রেকর্ড গড়া সেঞ্চুরির কথা ভাবতেই পারেননি ম্যাক্সওয়েল
ঝড় যে গ্লেন ম্যাক্সওয়েল তুলতে পারেন না, তা তো নয়। ঝোড়ো ইনিংস খেলে মাঝেমধ্যেই প্রতিপক্ষের থেকে ম্যাচ কেড়ে নেওয়ার উদাহরণ তাঁর রয়েছে অনেক। তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাক্সওয়েল যা দেখালেন, সেটাকে ‘টর্নেডো’, ‘সাইক্লোন’ বললেও হয়তো তা বাড়াবাড়ি হবে না।