমেছেন পুরো গাড়ি নিয়েই। দুটি অংশ নিয়েই যদি নেমে যান, তাহলে তো হবে না। একটা কাজ করতে পারেন, একবার সামনের অংশ, আরেকবার পেছনের অংশ নিয়ে রাস্তায় নামতে পারেন।
গাড়ি চালাতে চালাতে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন? তাহলে কয়েকবার স্টান্ট করতেই পারেন। তবে নিজ দায়িত্বে করবেন কিন্তু।
এই যে, অতি আত্মবিশ্বাস তো ভালো না। দিলেন তো রাস্তার পিচগুলো নষ্ট করে। ধুর...
অর্ধেক গাড়িতে দুর্ঘটনা অনিবার্য। এ অবস্থায় চলে যান রাজধানীর বঙ্গবাজার এলাকায়। আপনাকে দেখে ‘ঘোড়ায়ও হাইসা ফেললে’ ফেলুক। ভাববেন না। ঘোড়া নয় ঘোড়ার মালিককে খুঁজুন। রীতি মেনে চুক্তি করুন—গাড়ি নষ্ট হলেই যেন সে ছুটে আসে আপনাকে উদ্ধার করতে।
অর্ধেক গাড়িটির তালা-চাবি কাজ করছে না? কোনো সমস্যা নেই। বাসায় এ রকম একটা গ্যারেজ তৈরি করে ফেলুন। পারবেন না?
বিধিনিষেধ শেষ হয়ে গেলে আপনার গাড়িটি দোলনা বানিয়ে দোল খেতে পারবেন। প্রত্যাশা করুন—করোনাভাইরাসের বিদায়ের। তখন আপনিও মনের সুখে দোল খেতে পারবেন।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২২ দিন আগে