Ajker Patrika

ভালোবাসা দিবস উদ্‌যাপনে ভিন্নতা 

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভালোবাসা দিবস ঘিরে দুনিয়াজুড়ে কত আয়োজনই না থাকে। অধিকাংশ দেশে দিনটি উদ্‌যাপনের ধরন একই হলেও কিছু দেশে রয়েছে ভিন্নতা। দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদ্‌যাপিত হয়, তবে অন্যরকম ভঙ্গিতে। কোন দেশে এই দিনটি কেমন কাটে, চলুন জানা যাক—

চীনের কিছু অঞ্চলে একেবারে ভিন্নভাবে উদ্‌যাপন করা হয় ভালোবাসা দিবস

জাপান
ভালোবাসা দিবসের দিন কেউ কাউকে ভালোবেসে উপহার দিলে তা গ্রহণ না-ই করতে পারেন। তবে জাপানে এমনটা হয় না। ১৪ ফেব্রুয়ারির দিন পছন্দের মানুষকে দেওয়া উপহার ফিরিয়ে দেওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। সেদিন জাপানে ‘হোয়াইট ডে’ পালন করা হয়। 

ভালোবাসার উপহার ফিরিয়ে দিতে ১৪ মার্চ জাপানে উদ্‌যাপন করা হয় হোয়াইট ডে। ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে

চীন
ভালোবাসা দিবসে দক্ষিণ পশ্চিম চীনের মিয়াও গোষ্ঠীর নারীরা পছন্দের পুরুষদের পরিবেশন করার জন্য বিভিন্ন রঙিন ভাতের খাবার তৈরি করে। আর ভাতের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখে নানা বার্তা। 

দক্ষিণ কোরিয়ার সিঙ্গেলরা ১৪ এপ্রিল কালো নুডলস খেয়ে ‘কালো দিবস’ উদ্‌যাপন করে। দক্ষিণ কোরিয়া
এ দেশে শুধু ১৪ ফেব্রুয়ারিই নয়, বরং ভালোবাসার উদ্‌যাপন চলে প্রায় প্রত্যেক মাসের ১৪ তারিখে। মে মাসে পালন হয় গোলাপ দিবস, জুন মাসে পালিত হয় চুম্বন দিবস। আর সিঙ্গেলরা ১৪ এপ্রিল কালো নুডলস খেয়ে ‘কালো দিবস’ উদ্‌যাপন করে। 

ফ্রান্স
ফ্রান্সের এক ছোট্ট গ্রামের নাম ভ্যালেন্টাইন। সে গ্রাম ১৪ ফেব্রুয়ারি সেজে ওঠে দারুণভাবে। প্রতিটি বাড়ি কার্ড, ভালোবাসার বার্তা, প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয়। লতা-পাতা আর ফুল, বিশেষ করে গোলাপ থাকে সেই সজ্জায়। 

ফ্রান্সের সেন্ট ভ্যালেন্টাইন গ্রামডেনমার্ক
এ দেশে একটু অভিনব কায়দায় ভালোবাসার উদ্‌যাপন হয়। এদিন মনের মানুষকে নিজের হাতে তৈরি কার্ড দেওয়া হয়। সাদা ফুল শুকিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয়। ফুল শুকিয়ে ছাপ পড়ে নান্দনিক নকশার সৃষ্টি হয়। 

আর্জেন্টিনা
আর্জেন্টিনায় ফেব্রুয়ারি মাসে নয়, ভালোবাসার উদ্‌যাপন হয় জুলাই মাসে। পুরো এক সপ্তাহ চলে উদ্‌যাপন। কাছের মানুষকে চকলেট বা অন্য কোনো উপহার দেওয়ার রীতি রয়েছে দেশটিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত