অনলাইন ডেস্ক
ভালোবাসা দিবস ঘিরে দুনিয়াজুড়ে কত আয়োজনই না থাকে। অধিকাংশ দেশে দিনটি উদ্যাপনের ধরন একই হলেও কিছু দেশে রয়েছে ভিন্নতা। দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদ্যাপিত হয়, তবে অন্যরকম ভঙ্গিতে। কোন দেশে এই দিনটি কেমন কাটে, চলুন জানা যাক—
জাপান
ভালোবাসা দিবসের দিন কেউ কাউকে ভালোবেসে উপহার দিলে তা গ্রহণ না-ই করতে পারেন। তবে জাপানে এমনটা হয় না। ১৪ ফেব্রুয়ারির দিন পছন্দের মানুষকে দেওয়া উপহার ফিরিয়ে দেওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। সেদিন জাপানে ‘হোয়াইট ডে’ পালন করা হয়।
চীন
ভালোবাসা দিবসে দক্ষিণ পশ্চিম চীনের মিয়াও গোষ্ঠীর নারীরা পছন্দের পুরুষদের পরিবেশন করার জন্য বিভিন্ন রঙিন ভাতের খাবার তৈরি করে। আর ভাতের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখে নানা বার্তা।
দক্ষিণ কোরিয়া
এ দেশে শুধু ১৪ ফেব্রুয়ারিই নয়, বরং ভালোবাসার উদ্যাপন চলে প্রায় প্রত্যেক মাসের ১৪ তারিখে। মে মাসে পালন হয় গোলাপ দিবস, জুন মাসে পালিত হয় চুম্বন দিবস। আর সিঙ্গেলরা ১৪ এপ্রিল কালো নুডলস খেয়ে ‘কালো দিবস’ উদ্যাপন করে।
ফ্রান্স
ফ্রান্সের এক ছোট্ট গ্রামের নাম ভ্যালেন্টাইন। সে গ্রাম ১৪ ফেব্রুয়ারি সেজে ওঠে দারুণভাবে। প্রতিটি বাড়ি কার্ড, ভালোবাসার বার্তা, প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয়। লতা-পাতা আর ফুল, বিশেষ করে গোলাপ থাকে সেই সজ্জায়।
ডেনমার্ক
এ দেশে একটু অভিনব কায়দায় ভালোবাসার উদ্যাপন হয়। এদিন মনের মানুষকে নিজের হাতে তৈরি কার্ড দেওয়া হয়। সাদা ফুল শুকিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয়। ফুল শুকিয়ে ছাপ পড়ে নান্দনিক নকশার সৃষ্টি হয়।
আর্জেন্টিনা
আর্জেন্টিনায় ফেব্রুয়ারি মাসে নয়, ভালোবাসার উদ্যাপন হয় জুলাই মাসে। পুরো এক সপ্তাহ চলে উদ্যাপন। কাছের মানুষকে চকলেট বা অন্য কোনো উপহার দেওয়ার রীতি রয়েছে দেশটিতে।
ভালোবাসা দিবস ঘিরে দুনিয়াজুড়ে কত আয়োজনই না থাকে। অধিকাংশ দেশে দিনটি উদ্যাপনের ধরন একই হলেও কিছু দেশে রয়েছে ভিন্নতা। দিনটি ভালোবাসা দিবস হিসেবে উদ্যাপিত হয়, তবে অন্যরকম ভঙ্গিতে। কোন দেশে এই দিনটি কেমন কাটে, চলুন জানা যাক—
জাপান
ভালোবাসা দিবসের দিন কেউ কাউকে ভালোবেসে উপহার দিলে তা গ্রহণ না-ই করতে পারেন। তবে জাপানে এমনটা হয় না। ১৪ ফেব্রুয়ারির দিন পছন্দের মানুষকে দেওয়া উপহার ফিরিয়ে দেওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত। সেদিন জাপানে ‘হোয়াইট ডে’ পালন করা হয়।
চীন
ভালোবাসা দিবসে দক্ষিণ পশ্চিম চীনের মিয়াও গোষ্ঠীর নারীরা পছন্দের পুরুষদের পরিবেশন করার জন্য বিভিন্ন রঙিন ভাতের খাবার তৈরি করে। আর ভাতের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখে নানা বার্তা।
দক্ষিণ কোরিয়া
এ দেশে শুধু ১৪ ফেব্রুয়ারিই নয়, বরং ভালোবাসার উদ্যাপন চলে প্রায় প্রত্যেক মাসের ১৪ তারিখে। মে মাসে পালন হয় গোলাপ দিবস, জুন মাসে পালিত হয় চুম্বন দিবস। আর সিঙ্গেলরা ১৪ এপ্রিল কালো নুডলস খেয়ে ‘কালো দিবস’ উদ্যাপন করে।
ফ্রান্স
ফ্রান্সের এক ছোট্ট গ্রামের নাম ভ্যালেন্টাইন। সে গ্রাম ১৪ ফেব্রুয়ারি সেজে ওঠে দারুণভাবে। প্রতিটি বাড়ি কার্ড, ভালোবাসার বার্তা, প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয়। লতা-পাতা আর ফুল, বিশেষ করে গোলাপ থাকে সেই সজ্জায়।
ডেনমার্ক
এ দেশে একটু অভিনব কায়দায় ভালোবাসার উদ্যাপন হয়। এদিন মনের মানুষকে নিজের হাতে তৈরি কার্ড দেওয়া হয়। সাদা ফুল শুকিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয়। ফুল শুকিয়ে ছাপ পড়ে নান্দনিক নকশার সৃষ্টি হয়।
আর্জেন্টিনা
আর্জেন্টিনায় ফেব্রুয়ারি মাসে নয়, ভালোবাসার উদ্যাপন হয় জুলাই মাসে। পুরো এক সপ্তাহ চলে উদ্যাপন। কাছের মানুষকে চকলেট বা অন্য কোনো উপহার দেওয়ার রীতি রয়েছে দেশটিতে।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২২ দিন আগে