ভালোবাসা দিবস ঘিরে দুনিয়াজুড়ে কত আয়োজনই না থাকে। অধিকাংশ দেশে দিনটি উদ্যাপনের ধরন একই হলেও কিছু দেশে রয়েছে ভিন্নতা। দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদ্যাপিত হয়, তবে অন্যরকম ভঙ্গিতে। কোন দেশে এই দিনটি কেমন কাটে, চলুন জানা যাক—
জাপান
ভালোবাসা দিবসের দিন কেউ কাউকে ভালোবেসে উপহার দিলে তা গ্রহণ না-ই করতে পারেন। তবে জাপানে এমনটা হয় না। ১৪ ফেব্রুয়ারির দিন পছন্দের মানুষকে দেওয়া উপহার ফিরিয়ে দেওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। সেদিন জাপানে ‘হোয়াইট ডে’ পালন করা হয়।
চীন
ভালোবাসা দিবসে দক্ষিণ পশ্চিম চীনের মিয়াও গোষ্ঠীর নারীরা পছন্দের পুরুষদের পরিবেশন করার জন্য বিভিন্ন রঙিন ভাতের খাবার তৈরি করে। আর ভাতের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখে নানা বার্তা।
দক্ষিণ কোরিয়া
এ দেশে শুধু ১৪ ফেব্রুয়ারিই নয়, বরং ভালোবাসার উদ্যাপন চলে প্রায় প্রত্যেক মাসের ১৪ তারিখে। মে মাসে পালন হয় গোলাপ দিবস, জুন মাসে পালিত হয় চুম্বন দিবস। আর সিঙ্গেলরা ১৪ এপ্রিল কালো নুডলস খেয়ে ‘কালো দিবস’ উদ্যাপন করে।
ফ্রান্স
ফ্রান্সের এক ছোট্ট গ্রামের নাম ভ্যালেন্টাইন। সে গ্রাম ১৪ ফেব্রুয়ারি সেজে ওঠে দারুণভাবে। প্রতিটি বাড়ি কার্ড, ভালোবাসার বার্তা, প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয়। লতা-পাতা আর ফুল, বিশেষ করে গোলাপ থাকে সেই সজ্জায়।
ডেনমার্ক
এ দেশে একটু অভিনব কায়দায় ভালোবাসার উদ্যাপন হয়। এদিন মনের মানুষকে নিজের হাতে তৈরি কার্ড দেওয়া হয়। সাদা ফুল শুকিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয়। ফুল শুকিয়ে ছাপ পড়ে নান্দনিক নকশার সৃষ্টি হয়।
আর্জেন্টিনা
আর্জেন্টিনায় ফেব্রুয়ারি মাসে নয়, ভালোবাসার উদ্যাপন হয় জুলাই মাসে। পুরো এক সপ্তাহ চলে উদ্যাপন। কাছের মানুষকে চকলেট বা অন্য কোনো উপহার দেওয়ার রীতি রয়েছে দেশটিতে।
ভালোবাসা দিবস ঘিরে দুনিয়াজুড়ে কত আয়োজনই না থাকে। অধিকাংশ দেশে দিনটি উদ্যাপনের ধরন একই হলেও কিছু দেশে রয়েছে ভিন্নতা। দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদ্যাপিত হয়, তবে অন্যরকম ভঙ্গিতে। কোন দেশে এই দিনটি কেমন কাটে, চলুন জানা যাক—
জাপান
ভালোবাসা দিবসের দিন কেউ কাউকে ভালোবেসে উপহার দিলে তা গ্রহণ না-ই করতে পারেন। তবে জাপানে এমনটা হয় না। ১৪ ফেব্রুয়ারির দিন পছন্দের মানুষকে দেওয়া উপহার ফিরিয়ে দেওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। সেদিন জাপানে ‘হোয়াইট ডে’ পালন করা হয়।
চীন
ভালোবাসা দিবসে দক্ষিণ পশ্চিম চীনের মিয়াও গোষ্ঠীর নারীরা পছন্দের পুরুষদের পরিবেশন করার জন্য বিভিন্ন রঙিন ভাতের খাবার তৈরি করে। আর ভাতের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখে নানা বার্তা।
দক্ষিণ কোরিয়া
এ দেশে শুধু ১৪ ফেব্রুয়ারিই নয়, বরং ভালোবাসার উদ্যাপন চলে প্রায় প্রত্যেক মাসের ১৪ তারিখে। মে মাসে পালন হয় গোলাপ দিবস, জুন মাসে পালিত হয় চুম্বন দিবস। আর সিঙ্গেলরা ১৪ এপ্রিল কালো নুডলস খেয়ে ‘কালো দিবস’ উদ্যাপন করে।
ফ্রান্স
ফ্রান্সের এক ছোট্ট গ্রামের নাম ভ্যালেন্টাইন। সে গ্রাম ১৪ ফেব্রুয়ারি সেজে ওঠে দারুণভাবে। প্রতিটি বাড়ি কার্ড, ভালোবাসার বার্তা, প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয়। লতা-পাতা আর ফুল, বিশেষ করে গোলাপ থাকে সেই সজ্জায়।
ডেনমার্ক
এ দেশে একটু অভিনব কায়দায় ভালোবাসার উদ্যাপন হয়। এদিন মনের মানুষকে নিজের হাতে তৈরি কার্ড দেওয়া হয়। সাদা ফুল শুকিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয়। ফুল শুকিয়ে ছাপ পড়ে নান্দনিক নকশার সৃষ্টি হয়।
আর্জেন্টিনা
আর্জেন্টিনায় ফেব্রুয়ারি মাসে নয়, ভালোবাসার উদ্যাপন হয় জুলাই মাসে। পুরো এক সপ্তাহ চলে উদ্যাপন। কাছের মানুষকে চকলেট বা অন্য কোনো উপহার দেওয়ার রীতি রয়েছে দেশটিতে।
সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
১১ ঘণ্টা আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
২১ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১ দিন আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগে